AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi-Antonela Roccuzzo: ‘ভালোবাসা ছাড়া আর কী বা তোমাকে দিতে পারি!!!’, মেসির জন্মদিনে আবেগঘন বার্তা স্ত্রী আন্তোনেলার

স্পেনের ইবিজায় পরিবারের সঙ্গে বর্তমানে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। আজ লিওর জন্মদিন। মেসির ৩৫তম জন্মদিনে আবেগঘন বার্তা দিয়ে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo)। দেখে নিন সেই ছবি...

| Edited By: | Updated on: Jun 24, 2022 | 12:40 PM
Share
বর্তমানে ইবিজায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন পিএসজির তারকা ফুটবলার। লিওনেল মেসির সঙ্গে একখানা সুন্দর ছবি দিয়ে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বর্তমানে ইবিজায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন পিএসজির তারকা ফুটবলার। লিওনেল মেসির সঙ্গে একখানা সুন্দর ছবি দিয়ে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

1 / 4
ছবির ক্যাপশনে আন্তনেলা লিখেছেন, "শুভ জন্মদিন ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসা ছাড়া আর কী বা দিতে পারি!!!!"

ছবির ক্যাপশনে আন্তনেলা লিখেছেন, "শুভ জন্মদিন ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসা ছাড়া আর কী বা দিতে পারি!!!!"

2 / 4
আন্তোনেলার সঙ্গে ইবিজায় একান্তে সময় কাটানোর পাশাপাশি, পুলে তিন সন্তানের (থিয়াগো, মাতেও ও চিরো) সঙ্গেও খোশমেজাজে দেখা গিয়েছে মেসিকে।

আন্তোনেলার সঙ্গে ইবিজায় একান্তে সময় কাটানোর পাশাপাশি, পুলে তিন সন্তানের (থিয়াগো, মাতেও ও চিরো) সঙ্গেও খোশমেজাজে দেখা গিয়েছে মেসিকে।

3 / 4
মেসির ছেলেবেলাতেই আন্তোনেলার সঙ্গে আলাপ। তা থেকেই প্রেম... এবং ২০১৭ সালে অবশেষে বিয়ের পিড়িতে বসেন মেসি ও আন্তোনেলা। তিন সন্তানকে নিয়ে তাঁদের এখন সুখের সংসার।

মেসির ছেলেবেলাতেই আন্তোনেলার সঙ্গে আলাপ। তা থেকেই প্রেম... এবং ২০১৭ সালে অবশেষে বিয়ের পিড়িতে বসেন মেসি ও আন্তোনেলা। তিন সন্তানকে নিয়ে তাঁদের এখন সুখের সংসার।

4 / 4