Apple Watch Series 7: ভারতে কত দাম হবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর? কবে থেকে শুরু প্রি-বুকিং?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Oct 09, 2021 | 7:36 AM

ভারতীয় গ্রাহকরা হাতে পেতে চলেছেন অ্যাপেল ওয়াচ সিরিজ। তার আগে দেখে নিন কত দাম হবে অ্যাপেলের এই স্মার্ট ওয়াচ সিরিজের। কবে থেকেই বা শুরু হবে প্রি-বুকিং? আর কবে কবে থেকে বিক্রি হবে?

1 / 7
আগামী ১৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর বিক্রি। তার সপ্তাহখানেক আগে থেকে থেকে শুরু হবে প্রি-বুকিং।

আগামী ১৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর বিক্রি। তার সপ্তাহখানেক আগে থেকে থেকে শুরু হবে প্রি-বুকিং।

2 / 7
সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ সিরিজ, নতুন আইপ্যাড এবং আইপ্যাড মিনির সঙ্গে লঞ্চ করেছিল অ্যাপেল ওয়াচ সিরিজ ৭। এই স্মার্ট ওয়াচে রয়েছে অ্যাপেল ওয়াচ ওএস ৮।

সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ সিরিজ, নতুন আইপ্যাড এবং আইপ্যাড মিনির সঙ্গে লঞ্চ করেছিল অ্যাপেল ওয়াচ সিরিজ ৭। এই স্মার্ট ওয়াচে রয়েছে অ্যাপেল ওয়াচ ওএস ৮।

3 / 7
ভারতে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর দাম শুরু হচ্ছে ৪১,৯০০ টাকা থেকে। ৮ অক্টোবর দুপুর ১টা থেকে ভারতে এই স্মার্টওয়াচের প্রি-বুকিং শুরু হবে। বিস্তারিত দামের রেঞ্জ এখনও প্রকাশ করা হয়নি।

ভারতে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর দাম শুরু হচ্ছে ৪১,৯০০ টাকা থেকে। ৮ অক্টোবর দুপুর ১টা থেকে ভারতে এই স্মার্টওয়াচের প্রি-বুকিং শুরু হবে। বিস্তারিত দামের রেঞ্জ এখনও প্রকাশ করা হয়নি।

4 / 7
পাঁচটি অ্যালুমিনিয়াম কেস ফিনিশের সঙ্গে পাওয়া যাবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭। Green, Midnight, New Blue, Starlight, (PRODUCT) RED- এই ৫টি রঙের অ্যালুমিনিয়াম কেস ফিনিশে পাওয়া যাবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭।

পাঁচটি অ্যালুমিনিয়াম কেস ফিনিশের সঙ্গে পাওয়া যাবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭। Green, Midnight, New Blue, Starlight, (PRODUCT) RED- এই ৫টি রঙের অ্যালুমিনিয়াম কেস ফিনিশে পাওয়া যাবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭।

5 / 7
অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এ স্টেনলেস স্টিলের মডেলও পাওয়া যাবে। গোল্ড, গ্রাফাইট এবং সিলভার শেডে পাওয়া যাবে স্টেনলেস স্টিলের অ্যাপেল ওয়াচ সিরিজ ৭।

অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এ স্টেনলেস স্টিলের মডেলও পাওয়া যাবে। গোল্ড, গ্রাফাইট এবং সিলভার শেডে পাওয়া যাবে স্টেনলেস স্টিলের অ্যাপেল ওয়াচ সিরিজ ৭।

6 / 7
অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিল- এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭। এর পাশাপাশি জিপিএস ভ্যারিয়েন্ট এবং জিপিএস ও সেলুলার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। ৪১ এবং ৪৫ মিলিমিটার সাইজে লঞ্চ হবে এই অ্যাপেল ওয়াচ সিরিজ ৭।

অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিল- এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭। এর পাশাপাশি জিপিএস ভ্যারিয়েন্ট এবং জিপিএস ও সেলুলার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। ৪১ এবং ৪৫ মিলিমিটার সাইজে লঞ্চ হবে এই অ্যাপেল ওয়াচ সিরিজ ৭।

7 / 7
অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এ থাকবে ইলেকট্রিকাল হার্ট সেনসর এবং একটি ব্লাড অক্সিজেন সেনসর। এছাড়াও থাকবে ইসিজি এবং ব্লাড অক্সিজেন অ্যাপ সাপোর্ট। এছাড়াও বলা হচ্ছে, ১৮ ঘণ্টা ব্যাটারি লাইফ থাকতে পারে এই ওয়াচ সিরিজে।

অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এ থাকবে ইলেকট্রিকাল হার্ট সেনসর এবং একটি ব্লাড অক্সিজেন সেনসর। এছাড়াও থাকবে ইসিজি এবং ব্লাড অক্সিজেন অ্যাপ সাপোর্ট। এছাড়াও বলা হচ্ছে, ১৮ ঘণ্টা ব্যাটারি লাইফ থাকতে পারে এই ওয়াচ সিরিজে।

Next Photo Gallery