Anurag Kashyap Birthday: সত্যি বলতে ভয় পান না অনুরোগ, বলিউডকে শিক্ষা দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 10, 2022 | 2:06 PM

Bollywood Gossip: সুশান্ত সিং রাজপুতকে তিনি দুটি ছবির প্রস্তাব দিয়েছিলেন। হাসি তো ফাঁসি আর মুক্কাবাজ।

1 / 6
বহুবার বিতর্কে নাম জড়িয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বলিউডের নানা সেলেবদেরকে নিয়ে কখনও তাঁর খোলামেলা উপদেশ, কখনও আবার তাঁর বিতর্কিত মন্তব্য। সেই তালিকা থেকে বাদ যাননি আদিত্য চোপড়াও।

বহুবার বিতর্কে নাম জড়িয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বলিউডের নানা সেলেবদেরকে নিয়ে কখনও তাঁর খোলামেলা উপদেশ, কখনও আবার তাঁর বিতর্কিত মন্তব্য। সেই তালিকা থেকে বাদ যাননি আদিত্য চোপড়াও।

2 / 6
একবার পর পর বলিউডের ছবি ফ্লপ হওয়া নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। যশরাজ ফিল্মসের ছবিটা যখন এমন, তখনই আদিত্য চোপড়াকে উপদেশ দিয়েছিলেন যে, পরিচালকদের নিজেদের মত করে কাজ করতে দিন। নিজেদের মতামত তাঁদের ওপর চাপিয়ে দেবেন না।

একবার পর পর বলিউডের ছবি ফ্লপ হওয়া নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। যশরাজ ফিল্মসের ছবিটা যখন এমন, তখনই আদিত্য চোপড়াকে উপদেশ দিয়েছিলেন যে, পরিচালকদের নিজেদের মত করে কাজ করতে দিন। নিজেদের মতামত তাঁদের ওপর চাপিয়ে দেবেন না।

3 / 6
করণ জোহরের সঙ্গে অতীতে ভয়ানক বচসায় জড়িয়ে পড়েছিলেন অনুরাগ কাশ্যপ। নিজেই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখা না করেই করণ তাঁর সম্পর্কে মন্তব্য করে বসেছিলেন, তিনি সাইকোপ্যাথ। তখনই মেজাজ হারিয়ে অনুরাগ জানিয়েছিলেন করণ একজন মোটা বাচ্চা, যিনি মনে করে এখনও স্কুলেই পড়ছেন তিনি।

করণ জোহরের সঙ্গে অতীতে ভয়ানক বচসায় জড়িয়ে পড়েছিলেন অনুরাগ কাশ্যপ। নিজেই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখা না করেই করণ তাঁর সম্পর্কে মন্তব্য করে বসেছিলেন, তিনি সাইকোপ্যাথ। তখনই মেজাজ হারিয়ে অনুরাগ জানিয়েছিলেন করণ একজন মোটা বাচ্চা, যিনি মনে করে এখনও স্কুলেই পড়ছেন তিনি।

4 / 6
বম্বে ভেলভেট ছবি থেকে যখন সরিয়ে দেওয়া হয় রণবীর সিংকে এবং ছবির প্রস্তাব পান রণবীর কাপুর, তখনও চুপ থাকেননি তিনি। জানান, রণবীর সিং এখন তাঁদের সঙ্গেই কাজ করছেন, এক সময় তাঁকে যাঁরা ফিরিয়েছিলেন।

বম্বে ভেলভেট ছবি থেকে যখন সরিয়ে দেওয়া হয় রণবীর সিংকে এবং ছবির প্রস্তাব পান রণবীর কাপুর, তখনও চুপ থাকেননি তিনি। জানান, রণবীর সিং এখন তাঁদের সঙ্গেই কাজ করছেন, এক সময় তাঁকে যাঁরা ফিরিয়েছিলেন।

5 / 6
সুশান্ত সিং রাজপুতকে তিনি দুটি ছবির প্রস্তাব দিয়েছিলেন। হাসি তো ফাঁসি আর মুক্কাবাজ। তবে সুশান্ত সিং রাজপুত বেছে নিয়েছিলেন অন্যদুটো বিগ ব্যানারের ছবি। যার মধ্যে একটি শুদ্ধ দেশি রোম্যান্স।

সুশান্ত সিং রাজপুতকে তিনি দুটি ছবির প্রস্তাব দিয়েছিলেন। হাসি তো ফাঁসি আর মুক্কাবাজ। তবে সুশান্ত সিং রাজপুত বেছে নিয়েছিলেন অন্যদুটো বিগ ব্যানারের ছবি। যার মধ্যে একটি শুদ্ধ দেশি রোম্যান্স।

6 / 6
সলমন খানের ছবি তেরে নাম থেকেও বাদ গিয়েছিলেন তিনি। কারণ সেই চরিত্রের জন্য তিনি মনে করেছিলেন সলমন খানের লুক যথেষ্ট নয়। বাড়াতে বলেছিলেন লোম। তাতেই রেগে গিয়ে ছবি থেকে বাদ দিয়ে দেন সলমন।

সলমন খানের ছবি তেরে নাম থেকেও বাদ গিয়েছিলেন তিনি। কারণ সেই চরিত্রের জন্য তিনি মনে করেছিলেন সলমন খানের লুক যথেষ্ট নয়। বাড়াতে বলেছিলেন লোম। তাতেই রেগে গিয়ে ছবি থেকে বাদ দিয়ে দেন সলমন।

Next Photo Gallery