AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alejandro Gomez: সতীর্থর কীর্তি ট্যাটু করালেন আলেজান্দ্রো গোমেজ

Emiliano Martinez: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) আর্জেন্টিনার (Argentina) জয়ের অন্যতম কারিগর লিওনেল মেসির দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। জাতীয় দলে ডিবুর সতীর্থ আলেজান্দ্রো গোমেজ (Alejandro Gomez) এ বার তাঁর কীর্তি খোদাই করালেন ট্যাটুতে।

| Edited By: | Updated on: Jan 10, 2023 | 7:30 AM
Share
কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য আলেজান্দ্রো গোমেজ (Alejandro Gomez)। এ বার তিনি সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) কারনামা খোদাই করালেন নিজের পায়ে। সহজ করে বললে, ডিবুর বিশ্বকাপ কীর্তি ট্যাটু (Tattoo) করালেন পাপু গোমেজ। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য আলেজান্দ্রো গোমেজ (Alejandro Gomez)। এ বার তিনি সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) কারনামা খোদাই করালেন নিজের পায়ে। সহজ করে বললে, ডিবুর বিশ্বকাপ কীর্তি ট্যাটু (Tattoo) করালেন পাপু গোমেজ। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

1 / 7
বাইশে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) পর মোট তিনটি নতুন ট্যাটু করিয়েছেন পাপু। আরও সহজ করে বললে, পাপু নিজের শরীরে খোদাই করিয়ে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ের স্মৃতি। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

বাইশে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) পর মোট তিনটি নতুন ট্যাটু করিয়েছেন পাপু। আরও সহজ করে বললে, পাপু নিজের শরীরে খোদাই করিয়ে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ের স্মৃতি। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

2 / 7
ইন্সটাগ্রামে আর্জেন্টাইন তারকা পাপু গোমেজ তাঁর নতুন ট্যাটুর ঝলক শেয়ার করেছেন। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ ট্রফির একটি ট্যাটু। এটি রয়েছে বাঁ পায়ে। হলুদ, কালো এবং সবুজ রং দিয়ে করা ট্যাটু। বিশ্বকাপের সোনালি ট্রফির উপর রয়েছে আর্জেন্টিনার তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রতীক হিসেবে তিনটি তারা। ট্রফিটির নীচে লেখা রয়েছে বিশ্বকাপ ফাইনালের তারিখ। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে আর্জেন্টাইন তারকা পাপু গোমেজ তাঁর নতুন ট্যাটুর ঝলক শেয়ার করেছেন। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ ট্রফির একটি ট্যাটু। এটি রয়েছে বাঁ পায়ে। হলুদ, কালো এবং সবুজ রং দিয়ে করা ট্যাটু। বিশ্বকাপের সোনালি ট্রফির উপর রয়েছে আর্জেন্টিনার তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রতীক হিসেবে তিনটি তারা। ট্রফিটির নীচে লেখা রয়েছে বিশ্বকাপ ফাইনালের তারিখ। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

3 / 7
আলেজান্দ্রো গোমেজ তাঁর বাঁ পায়েরই কাফ মাসলে আঁকিয়েছেন এ বারের বিশ্বকাপের নিজের ১৭ নম্বর জার্সির ছবিটি। সেই ছবিতে দেখা যায়, নতুন ট্যাটুটির চার পাশে রয়েছে আরও কয়েকটি পুরনো ট্যাটুও। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

আলেজান্দ্রো গোমেজ তাঁর বাঁ পায়েরই কাফ মাসলে আঁকিয়েছেন এ বারের বিশ্বকাপের নিজের ১৭ নম্বর জার্সির ছবিটি। সেই ছবিতে দেখা যায়, নতুন ট্যাটুটির চার পাশে রয়েছে আরও কয়েকটি পুরনো ট্যাটুও। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

4 / 7
পাপুর পায়ে নতুন তিনটি ট্যাটুর মধ্যে সব থেকে আকর্ষণীয় হল তাঁর তৃতীয় ট্যাটুটি। সেখানে পাপু সম্মান জানিয়েছেন জাতীয় দলে তাঁর প্রিয় সতীর্থকে। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

পাপুর পায়ে নতুন তিনটি ট্যাটুর মধ্যে সব থেকে আকর্ষণীয় হল তাঁর তৃতীয় ট্যাটুটি। সেখানে পাপু সম্মান জানিয়েছেন জাতীয় দলে তাঁর প্রিয় সতীর্থকে। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

5 / 7
আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের এক বিশেষ মুহূর্তের ছবি খোদাই করিয়েছেন আলেজান্দ্রো গোমেজ। ফ্রান্সের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ফ্রান্সের কোলো মুয়ানি সহজ সুযোগ নষ্ট করেছিলেন। ডিবুর বাঁ পায়ের উরুতে লেগে মুয়ানির শট প্রতিহত হয়। ফাইনাল ম্যাচের বয়স সেই সময় ছিল ১২২ মিনিট ৪৩ সেকেন্ড। সেই ছবিটিই পাপু ট্যাটু করিয়েছেন। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের এক বিশেষ মুহূর্তের ছবি খোদাই করিয়েছেন আলেজান্দ্রো গোমেজ। ফ্রান্সের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ফ্রান্সের কোলো মুয়ানি সহজ সুযোগ নষ্ট করেছিলেন। ডিবুর বাঁ পায়ের উরুতে লেগে মুয়ানির শট প্রতিহত হয়। ফাইনাল ম্যাচের বয়স সেই সময় ছিল ১২২ মিনিট ৪৩ সেকেন্ড। সেই ছবিটিই পাপু ট্যাটু করিয়েছেন। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

6 / 7
৩৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকা আলেজান্দ্রো গোমেজ কাতার বিশ্বকাপে ২টি ম্যাচে খেলেছিলেন। উল্লেখ্য, সেই দুই ম্যাচা তিনি কোনও গোল করতে পারেননি। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

৩৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকা আলেজান্দ্রো গোমেজ কাতার বিশ্বকাপে ২টি ম্যাচে খেলেছিলেন। উল্লেখ্য, সেই দুই ম্যাচা তিনি কোনও গোল করতে পারেননি। (ছবি-আলেজান্দ্রো গোমেজ ইন্সটাগ্রাম)

7 / 7