শুধু এ রাজ্যে নয়, ওপার বাংলাতেও ধুমধাম করে বাগদেবীর আরাধানা চলেছে দিনভর। পুজোয় অংশ নিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। (ছবি:টুইটার)
বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস, স্ত্রী দেবশ্রীকে সঙ্গে নিয়ে সরস্বতী পুজোয় অংশ নিলেন। তাঁর ও দেবশ্রীর পরণে ছিল যথাক্রমে হলুদ রঙের কারুকাজ করা বাদামি পাঞ্জাবি ও শাড়ি। এই সাজে বাগদেবীর আরাধনায় মাতেন তাঁরা। পরে টুইটারে ছবি দিয়ে অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানান লিটন। (ছবি:টুইটার)
বিদ্যাদেবীর আরাধনায় অংশ নিতে দেখা গেল বাংলাদেশের আরও এক টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারকেও। সৌম্যর সঙ্গেও ছিলেন তাঁর স্ত্রী। (ছবি:টুইটার)
সৌম্যর পরণে ছিল সাদা পাঞ্জাবি। তাঁর স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ বা পূজা পরেছিলেন বাসন্তী রঙের শাড়ি। (ছবি:টুইটার)
এ বার এই দুই ক্রিকেটারের কেরিয়ারের দিকে একটু নজর দেওয়া যাক। ২০২২ টি-২০ বিশ্বকাপে লিটনের ব্যাটিং বিক্রম দেখে তাঁকে মিনি অকশনে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন আইপিএলে বাঙালি লিটন খেলবেন বাংলার ফ্র্যাঞ্চাইজির হয়ে। (ছবি:টুইটার)
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছেন লিটন। সম্প্রতি সিলেটের বিরুদ্ধে ৪২ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচ জেতান। (ছবি:টুইটার)
বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার বেশ কিছু সময় ধরে ফর্ম নিয়ে যুঝছেন। টাইগারদের একসময়ের ম্যাচ উইনার নিজেকে যেন হারিয়ে ফেলেছিলেন।(ছবি:টুইটার)
বিপিএলেও তাঁকে ফর্মে পাওয়া যায়নি। তবে কয়েকদিন আগে ঢাকা ডমিনেটর্সের হয়ে ৫৭ রানের ইনিংস খেলেন। (ছবি:টুইটার)