Asia Cup 2022: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হিটম্যানের কীর্তি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 01, 2022 | 12:35 PM

Rohit Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া কীর্তি ভারত অধিনায়ক রোহিত শর্মার। হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে নতুন পালক জুটল হিটম্যানের মুকুটে। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৩৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করা প্রথম ক্রিকেটার হলেন রোহিত।

1 / 5
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া কীর্তি ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2022) ম্যাচে নতুন পালক জুটল হিটম্যানের মুকুটে। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৩৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করা প্রথম ক্রিকেটার হলেন রোহিত। (ছবি-টুইটার)

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া কীর্তি ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2022) ম্যাচে নতুন পালক জুটল হিটম্যানের মুকুটে। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৩৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করা প্রথম ক্রিকেটার হলেন রোহিত। (ছবি-টুইটার)

2 / 5
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে, রোহিত শর্মা প্রথম ক্রিকেটার যিনি ৩৫০০ রান পূর্ণ করলেন। হংকংয়ের বিরুদ্ধে নামার আগে রোহিত ছিলেন ৩৪৯৯ রানে। ফলে নিজাকত খানের দলের বিরুদ্ধে প্রথম রানটা পাওয়ার পরই রেকর্ড গড়ে ফেলেন হিটম্যান। (ছবি-টুইটার)

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে, রোহিত শর্মা প্রথম ক্রিকেটার যিনি ৩৫০০ রান পূর্ণ করলেন। হংকংয়ের বিরুদ্ধে নামার আগে রোহিত ছিলেন ৩৪৯৯ রানে। ফলে নিজাকত খানের দলের বিরুদ্ধে প্রথম রানটা পাওয়ার পরই রেকর্ড গড়ে ফেলেন হিটম্যান। (ছবি-টুইটার)

3 / 5
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল (৩৪৯৭ রান)। এবং এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (৩৪০২ রান)। (ছবি-পিটিআই)

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল (৩৪৯৭ রান)। এবং এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (৩৪০২ রান)। (ছবি-পিটিআই)

4 / 5
হংকংয়ের বিরুদ্ধে ৪০ রানের বড় ব্যবধানে জিতে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত। হংকংকে হারানোর দিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাইলস্টোন গড়লেও রোহিতের ব্যাট থেকে বড় রান আসেনি। নিজাকত খানের দলের বিরুদ্ধে ১৩ বলে ২১ রান করে যান রোহিত। (ছবি-টুইটার)

হংকংয়ের বিরুদ্ধে ৪০ রানের বড় ব্যবধানে জিতে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত। হংকংকে হারানোর দিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাইলস্টোন গড়লেও রোহিতের ব্যাট থেকে বড় রান আসেনি। নিজাকত খানের দলের বিরুদ্ধে ১৩ বলে ২১ রান করে যান রোহিত। (ছবি-টুইটার)

5 / 5
উল্লেখ্য, এশিয়া কাপে রোহিত শর্মার পারফরম্যান্স বেশ নজরকাড়া। উপমহাদেশীয় লড়াইয়ে মোট ২৭টি ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছে ৮৯৫ রান। গড় ৪০.৬৮। (ছবি-টুইটার)

উল্লেখ্য, এশিয়া কাপে রোহিত শর্মার পারফরম্যান্স বেশ নজরকাড়া। উপমহাদেশীয় লড়াইয়ে মোট ২৭টি ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছে ৮৯৫ রান। গড় ৪০.৬৮। (ছবি-টুইটার)

Next Photo Gallery