Jhulan Goswami-Anushka Sharma: ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিংয়ের সমাপ্তি, কী হল শেষ দিনে?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Dec 26, 2022 | 3:03 PM

ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিকের শুটিং অবশেষে শেষ হল। ঝুলনের বায়োপিকের মুখ্য চরিত্রে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং শেষ হওয়ার দিন সেটে হাজির ছিলেন স্বয়ং 'চাকদা এক্সপ্রেস'। আর কী হল শেষ দিনে?

Dec 26, 2022 | 3:03 PM
অবশেষে শেষ হল ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং। ২০২২ সালের জুন মাসে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল। (ছবি- অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

অবশেষে শেষ হল ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং। ২০২২ সালের জুন মাসে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল। (ছবি- অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

1 / 7
ঝুলনের বায়োপিকের মুখ্য চরিত্রে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। চলতি বছরের জানুয়ারি মাসে যখন অনুষ্কা এই সিনেমাটি হওয়ার খবর যখন টিজার প্রকাশ করে জানিয়েছিলেন, তখন তিনি রীতিমতো ট্রোল হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছিল প্রশ্ন, ভাঙা বাংলা বলা অনুষ্কা কেন ঝুলনের ভূমিকায়। পাশাপাশি ঝুলনের চেহারার সঙ্গে অনুষ্কার মিল না থাকা নিয়েও নেটিজ়েনরা প্রশ্ন করতে ভোলেননি। (ছবি- অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

ঝুলনের বায়োপিকের মুখ্য চরিত্রে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। চলতি বছরের জানুয়ারি মাসে যখন অনুষ্কা এই সিনেমাটি হওয়ার খবর যখন টিজার প্রকাশ করে জানিয়েছিলেন, তখন তিনি রীতিমতো ট্রোল হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছিল প্রশ্ন, ভাঙা বাংলা বলা অনুষ্কা কেন ঝুলনের ভূমিকায়। পাশাপাশি ঝুলনের চেহারার সঙ্গে অনুষ্কার মিল না থাকা নিয়েও নেটিজ়েনরা প্রশ্ন করতে ভোলেননি। (ছবি- অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

2 / 7
দেখতে দেখতে 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ের সমাপ্তি। ৬৫ দিন ধরে ৬টি শহরে ঝুলনের বায়োপিকের শুটিং হয়েছে। অনুষ্কা বাস্তবের ঝুলনকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য কোনও কসুর ছাড়েননি। ঝুলনের মতো বোলিং করার জন্য ঘণ্টার পর ঘণ্টা মাঠে কাটিয়েছিলেন অনুষ্কা। (ছবি-ঝুলন গোস্বামী ফেসবুক)

দেখতে দেখতে 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ের সমাপ্তি। ৬৫ দিন ধরে ৬টি শহরে ঝুলনের বায়োপিকের শুটিং হয়েছে। অনুষ্কা বাস্তবের ঝুলনকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য কোনও কসুর ছাড়েননি। ঝুলনের মতো বোলিং করার জন্য ঘণ্টার পর ঘণ্টা মাঠে কাটিয়েছিলেন অনুষ্কা। (ছবি-ঝুলন গোস্বামী ফেসবুক)

3 / 7
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী হওয়ার সুবাদে স্বামীর বহু ম্যাচ গ্যালারি থেকে দেখেছেন অনুষ্কা। এ বার এই বায়োপিকের দৌলতে নিজেও ম্য়াচে খেলার মতোই অভিজ্ঞতা সংগ্রহ করে নিলেন অনুষ্কা। (ছবি-তমাল সেন ইন্সটাগ্রাম)

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী হওয়ার সুবাদে স্বামীর বহু ম্যাচ গ্যালারি থেকে দেখেছেন অনুষ্কা। এ বার এই বায়োপিকের দৌলতে নিজেও ম্য়াচে খেলার মতোই অভিজ্ঞতা সংগ্রহ করে নিলেন অনুষ্কা। (ছবি-তমাল সেন ইন্সটাগ্রাম)

4 / 7
সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামী এবং অনুষ্কা শর্মা 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ের সমাপ্তির কথা জানিয়েছেন। শেষ দিনের শুটিংয়ের পর তোলা একঝাঁক ছবিও শেয়ার করেছেন দু'জনই। (ছবি-ঝুলন গোস্বামী ফেসবুক)

সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামী এবং অনুষ্কা শর্মা 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ের সমাপ্তির কথা জানিয়েছেন। শেষ দিনের শুটিংয়ের পর তোলা একঝাঁক ছবিও শেয়ার করেছেন দু'জনই। (ছবি-ঝুলন গোস্বামী ফেসবুক)

5 / 7
চাকদা এক্সপ্রেস সিনেমার শুটিংয়ের শেষ দিনে সেটে হাজির ছিলেন ঝুলন গোস্বামী। এই সিনেমার জন্য অনুষ্কাকে তিনি ট্রেনিংও দিয়েছিলেন। কাছ থেকে ঝুলন দেখেছেন বাস্তবের ঝুলনকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য অনুষ্কা কতটা পরিশ্রম করেছেন। তাই শুটিংয়ের শেষ দিনে অনুষ্কার তারিফ করতে ভোলেননি ঝুলন। (ছবি-ঝুলন গোস্বামী ফেসবুক)

চাকদা এক্সপ্রেস সিনেমার শুটিংয়ের শেষ দিনে সেটে হাজির ছিলেন ঝুলন গোস্বামী। এই সিনেমার জন্য অনুষ্কাকে তিনি ট্রেনিংও দিয়েছিলেন। কাছ থেকে ঝুলন দেখেছেন বাস্তবের ঝুলনকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য অনুষ্কা কতটা পরিশ্রম করেছেন। তাই শুটিংয়ের শেষ দিনে অনুষ্কার তারিফ করতে ভোলেননি ঝুলন। (ছবি-ঝুলন গোস্বামী ফেসবুক)

6 / 7
ঝুলন গোস্বামীর বায়োপিকের শেষ দিনের শুটিংয়ে এক সুন্দর কেকও কাটা হয়। সেই কেকটি অনুষ্কা শর্মা, ঝুলন গোস্বামী এবং সিনেমাটির পরিচালক প্রসিত রায় মিলে কাটেন। ঝুলনের বায়োপিক নেটফ্লিক্সে মুক্তি পাবে। উল্লেখ্য, এখনও বায়োপিকটির রিলিজ় তারিখ প্রকাশ্যে আসেনি। (ছবি-ঝুলন গোস্বামী ফেসবুক)

ঝুলন গোস্বামীর বায়োপিকের শেষ দিনের শুটিংয়ে এক সুন্দর কেকও কাটা হয়। সেই কেকটি অনুষ্কা শর্মা, ঝুলন গোস্বামী এবং সিনেমাটির পরিচালক প্রসিত রায় মিলে কাটেন। ঝুলনের বায়োপিক নেটফ্লিক্সে মুক্তি পাবে। উল্লেখ্য, এখনও বায়োপিকটির রিলিজ় তারিখ প্রকাশ্যে আসেনি। (ছবি-ঝুলন গোস্বামী ফেসবুক)

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla