Bangla News Photo gallery Arjun Kapoor & Malaika Arora’s sizzling chemistry is unmissable as they arrive at Anil Kapoor’s Diwali bash
Arjun-Malaika: মালাইকাকে নিয়েই কাকা অনিল কাপুরের দিওয়ালি পার্টিতে হাজির অর্জুন
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Nov 05, 2021 | 8:45 AM
প্রেমিকা মালাইকা অরোরাকে নিয়েই কাকা অনিল কাপুরের দিওয়ালি পার্টিতে হাজির হলেন অর্জুন। তাঁদের পোশাকে ছিল রংমিলান্তি। সেই সব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল... দেখে নিন...
1 / 6
প্রেমিকা মালাইকা অরোরাকে নিয়েই কাকা অনিল কাপুরের দিওয়ালি পার্টিতে হাজির হলেন অর্জুন। তাঁদের পোশাকে ছিল রংমিলান্তি। সেই সব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল... দেখে নিন...
2 / 6
মালাইকা পরেছিলেন সিল্কের শাড়ি। অর্জুন পরেছিলেন কালো রঙের কুর্তা। তাঁরা আসতেই পাপারাজ্জি ঘিরে ধরেছিল জুটিকে। গোটা সময়টা মালাইকাকে আগলে ছিলেন অর্জুন।
3 / 6
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ খুলেছিলেন অর্জুন। তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনও প্রকাশ্যে খুব একটা কথা বলি না। কারণ আমার মনে হয়, সঙ্গীকে সম্মান করা উচিত।"
4 / 6
শোনা যায়, অর্জুনের প্রেমে পরার পরই আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য থেকে বেরিয়ে আসেন মালাইকা। তাঁদের টিনএজার ছেলেও রয়েছে।
5 / 6
এই সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ বৃত্তের বাইরে একেবারেই আলোচনা করতে চান না অর্জুন এবং মালাইকা। তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়ে আগেই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।
6 / 6
তখন যদিও অর্জুন স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে করলে লুকিয়ে রাখবেন না তিনি। যা করবেন সবাইকে জানিয়েই...।