AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Happy Birthday Glenn Maxwell: পঞ্জাবের ফ্লপ শো থেকে আরসিবির হিরো, ৩৪ বছরে পা ম্যাড ম্যাক্সের

অস্ট্রেলিয়ান টি-২০ স্পেশালিস্ট ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ৩৪তম জন্মদিন পালন করছেন। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার তাঁর শক্তিশালী, হার্ড হিটিং ব্যাটিংয়ের জন্য সুপরিচিত। বড় বড় শট খেলার প্রবণতার কারণে সতীর্থরা তাঁর ডাক নাম দিয়েছেন, 'দ্য বিগ শো'।

| Edited By: | Updated on: Oct 14, 2022 | 8:30 AM
Share
অস্ট্রেলিয়ান টি-২০ স্পেশালিস্ট ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ৩৪তম জন্মদিন পালন করছেন। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার তাঁর শক্তিশালী, হার্ড হিটিং ব্যাটিংয়ের জন্য সুপরিচিত। বড় বড় শট খেলার প্রবণতার কারণে সতীর্থরা তাঁর ডাক নাম দিয়েছেন, 'দ্য বিগ শো'।(ছবি:ইনস্টাগ্রাম)

অস্ট্রেলিয়ান টি-২০ স্পেশালিস্ট ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ৩৪তম জন্মদিন পালন করছেন। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার তাঁর শক্তিশালী, হার্ড হিটিং ব্যাটিংয়ের জন্য সুপরিচিত। বড় বড় শট খেলার প্রবণতার কারণে সতীর্থরা তাঁর ডাক নাম দিয়েছেন, 'দ্য বিগ শো'।(ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
ম্যাক্সওয়েলের এই গুণের কারণে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ২০২০ সালের অকশনে পঞ্জাব কিংস (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব) ১০.৭৫ কোটি টাকা খরচ করে ম্যাক্সওয়েলকে দলে নেয়। যদিও মালকিন প্রীতি জিন্টার মুখে হাসি ফোটাতে পারেননি। গোটা মরসুমে একটি ছক্কা বেরয়নি তাঁর ব্যাটে। ১৩টি ম্যাচে টেনেটুনে সংগ্রহ ১৩ রান!(ছবি:ইনস্টাগ্রাম)

ম্যাক্সওয়েলের এই গুণের কারণে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ২০২০ সালের অকশনে পঞ্জাব কিংস (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব) ১০.৭৫ কোটি টাকা খরচ করে ম্যাক্সওয়েলকে দলে নেয়। যদিও মালকিন প্রীতি জিন্টার মুখে হাসি ফোটাতে পারেননি। গোটা মরসুমে একটি ছক্কা বেরয়নি তাঁর ব্যাটে। ১৩টি ম্যাচে টেনেটুনে সংগ্রহ ১৩ রান!(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
অথচ সেই ম্যাক্সওয়েলই জার্সি বদল হতেই যেন বদলে গেলেন। ব্যর্থতা সত্ত্বেও ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে কিনে নেয় ১৪.২৫ কোটি টাকায়। বিরাটদের হতাশ করেননি ম্যাড ম্যাক্স। ৪২.৭৫ গড়ে ৫১৩ রান ও তিনটি উইকেটও নেন। (ছবি:ইনস্টাগ্রাম)

অথচ সেই ম্যাক্সওয়েলই জার্সি বদল হতেই যেন বদলে গেলেন। ব্যর্থতা সত্ত্বেও ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে কিনে নেয় ১৪.২৫ কোটি টাকায়। বিরাটদের হতাশ করেননি ম্যাড ম্যাক্স। ৪২.৭৫ গড়ে ৫১৩ রান ও তিনটি উইকেটও নেন। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
ভারতের সঙ্গে ম্যাক্সওয়েলের বন্ধনটা বেশ মজবুত। অগুণতি সমর্থক তো রয়েছেই, অজি ক্রিকেটার জীবনসঙ্গী হিসেবে বেছেছেন এক ভারতীয় বংশোদ্ভুত তরুণী ভিনি রমনকে। বিয়ে করে এখন সুখের সংসার দু'জনের।(ছবি:ইনস্টাগ্রাম)

ভারতের সঙ্গে ম্যাক্সওয়েলের বন্ধনটা বেশ মজবুত। অগুণতি সমর্থক তো রয়েছেই, অজি ক্রিকেটার জীবনসঙ্গী হিসেবে বেছেছেন এক ভারতীয় বংশোদ্ভুত তরুণী ভিনি রমনকে। বিয়ে করে এখন সুখের সংসার দু'জনের।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
এই বিধ্বংসী ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। টি-২০ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। তার মধ্যে ম্যাক্সির পারফরম্যান্সে ভ্রু কুঁচকে অজি টিমের। আজ, ৩৪তম জন্মদিনে ফর্মে ফেরার কামনা করবেন সতীর্থরা।  (ছবি:ইনস্টাগ্রাম)

এই বিধ্বংসী ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। টি-২০ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। তার মধ্যে ম্যাক্সির পারফরম্যান্সে ভ্রু কুঁচকে অজি টিমের। আজ, ৩৪তম জন্মদিনে ফর্মে ফেরার কামনা করবেন সতীর্থরা। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5