UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল বার্সেলোনা

ক্যাম্প ন্যু-তে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-সি-এর শেষ ম্যাচে নেমেছিল বার্সেলোনা। সেই ম্যাচে বায়ার্নের কাছে ৩-০ ব্যবধানে হেরে নক আউট পর্বে ওঠা হল না কাতালান ক্লাবটির।

| Edited By: | Updated on: Oct 27, 2022 | 2:12 PM
ক্যাম্প ন্যু-তে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ-সি-এর শেষ ম্যাচে নেমেছিল বার্সেলোনা (Barcelona)। সেই ম্যাচে বায়ার্নের কাছে ৩-০ ব্যবধানে হেরে নক আউট পর্বে ওঠা হল না কাতালান ক্লাবটির। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

ক্যাম্প ন্যু-তে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ-সি-এর শেষ ম্যাচে নেমেছিল বার্সেলোনা (Barcelona)। সেই ম্যাচে বায়ার্নের কাছে ৩-০ ব্যবধানে হেরে নক আউট পর্বে ওঠা হল না কাতালান ক্লাবটির। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

1 / 6
বার্সার ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটের মাথায় সার্জ নাব্রির (Serge Gnabry) পাস থেকে গোল করে সাদিও মানে (Sadio Mane) এগিয়ে দেন বায়ার্ন মিউনিখকে। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

বার্সার ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটের মাথায় সার্জ নাব্রির (Serge Gnabry) পাস থেকে গোল করে সাদিও মানে (Sadio Mane) এগিয়ে দেন বায়ার্ন মিউনিখকে। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

2 / 6
৩১ মিনিটের মাথায় এ বার নার্বি অ্যাসিস্ট করেন এরিক মাক্সিম চুপো-মোটিংকে (Eric Maxim Choupo-Moting)। তাঁর গোলে বায়ার্ন এগিয়ে যায় ২-০। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

৩১ মিনিটের মাথায় এ বার নার্বি অ্যাসিস্ট করেন এরিক মাক্সিম চুপো-মোটিংকে (Eric Maxim Choupo-Moting)। তাঁর গোলে বায়ার্ন এগিয়ে যায় ২-০। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

3 / 6
ঘরের মাঠে নিজের পুরনো দলের বিরুদ্ধে কোনও গোল করতে পারেননি পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। (ছবি-বার্সেলোনা টুইটার)

ঘরের মাঠে নিজের পুরনো দলের বিরুদ্ধে কোনও গোল করতে পারেননি পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। (ছবি-বার্সেলোনা টুইটার)

4 / 6
২-০ গোলে জিততে চলেছিল বায়ার্ন। শেষ অবধি সংযুক্ত সময়ে নার্বির পাস থেকে বার্সার জাল কাঁপান বেঞ্জামিন পাভার্ড (Benjamin Pavard)। ফলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বায়ার্ন। এবং লিগ টেবলের শীর্ষে থেকে নক আউটে পৌঁছে গেল মিউনিখ। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

২-০ গোলে জিততে চলেছিল বায়ার্ন। শেষ অবধি সংযুক্ত সময়ে নার্বির পাস থেকে বার্সার জাল কাঁপান বেঞ্জামিন পাভার্ড (Benjamin Pavard)। ফলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বায়ার্ন। এবং লিগ টেবলের শীর্ষে থেকে নক আউটে পৌঁছে গেল মিউনিখ। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

5 / 6
৩-০ ব্যবধানে বায়ার্ন মিউনিখের জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে সার্জ নাব্রির। তিনি নিজে একটিও গোল না করলেও, তিনটিতেই অ্যাসিস্ট করেছেন। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

৩-০ ব্যবধানে বায়ার্ন মিউনিখের জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে সার্জ নাব্রির। তিনি নিজে একটিও গোল না করলেও, তিনটিতেই অ্যাসিস্ট করেছেন। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

6 / 6
Follow Us: