Bangla NewsPhoto gallery ATK Mohun Bagan beat Emami East Bengal by 1 0 during Durand Cup Derby Salt Lake Stadium in Kolkata
Kolkata Derby, Durand Cup 2022: ডার্বির রং ফের সবুজ-মেরুন
প্রায় তিন বছর পর যুবভারতীতে ফিরল ডার্বি (Kolkata Derby)। ডুরান্ড কাপে রবিরাতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গত তিন বছর ধরে প্রিয় দলকে জিততে দেখেনি লাল হলুদ সমর্থকরা। ২০২০ জানুয়ারিতে যুবভারতীর ডার্বি জিতেছিল সবুজ-মেরুন। ২০২২ সালের অগস্টের ডার্বিও জিতল মোহনবাগান। শেষ ৬ বারের ডার্বির সাক্ষাতে একবারও শিকে ছেড়েনি লাল-হলুদের।