La Liga: বেতিসকে হারিয়ে আতলেতিকোর জয়ের হ্যাটট্রিক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 07, 2022 | 12:09 PM

লা লিগার (La Liga) ম্যাচে রবিবার বেনিটো ভিলামারিন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) ও রিয়াল বেতিস (Real Betis)। ৩-১ গোলে বেতিসকে হারিয়ে লা লিগায় জয়ের হ্যাটট্রিক পূর্ণ করলেন হোয়াও ফেলিক্সরা।

1 / 4
ম্যাচের বয়স যখন মাত্র ২ মিনিট তখন কোরিয়ার পাস থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন পর্তুগিজ স্ট্রাইকার হোয়াও ফেলিক্স (Joao Felix) । (ছবি-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

ম্যাচের বয়স যখন মাত্র ২ মিনিট তখন কোরিয়ার পাস থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন পর্তুগিজ স্ট্রাইকার হোয়াও ফেলিক্স (Joao Felix) । (ছবি-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

2 / 4
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিটে) সাবালির পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান তেলো (Cristian Tello)। এই মরসুমে এটিই তেলোর প্রথম গোল। (ছবি-রিয়াল বেতিস টুইটার)

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিটে) সাবালির পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান তেলো (Cristian Tello)। এই মরসুমে এটিই তেলোর প্রথম গোল। (ছবি-রিয়াল বেতিস টুইটার)

3 / 4
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে আতলেতিকোর ফেলিক্সের দ্বিতীয় গোল। (ছবি-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে আতলেতিকোর ফেলিক্সের দ্বিতীয় গোল। (ছবি-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

4 / 4
আতোয়া গ্রিজম্যানের পাস থেকে ৮০ মিনিটের মাথায় আতলেতিকোর হয়ে তৃতীয় গোলটি করেন থমাস লেমার (Thomas Lemar)। (ছবি-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

আতোয়া গ্রিজম্যানের পাস থেকে ৮০ মিনিটের মাথায় আতলেতিকোর হয়ে তৃতীয় গোলটি করেন থমাস লেমার (Thomas Lemar)। (ছবি-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

Next Photo Gallery