Bangla News Photo gallery Australia captain Aaron Finch did not get many runs in the last match on his way to retire from ODI cricket
Aaron Finch: ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়ে সবচেয়ে বেশি কী মিস করবেন ফিঞ্চ?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 12, 2022 | 8:45 AM
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজের অধিনায়ক অ্যারন ফিঞ্চ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচে খেলেছেন ফিঞ্চ। ১৩ বল খেলে মাত্র ৫ রান করে যান অজি অধিনায়ক। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলতে নেমে ব্যাটিংটা স্মরণীয় করে রাখতে পারলেন না ফিঞ্চি। তবে দল জয় দিয়ে তাঁর শেষ ওয়ান ডে স্মরণীয় করে রাখল।
1 / 5
অস্ট্রেলিয়ার (Australia) সীমিত ওভারের সিরিজের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) একদিনের আন্তর্জাতিক (ODI) ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচে খেলেছেন ফিঞ্চ। (ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া)
2 / 5
১৩ বল খেলে মাত্র ৫ রান করে যান অজি অধিনায়ক। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলতে নেমে ব্যাটিংটা স্মরণীয় করে রাখতে পারলেন না ফিঞ্চি। তবে দল জয় দিয়ে তাঁর শেষ ওয়ান ডে স্মরণীয় করে রাখল। (ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া)
3 / 5
ম্যাচের শেষে মজা করে ফিঞ্চ বলেন, 'আমাকে আর ৫০ ওভার ফিল্ডিং করতে হবে না। আমার কাছে এই সফরটা বেশ মজার ছিল। প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। কোনও ম্যাচ না সিরিজ জেতার পর সতীর্থদের সঙ্গে বসে বিয়ার খাওয়ার মজাটা সব থেকে বেশি মিস করব আমি।', (ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া)
4 / 5
অ্যারন ফিঞ্চের শেষ ওয়ান ডে ম্যাচের পর, মাঠে তাঁর জন্য পৌঁছে গিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তিনি নিজের পরিবারের সদস্যদের সারা জীবন ধরে তাঁর জন্য করা ত্যাগের কথা উল্লেখ করেন। এবং সকলকে ধন্যবাদ জানান। (ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া)
5 / 5
একইসঙ্গে ফিঞ্চ তাঁর ক্রিকেট কেরিয়ারের সঙ্গে যুক্ত সকলকেও ধন্যবাদ জানিয়েছেন। ক্রিকেট কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্যাচে খেলার পর তিনি বলেন, 'আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের যে স্টাফরা ছিলে, ক্লাব ক্রিকেট থেকে আমি যে ক্যাপ্টেন পেয়েছি। সমস্ত খেলোয়াড়দেরও ধন্যবাদ জানাই। আমার কেরিয়ারে অনেক উত্থান-পতন হয়েছে। কিন্তু সবসময় ড্রেসিংরুম থেকে সমর্থনটা আমি অনুভব করেছি।' (ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া)