Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: বেডরুমে আয়না? সাবধান! দাম্পত্যে চিড় আসন্ন

Vastu Tips for happy married life: বাস্তুর প্রভাব পড়ে সম্পর্কেও। তাই বেডরুমের রং থেকে আয়না সবই কিন্তু গুরুত্বপূর্ণ। পড়ে নিন জরুরি টিপস

| Edited By: | Updated on: Apr 17, 2022 | 11:52 AM
দুজন মানুষের ভাল থাকা শুধুমাত্র সুসম্পর্কের উপর নির্ভর করে না। এর উপর কিন্তু প্রভাব পড়ে বাস্তুরও। যে কারণে বাড়ি তৈরির আগে বা বাড়ির নকশা প্রস্তুতের মুহূর্তে বাস্তুবিদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়। বাস্তু মেনে চলতে পারবে যেমন সম্পর্কতে উন্নতি আসে তেমনই কিন্তু কর্মক্ষেত্রেও সব ঠিক থাকে। এছাড়াও পূরণ হয় মনে আশা। অজান্তেই আমরা কিছু কিছু ভুল করে বসি। যে কারণে সমস্যা আরও বেশি জটিল হয়। আয়না ছাড়া চলে না। কিন্তু বেডরুমে আয়না বসানো একেবারেই ঠিক নয়। কিন্তু আজকের ফ্ল্যাটবাড়িতে সেই জায়গা থাকে না।  এছাড়াও রঙ আমাদের মনের উপরও একটা প্রভাব পড়ে।

দুজন মানুষের ভাল থাকা শুধুমাত্র সুসম্পর্কের উপর নির্ভর করে না। এর উপর কিন্তু প্রভাব পড়ে বাস্তুরও। যে কারণে বাড়ি তৈরির আগে বা বাড়ির নকশা প্রস্তুতের মুহূর্তে বাস্তুবিদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়। বাস্তু মেনে চলতে পারবে যেমন সম্পর্কতে উন্নতি আসে তেমনই কিন্তু কর্মক্ষেত্রেও সব ঠিক থাকে। এছাড়াও পূরণ হয় মনে আশা। অজান্তেই আমরা কিছু কিছু ভুল করে বসি। যে কারণে সমস্যা আরও বেশি জটিল হয়। আয়না ছাড়া চলে না। কিন্তু বেডরুমে আয়না বসানো একেবারেই ঠিক নয়। কিন্তু আজকের ফ্ল্যাটবাড়িতে সেই জায়গা থাকে না। এছাড়াও রঙ আমাদের মনের উপরও একটা প্রভাব পড়ে।

1 / 6
সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি গৃহশান্তি যাতে বজায় থাকে সেদিকেও নজর দিন। আর তাই মাস্টার বেডরুমের দক্ষিণ-পশ্চিমে জানালা রাখার চেষ্টা করুন। এতে বাড়িতে হাওয়া চলাচল ভাল হয়। সেই সঙ্গে দক্ষিণ দিকের দেওয়ালে গোলাবি বা ধূসর রং রাখার চেষ্টা করুন।

সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি গৃহশান্তি যাতে বজায় থাকে সেদিকেও নজর দিন। আর তাই মাস্টার বেডরুমের দক্ষিণ-পশ্চিমে জানালা রাখার চেষ্টা করুন। এতে বাড়িতে হাওয়া চলাচল ভাল হয়। সেই সঙ্গে দক্ষিণ দিকের দেওয়ালে গোলাবি বা ধূসর রং রাখার চেষ্টা করুন।

2 / 6
বেডরুমে দেব-দেবী থেকে শুরু করে মানুষ বা বন্যপ্রাণীর ছবি কোনওটাই রাখবেন না। এতে প্রভাব পড়ে মনের উপর।

বেডরুমে দেব-দেবী থেকে শুরু করে মানুষ বা বন্যপ্রাণীর ছবি কোনওটাই রাখবেন না। এতে প্রভাব পড়ে মনের উপর।

3 / 6
বেডরুমে অনেকেই আ.না রাখেন। কিন্তু সেই আয়না এমন ভাবে রাখুন যাতে ঘুম থেকে উঠলে সরাসরি সেই আয়নায় চোখ না পড়ে। যদি কোনও আয়না থাকে তাহলে তা ঢেকে রাখুন পাতলা কাপড় দিয়ে।

বেডরুমে অনেকেই আ.না রাখেন। কিন্তু সেই আয়না এমন ভাবে রাখুন যাতে ঘুম থেকে উঠলে সরাসরি সেই আয়নায় চোখ না পড়ে। যদি কোনও আয়না থাকে তাহলে তা ঢেকে রাখুন পাতলা কাপড় দিয়ে।

4 / 6
বেডরুমে সুগন্ধী রাখুন। সুগন্ধ যুক্ত মোমবাতি রাখুন। এতে মনের উপর ভাল প্রভাব পড়ে।

বেডরুমে সুগন্ধী রাখুন। সুগন্ধ যুক্ত মোমবাতি রাখুন। এতে মনের উপর ভাল প্রভাব পড়ে।

5 / 6
বেডরুমে সব সময় কাঠের তৈরি আসবাব রাখুন. বিশেষত খাট যেন কাঠের তৈরি হয়। সেই সঙ্গে বিছানা কখনই নোংরা করে রাখবেন না। কিংবা তোষওকও যাতে নোংরা না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন।

বেডরুমে সব সময় কাঠের তৈরি আসবাব রাখুন. বিশেষত খাট যেন কাঠের তৈরি হয়। সেই সঙ্গে বিছানা কখনই নোংরা করে রাখবেন না। কিংবা তোষওকও যাতে নোংরা না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন।

6 / 6
Follow Us: