Aryan Khan: একবার নয়, বারে বারে করণ জোহরকে হতাশ করেছেন শাহরুখ পুত্র, কারণ কী?
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Nov 16, 2022 | 1:28 PM
Karan Johar: কোথাও গিয়ে যেন শাহরুখ পুত্রকে তিনি চেয়েও আনতে পারছেন না অভিনয়ে। কিন্তু কেন?
Nov 16, 2022 | 1:28 PM
করণ জোহর প্রথম থেকেই চেয়েছিলেন শাহরুখ পুত্রকে লঞ্চ করতে। তিনি বারে বারে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন শাহরুখ খানের কাছে। প্রস্তাব দিয়েছেন আরিয়ান খানকেও। তবে আরিয়াল প্রথম থেকেই জানিয়েচিলেন তিনি অভিনয়ে আসতে ইচ্ছুক নন।
1 / 5
মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে এই সেলেবের নাম। তাঁর সহ্গে বিটাউনের সম্পর্ক যে কতটা খারাপ তা আর বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কারণ প্রতিটা ক্ষেত্রে তিনি বলিউডের বিরুদ্ধে মুখ খুলে থাকেন।
2 / 5
সূত্রের খবর, করণ ভেবেছিলেন দেখতে ভাল আরিয়ানকে, শাহরুখ পুত্রের তকমাও রয়েছে গায়ে। ফলে তাঁকে ছবিতে আনা ভীষণ সহজ হবে। তিনি নিজের মতো করে বুঝিয়ে নেবেন ভেবেছিলেন। কিন্তু তেমনটা হয়নি। বারে বারে করণকে ফেরাচ্ছেন তিনি।
3 / 5
একবার নয়, একাধিকবার আরিয়ান জানিয়েছেন, তিনি এই প্রস্তাব গ্রহণ করতে পারবেন না। কারণ তিনি কখনই চাননি অবিনয় করতে। ফিল্মমেকার হতেই চেয়েছেন তিনি। ছবি বানাতে চান। এর আগে জোয়া আখতরও চেয়েছিলেন তাঁকে ছবিতে নিতে।
4 / 5
তবে সেখানেও নিরাশ করেছিলেন আরিয়ান খান। জানিয়েচিলেন তিনি প্রথমন থেকেই চেয়েছিলেন ছবি তৈরি করতে। এখনও তাই চান। করণ শত চেষ্টাতেও তিনি পারেননি আরিয়ানকে রাজি করাতে। ফলে করণও ব্যর্থ।