ভারত-পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে হোক চলতি টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনাল, এমনটাই চান আপামর ক্রিকেটপ্রেমীরা। সিডনিতে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বাবর আজমের গ্রিন আর্মি। সুপার ১২ পর্বের একটা সময় মনে হয়েছিল সেমিফাইনালে পৌঁছতে পারবে না পাকিস্তান। সেখান থেকেই সকলকে চমকে দিয়ে শেষ চারের লড়াইয়ে পৌঁছে যায় পাকিস্তান। এ বার শুধু ফাইনালের লড়াইয়ের অপেক্ষা।
সিডনিতে এ বারের টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ফাইনালে ওঠার পর পাক দলের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ড্রেসিংরুমে বাবর-শাহিনরা মেতে ওঠেন ফাইনালে ওঠার জয়ের সেলিব্রেশনে।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনালের সেরার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন রিজওয়ান। তাঁর ব্যাট থেকে সেমির ম্যাচে এসেছে ৫টি চার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পেয়েছেন পাক নেতা বাবর আজমও। ৪২ বলে তিনি করেন ৫৩ রান। তাঁর ব্যাট থেকে কিউয়িদের বিরুদ্ধে এসেছে ৭টি চার।
পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কিউয়িরা নিজেদের সেরাটা দিতে পারেননি। এমনটা বলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউয়িদের হয়ে সেমিফাইনালে সব চেয়ে ভালো ব্যাটিং করেছেন ড্যারেল মিচেল। ৩৫ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে গত বারের টি২০ বিশ্বকাপের মতো তিনি দলকে ফাইনালে তুলতে পারেননি।