Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Archana Puran Singh: অর্চনার দুই ছেলেকে চেনেন? কাজ সামলে সন্তানদের কতটা সময় দিতেন তিনি?

Archana Puran Singh: ১৯৯২-এর ৩০ জুন প্রমিত শেঠিকে বিয়ে করেন অর্চনা। তাঁদের দুই পুত্র সন্তান। আর্যমান এবং আয়ুষ্মান। ছেলেদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক অর্চনার।

| Edited By: | Updated on: Sep 26, 2021 | 11:45 AM
২৬ সেপ্টেম্বর, ১৯৬২ দেহরাদুনে জন্ম হয় অর্চনা পূরণ সিংয়ের। বলিউডে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কেরিয়ার অর্চনার। আজ তিনি বার্থডে গার্ল।

২৬ সেপ্টেম্বর, ১৯৬২ দেহরাদুনে জন্ম হয় অর্চনা পূরণ সিংয়ের। বলিউডে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কেরিয়ার অর্চনার। আজ তিনি বার্থডে গার্ল।

1 / 7
১৯৮৭ সালে আদিত্য পাঞ্চোলির বিপরীতে নারি হিরার ছবি অভিষেক-এর মাধ্যমে বলিউডে অভিনয়ে ডেবিউ করেন তিনি।  অগ্নিপথ, রাজা হিন্দুস্তানী, কুছ কুছ হোতা হ্যায় সহ বহু ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত।

১৯৮৭ সালে আদিত্য পাঞ্চোলির বিপরীতে নারি হিরার ছবি অভিষেক-এর মাধ্যমে বলিউডে অভিনয়ে ডেবিউ করেন তিনি। অগ্নিপথ, রাজা হিন্দুস্তানী, কুছ কুছ হোতা হ্যায় সহ বহু ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত।

2 / 7
১৯৯২-এর ৩০ জুন প্রমিত শেঠিকে বিয়ে করেন অর্চনা। তাঁদের দুই পুত্র সন্তান। আর্যমান এবং আয়ুষ্মান। ছেলেদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক অর্চনার।

১৯৯২-এর ৩০ জুন প্রমিত শেঠিকে বিয়ে করেন অর্চনা। তাঁদের দুই পুত্র সন্তান। আর্যমান এবং আয়ুষ্মান। ছেলেদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক অর্চনার।

3 / 7
বাবার মতো মাও কাজে যান, এটা দেখেই অর্চনার ছেলেরা বড় হয়েছে। ছোট থেকেই জেনেছে মা অভিনয় করে। কাজ সামলে বাকি সময়টা ছেলেদের দিয়েছেন অর্চনা। ছোট থেকেই ছেলেদের বুঝতে শিখিয়েছিলেন তিনি।

বাবার মতো মাও কাজে যান, এটা দেখেই অর্চনার ছেলেরা বড় হয়েছে। ছোট থেকেই জেনেছে মা অভিনয় করে। কাজ সামলে বাকি সময়টা ছেলেদের দিয়েছেন অর্চনা। ছোট থেকেই ছেলেদের বুঝতে শিখিয়েছিলেন তিনি।

4 / 7
শুধুমাত্র অভিনেত্রীরা নন, অর্চনা মনে করেন শোবিজের সঙ্গে যুক্ত সকলেই অর্থাৎ অভিনেতারাও নাকি বয়স লুকিয়ে রাখতে চান। কিন্তু কেন তাঁরা এই আচরণ করেন, তা তাঁর কাছে আজও স্পষ্ট নয়।

শুধুমাত্র অভিনেত্রীরা নন, অর্চনা মনে করেন শোবিজের সঙ্গে যুক্ত সকলেই অর্থাৎ অভিনেতারাও নাকি বয়স লুকিয়ে রাখতে চান। কিন্তু কেন তাঁরা এই আচরণ করেন, তা তাঁর কাছে আজও স্পষ্ট নয়।

5 / 7
অর্চনা মনে করেন, ইন্টারনেটের আগের যুগে তাও হয়তো নায়ক, নায়িকাদের পক্ষে বয়স লুকিয়ে রাখা সহজ ছিল। কিন্তু এখন সব তথ্য সকলের হাতের মুঠোয়। তিনি বলেন, “সার্চ করলেই সব খবর পাওয়া যায়। বয়স লুকিয়ে রাখার ট্রেন্ডে আমি বিশ্বাসী নই।”

অর্চনা মনে করেন, ইন্টারনেটের আগের যুগে তাও হয়তো নায়ক, নায়িকাদের পক্ষে বয়স লুকিয়ে রাখা সহজ ছিল। কিন্তু এখন সব তথ্য সকলের হাতের মুঠোয়। তিনি বলেন, “সার্চ করলেই সব খবর পাওয়া যায়। বয়স লুকিয়ে রাখার ট্রেন্ডে আমি বিশ্বাসী নই।”

6 / 7
প্রত্যেকবারই নাকি জন্মদিনের আগে সেলিব্রেশন প্ল্যান নিয়ে অর্চনাকে প্রশ্ন করতে থাকেন তাঁর বন্ধুরা। এ বার ব্যতিক্রম নয়। কিন্তু করোনা পরিস্থিতিতে খুব বেশি আয়োজন করা সম্ভব হবে না বলেই মনে করেন তিনি।

প্রত্যেকবারই নাকি জন্মদিনের আগে সেলিব্রেশন প্ল্যান নিয়ে অর্চনাকে প্রশ্ন করতে থাকেন তাঁর বন্ধুরা। এ বার ব্যতিক্রম নয়। কিন্তু করোনা পরিস্থিতিতে খুব বেশি আয়োজন করা সম্ভব হবে না বলেই মনে করেন তিনি।

7 / 7
Follow Us: