দুজন মানুষের ভাল থাকা শুধুমাত্র সুসম্পর্কের উপর নির্ভর করে না। এর উপর কিন্তু প্রভাব পড়ে বাস্তুরও। যে কারণে বাড়ি তৈরির আগে বা বাড়ির নকশা প্রস্তুতের মুহূর্তে বাস্তুবিদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়। বাস্তু মেনে চলতে পারবে যেমন সম্পর্কতে উন্নতি আসে তেমনই কিন্তু কর্মক্ষেত্রেও সব ঠিক থাকে। এছাড়াও পূরণ হয় মনে আশা। অজান্তেই আমরা কিছু কিছু ভুল করে বসি। যে কারণে সমস্যা আরও বেশি জটিল হয়। আয়না ছাড়া চলে না। কিন্তু বেডরুমে আয়না বসানো একেবারেই ঠিক নয়। কিন্তু আজকের ফ্ল্যাটবাড়িতে সেই জায়গা থাকে না। এছাড়াও রঙ আমাদের মনের উপরও একটা প্রভাব পড়ে।