CWG 2022: কমনওয়েলথ গেমসে আকর্ষণের কেন্দ্রবিন্দু যখন বিচ ভলিবল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 03, 2022 | 3:37 PM
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth games 2022) এ বার অন্যতম আকর্ষণ বিচ ভলিবল। মাল্টি স্পোর্টস ইভেন্টে বিচ ভলিবল এই নিয়ে দ্বিতীয় বার খেলা হচ্ছে। এর আগে ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথে বিচ ভলিবলের অভিষেক হয়েছিল।
1 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth games 2022) এ বার অন্যতম আকর্ষণ বিচ ভলিবল। মাল্টি স্পোর্টস ইভেন্টে বিচ ভলিবল এই নিয়ে দ্বিতীয় বার খেলা হচ্ছে। এর আগে ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথে বিচ ভলিবলের অভিষেক হয়েছিল। (ছবি-বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)
2 / 5
এই নিয়ে কমনওয়েলথে দ্বিতীয়বার, বর্তমানে বার্মিংহ্যামে চলছে পুরুষ ও মহিলাদের বিচ ভলিবল ইভেন্ট। ২০২৬ সালে ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসও থাকবে বিচ ভলিবল। (ছবি-বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)
3 / 5
পুরুষ ও মহিলাদের বিচ ভলিবল ইভেন্টে মোট তিনটি করে পুল রয়েছে। এবং তিনটি পুলে (এ, বি, সি) চারটি করে দল রয়েছে। (ছবি-বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)
4 / 5
মহিলাদের বিচ ভলিবলের পুল এ-তে রয়েছে কানাডা, নিউজিল্যান্ড, কেনিয়া ও ঘানা। পুল বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, সাইপ্রাস, ত্রিনিদাদ ও টোবাগো, শ্রীলঙ্কা। পুল সি-তে রয়েছে ইংল্যান্ড, ভানুয়াতু, স্কটল্যান্ড ও সোলোমন আইল্যান্ড। (ছবি-বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)
5 / 5
২০১৮ সালে কমনওয়েলথ গেমসে বিচ ভলিবলের অভিষেকে মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছিল কানাডা। রানার্স আপ হয়েছিল অস্ট্রেলিয়া। আর পুরুষদের চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবং রানার্স আপ হয়েছিল কানাডা। (ছবি-বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)