HIGH BP: হাই ব্লাডপ্রেশার কমছে না? মেনে চলার চেষ্টা করুন জ্যোতিষ শাস্ত্রের এই প্রতিকারগুলি
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 10, 2022 | 8:19 AM
Astrological Remedies: আধুনিক যুগে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে প্রচুর কথা হলেও, সেই প্রাচীনকাল থেকেই উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করা হয়েছে জোতিষশাস্ত্রে। দেওয়া হয়েছে প্রতিকার।
1 / 10
আজকাল অনেকেই উচ্চ রক্তচাপের সমস্যা অর্থাৎ হাই ব্লাডপ্রেশারে ভোগেন। রক্তবাহী নালীর মধ্যে দিয়ে প্রবাহিত রক্ত যখন ধমনীর দেওয়ালে চাপ প্রয়োগ করে, তখনই উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্য সমস্যা হয়। জানলে অবাক হবেন, সেই প্রাচীনকাল থেকেই জ্যোতিষশাস্ত্রে রক্তচাপের সমস্যা আলোচনা করা হয়েছে।
2 / 10
জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও ব্যক্তির রাশিতে গ্রহের অবস্থা অনুকূল না থাকলে তাকে বিভিন্ন ধরনের চাপের মধ্যে পড়তে হয়। উত্তেজনা বাড়লে তখন রক্তচাপও বাড়ে। চিকিৎশাস্ত্রেও উত্তেজিত অবস্থাকে রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। সেক্ষেত্রে গ্রহগুলিকে অনুকূলে আনলেই অনেকক্ষেত্রেই উত্তেজনা প্রশমন করা সম্ভব হবে। নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে রক্তচাপের ওঠানামা!
3 / 10
গ্রহগুলিকে অনুকূলে আনার জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকার দেওয়া হয়েছে। এই ব্যবস্থাগুলি করলে যে কোনও ব্যক্তি রক্তচাপ সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দেখা যাক জ্যতিষশাস্ত্রে রক্তচাপ বৃদ্ধির প্রতিকার হিসেবে কী কী উপায় বলা হয়েছে।
4 / 10
গ্রহ এবং রক্তচাপ: জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল রক্তের অধিপতি, অন্যদিকে চাপের হেরফের ঘটায় চন্দ্র। আবার, দেবগুরু বৃহস্পতির কারণে রক্তবাহী নালীতে চর্বি জমে। অন্যদিকে, গ্রহের রাজা সূর্য হৃৎপিণ্ডের পাম্পিং এবং রক্তচাপকে প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং সূর্যকে বিপির মতো সমস্যার জন্য দায়ী বলে মনে করা হয়। এই চারটি গ্রহের যে কোনও একটির অবস্থা যখন জন্মকুণ্ডলীতে অনুকূল অবস্থানে থাকে না, তখন রক্তচাপের সমস্যা শুরু হয়।
5 / 10
এই প্রতিকারে রক্তচাপ স্বাভাবিক থাকবে: জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, নিম্ন রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন ব্রহ্মমুহুর্তে উঠে ‘ওম ভাস্করায়ে নমঃ’ মন্ত্র জপ করার পর সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। একইসঙ্গে দিনে তিন থেকে চারবার জলে সামান্য লবণ ও চিনি গুলে পান করুন। এর ফলে রক্তচাপ স্বাভাবিক হবে। এর পাশাপাশি হার্ট সংক্রান্ত অনেক সমস্যাও দূরে থাকবে।
6 / 10
এই জিনিসগুলি দান করুন: মানসিক চাপ ও প্রতিকূল অবস্থা থেকে মুক্তি পেতে আঙুলে ধারণ করুন মুক্তা। এছাড়াও, মঙ্গলবার লাল কাপড় পরিধান করুন এবং হনুমানজিকে সিঁদুর ও ছোলা নিবেদন করুন। প্রতিদিন পাঠ করুন হনুমান চালিসা। এর পাশাপাশি মঙ্গল সংক্রান্ত জিনিস যেমন গম, গুড়, তামা, মসুর ডাল, লাল ফল, লাল কাপড়, লাল ফুল ইত্যাদি মঙ্গলবারই দান করা যেতে পারে।
7 / 10
এই মন্ত্রটি জপ করতে পারেন: রক্তচাপ এড়াতে গলায় কাঁচের মালা বা রুপোর আংটি বা রুপোর চেনও পরতে পারেন। এছাড়াও একাগ্রতার সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করা আপনার জন্য উপকারী হবে। এ ছাড়া নীল রঙের পোশাক বেশি পরতে হবে। একইসময়ে, প্রতিদিন যোগব্যায়াম এবং ধ্যান করা খুব ভালো বলে মনে করা হয়, এই কাজ করলে আপনি স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
8 / 10
এই জিনিসগুলি খান: বেশি করে রসালো ফল খান। এছাড়া বৃহঃস্পতিবার হলুদ ফুল, হলুদ ফল, হলুদ কাপড় ইত্যাদি দান করতে পারেন। জপ করতে পারেন ওম বৃহস্পতয়ে নমঃ মন্ত্রটি।
9 / 10
এছাড়া জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, বিপির সমস্যা থেকে মুক্তি পেতে সোমবার উপোস করে পরিষ্কার পাত্রে জল বা দুধ রেখে তা মাথার কাছে রেখে ঘুমাতে হবে। তারপর সকালে ওই জল বাবলা গাছের গোড়ায় ঢেলে দিন।
10 / 10
এছাড়াও, আপনি চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, সাদা কাপড়, শুভ্র ফুল, চিনি, দুধ ইত্যাদি দান করতে পারেন। জীবন থেকে নানা চাপ সরতে শুরু করবে। স্বাভাবিক হবে উচ্চ রক্তচাপ।