Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hairstyle : চুল দিয়ে যায় চেনা, কিম্ভূত কেশসজ্জা যে সব খেলোয়াড়দের

তাঁরা সবুজ মাঠের তারকা । বিশ্বজুড়ে ছড়িয়ে তাঁদের অনুরাগীরা । আর তাঁরা নিত্যনতুন হেয়ারস্টাইলের অনুরাগী । ক্রিকেট, ফুটবল থেকে ফর্মুলা ওয়ান, দেখে নিন কিম্ভূত কিমাকার হেয়ার স্টাইলের জন্য চর্চায় যেসব খেলোয়াড়রা।

| Edited By: | Updated on: Jun 18, 2022 | 7:00 AM
রেস ট্র্যাকের বাইরে তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য চর্চায় থাকেন লুইস হ্যামিল্টন । কানাডিয়ান গ্রাঁ প্রি-র আগে মন্ট্রিলে এসেছিলেন ফর্মুলা ওয়ান কিংবদন্তী। সেখানেই নতুনরূপে দেখা গেল তাঁকে। হ্যামিল্টনের নয়া কেশসজ্জা মনে ধরেছে তাঁর অনুরাগীদের।

রেস ট্র্যাকের বাইরে তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য চর্চায় থাকেন লুইস হ্যামিল্টন । কানাডিয়ান গ্রাঁ প্রি-র আগে মন্ট্রিলে এসেছিলেন ফর্মুলা ওয়ান কিংবদন্তী। সেখানেই নতুনরূপে দেখা গেল তাঁকে। হ্যামিল্টনের নয়া কেশসজ্জা মনে ধরেছে তাঁর অনুরাগীদের।

1 / 6
চুল নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিলেন লিভারপুলের উইঙ্গার লুইস দিয়াজ। কিন্তু রেডস ফ্যানদের মনে তো ধরলই না, উল্টে তাঁকে নিয়ে হাসিমজায় মেতে উঠলেন অনুরাগীরা। অনেকের মতে, জিটিএ গেমের চরিত্রগুলির মতো দেখতে লাগছে তাঁকে।

চুল নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিলেন লিভারপুলের উইঙ্গার লুইস দিয়াজ। কিন্তু রেডস ফ্যানদের মনে তো ধরলই না, উল্টে তাঁকে নিয়ে হাসিমজায় মেতে উঠলেন অনুরাগীরা। অনেকের মতে, জিটিএ গেমের চরিত্রগুলির মতো দেখতে লাগছে তাঁকে।

2 / 6
দুই কানের পাশ ও ঘাড়ের কাছ থেকে চুল চেঁছে ফেলা হয়েছে । কালো কোঁচকানো চুলে সাদা হাইলাইট । দেখুন তো কেমন লাগছে ?

দুই কানের পাশ ও ঘাড়ের কাছ থেকে চুল চেঁছে ফেলা হয়েছে । কালো কোঁচকানো চুলে সাদা হাইলাইট । দেখুন তো কেমন লাগছে ?

3 / 6
এমনিতে ভারতীয় দলের বর্তমান ক্রিকেটাররা বেশ ফ্যাশন সচেতন। কিছুদিন আগেও প্লে বয় ইমেজধারী হার্দিক পান্ডিয়া তো সবার উপরে। চুলের রঙ বদলে, নিত্যনতুন কেশসজ্জায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকেছেন।

এমনিতে ভারতীয় দলের বর্তমান ক্রিকেটাররা বেশ ফ্যাশন সচেতন। কিছুদিন আগেও প্লে বয় ইমেজধারী হার্দিক পান্ডিয়া তো সবার উপরে। চুলের রঙ বদলে, নিত্যনতুন কেশসজ্জায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকেছেন।

4 / 6
একবার শিখর ধাওয়ান তাঁর ট্রিমার নিয়ে হার্দিকের চুলের অর্ধেক চেঁছে দিয়েছিলেন । তাতে অবশ্য হেলদোল ছিল না পান্ডিয়া ব্রাদার্সের ছোটটির। অর্ধেক টাক নিয়েই বাইরে বেরিয়ে পড়তেন তিনি!

একবার শিখর ধাওয়ান তাঁর ট্রিমার নিয়ে হার্দিকের চুলের অর্ধেক চেঁছে দিয়েছিলেন । তাতে অবশ্য হেলদোল ছিল না পান্ডিয়া ব্রাদার্সের ছোটটির। অর্ধেক টাক নিয়েই বাইরে বেরিয়ে পড়তেন তিনি!

5 / 6
প্রসঙ্গ যখন হেয়ারস্টাইল তখন মহেন্দ্র সিং ধোনির নাম থাকার কথা প্রথম সারিতে। ক্রিকেট জীবনের শুরু থেকেই আলোচনায় তাঁর কাঁধ ছাপানো চুল । তারপর এত বছর ধরে বাইশ গজে তিনি যত মণি মাণিক্য কুড়িয়েছেন, সমান্তরাল ভাবে চলেছে চুল নিয়ে তাঁর এক্সপেরিমেন্ট। ভারতীয় ক্রিকেটের ৪০ বছরের এই মহীরূহ এখনও নিত্যনতুন কেশসজ্জায় চমকে দেন অনুরাগীদের ।

প্রসঙ্গ যখন হেয়ারস্টাইল তখন মহেন্দ্র সিং ধোনির নাম থাকার কথা প্রথম সারিতে। ক্রিকেট জীবনের শুরু থেকেই আলোচনায় তাঁর কাঁধ ছাপানো চুল । তারপর এত বছর ধরে বাইশ গজে তিনি যত মণি মাণিক্য কুড়িয়েছেন, সমান্তরাল ভাবে চলেছে চুল নিয়ে তাঁর এক্সপেরিমেন্ট। ভারতীয় ক্রিকেটের ৪০ বছরের এই মহীরূহ এখনও নিত্যনতুন কেশসজ্জায় চমকে দেন অনুরাগীদের ।

6 / 6
Follow Us: