Skin Care: ত্বকের পরিচর্যায় অ্যাভোকাডো কীভাবে কাজে লাগে? কী কী সমস্যা দূর করে জেনে নিন

ত্বকের পরিচর্যায় নানা ভাবে কাজে লাগে অ্যাভোকাডো। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে তাই ব্যবহার করতে পারেন অ্যাভোকাডো পেস্ট বা অ্যাভোকাডো অয়েল।

| Edited By: | Updated on: Sep 05, 2021 | 11:13 PM
অ্যাভোকাডো যে অত্যন্ত স্বাস্থ্যসম্মত খাবার তা প্রায় সকলেরই জানা। বিশেষ করে যাঁরা নিয়মিত ডায়েট করেন, তাঁদের অনেকেরই রোজের মেনুতে থাকে এই ফল। কিন্তু ত্বকের পরিচর্যাতেও যে দারুণ ভাবে কাজে লাগে অ্যাভোকাডো, তা হয়তো অনেকেরই অজানা। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে ত্বকের যত্নে কাজে লাগে অ্যাভোকাডো।

অ্যাভোকাডো যে অত্যন্ত স্বাস্থ্যসম্মত খাবার তা প্রায় সকলেরই জানা। বিশেষ করে যাঁরা নিয়মিত ডায়েট করেন, তাঁদের অনেকেরই রোজের মেনুতে থাকে এই ফল। কিন্তু ত্বকের পরিচর্যাতেও যে দারুণ ভাবে কাজে লাগে অ্যাভোকাডো, তা হয়তো অনেকেরই অজানা। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে ত্বকের যত্নে কাজে লাগে অ্যাভোকাডো।

1 / 7
অ্যাভোকাডোতে থাকে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট। এর পাশাপাশি অ্যাভোকাডো অয়েলেও রয়েছে প্রচুর গুণ। এই দুই উপকরণই ত্বক আর্দ্র রাখতে অর্থাৎ স্কিন ময়শ্চারাইজিংয়ের ক্ষেত্রে কাজে লাগে।

অ্যাভোকাডোতে থাকে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট। এর পাশাপাশি অ্যাভোকাডো অয়েলেও রয়েছে প্রচুর গুণ। এই দুই উপকরণই ত্বক আর্দ্র রাখতে অর্থাৎ স্কিন ময়শ্চারাইজিংয়ের ক্ষেত্রে কাজে লাগে।

2 / 7
সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে অ্যাভোকাডো। তাই খুব রোদে খুরে এলে বাড়ি ফিরে অ্যাভোকাডো অয়েল বা অ্যাভোকাডো পেস্ট মিশ্রিত ফেসপ্যাক, ফেসওয়াশ বা ফেস স্ক্রাব দিয়ে একবার ভাল করে মুখ পরিষ্কার করে নিন।

সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে অ্যাভোকাডো। তাই খুব রোদে খুরে এলে বাড়ি ফিরে অ্যাভোকাডো অয়েল বা অ্যাভোকাডো পেস্ট মিশ্রিত ফেসপ্যাক, ফেসওয়াশ বা ফেস স্ক্রাব দিয়ে একবার ভাল করে মুখ পরিষ্কার করে নিন।

3 / 7
অ্যান্টি এজিং বা ত্বকের বলিরেখার সমস্যা রুখতেও সাহায্য করে অ্যাভোকাডো। এক্ষেত্রে চোখের চারপাশে ব্যবহার করতে পারেন অ্যাভোকাডো মাস্ক। কারণ এই অঞ্চলের সবচেয়ে বেশি রিঙ্কেলস বা বলিরেখা দেখা যায়।

অ্যান্টি এজিং বা ত্বকের বলিরেখার সমস্যা রুখতেও সাহায্য করে অ্যাভোকাডো। এক্ষেত্রে চোখের চারপাশে ব্যবহার করতে পারেন অ্যাভোকাডো মাস্ক। কারণ এই অঞ্চলের সবচেয়ে বেশি রিঙ্কেলস বা বলিরেখা দেখা যায়।

4 / 7
ত্বক আর্দ্র রাখার পাশাপাশি ত্বকের কালচে দাগছোপ দূর করে জ্বল্লা ফেরাতেও সাহায্য করে অ্যাভোকাডো। তাই বাড়িতে ফেসপ্যাক তৈরির সময়েও অ্যাভোকাডো অয়েল বা অ্যাভোকাডো পেস্ট ব্যবহার করতে পারেন।

ত্বক আর্দ্র রাখার পাশাপাশি ত্বকের কালচে দাগছোপ দূর করে জ্বল্লা ফেরাতেও সাহায্য করে অ্যাভোকাডো। তাই বাড়িতে ফেসপ্যাক তৈরির সময়েও অ্যাভোকাডো অয়েল বা অ্যাভোকাডো পেস্ট ব্যবহার করতে পারেন।

5 / 7
ব্রনর সমস্যার ভুক্তভোগী হননি এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। ব্রনর ফলে মুখে বিচ্ছিরি এক ধরনের দাগও দেখা দেয়। এই সমস্ত দাগছোপ তুলে ত্বক মসৃণ করতে সাহায্য করে অ্যাভোকাডো।

ব্রনর সমস্যার ভুক্তভোগী হননি এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। ব্রনর ফলে মুখে বিচ্ছিরি এক ধরনের দাগও দেখা দেয়। এই সমস্ত দাগছোপ তুলে ত্বক মসৃণ করতে সাহায্য করে অ্যাভোকাডো।

6 / 7
ত্বকের পরিচর্যায় নানা ভাবে অ্যাভোকাডো কাজে লাগে। তাই শুধু মাত্র টোস্টে মাখিয়ে খাওয়ার জন্য নয়, ত্বকের পরিচর্যার জন্যও বাড়িতে বানিয়ে নিন অ্যাভোকাডো পেস্ট।

ত্বকের পরিচর্যায় নানা ভাবে অ্যাভোকাডো কাজে লাগে। তাই শুধু মাত্র টোস্টে মাখিয়ে খাওয়ার জন্য নয়, ত্বকের পরিচর্যার জন্যও বাড়িতে বানিয়ে নিন অ্যাভোকাডো পেস্ট।

7 / 7
Follow Us: