TV9 Bangla Digital | Edited By: megha
Sep 14, 2022 | 1:43 PM
পক্সের দাগ দূর করতে অনেকেই ডাবের জল ব্যবহার করে থাকেন। ডাবের জল ত্বকের ব্যবহার করলে সত্যিই কোনও উপকার পাওয়া যায়? বিশেষজ্ঞরা মনে করেন, ত্বকে ডাবের জল ব্যবহার করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ডাবের জলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। শুষ্ক ত্বকের সমস্যায় ডাবের জল ভীষণ কার্যকরী। আপনি ফেসিয়াল মিস্ট হিসেবে ডাবের জল ব্যবহার করতে পারেন। ডাবের জলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ফেসিয়াল মিস্ট বাড়িতে বানিয়ে নিন।
ডাবের জল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এমনকী তৈলাক্ত ত্বক হলেও আপনি ডাবের জলকে মুখের উপর ব্যবহার করতে পারবেন। তুলোর বলে ডাবের জল নিয়ে সরাসরি মুখের উপর লাগান। নিয়মিত এবার ডাবের জল ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকবে।
ডাবের জলের মধ্যে ভিটামিন সি রয়েছে। এটি ত্বকের সংক্রমণ, ব্রণ ইত্যাদি ত্বকের সমস্যা দূর করতে সহায়ক। চন্দনের ফেসপ্যাকের সঙ্গে ডাবের জল মিশিয়ে ত্বকের উপর লাগান। শুকনো হওয়া অবধি অপেক্ষা করুন এবং তারপর মুখ ধুয়ে ফেলুন।
নানা কারণে ত্বকের উপর প্রদাহ তৈরি হয়। ত্বকের লালভাব, জ্বালাভাব দূর করতে ডাবের জলের জুড়ি মেলা ভার। ত্বকের প্রদাহ দূর করতে করতে এবং তাৎক্ষণিক আরাম পেতে আপনি ডাবের জলকে সরাসরি ত্বকের উপর প্রয়োগ করতে পারবেন।
ডাবের জলের মধ্যে ভিটামিন সি, বি, কে, জিঙ্ক, আয়োডিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। এই উপাদানগুলো ত্বকের বার্ধক্য প্রতিরোধ বিশেষ ভাবে সাহায্য করে। নিয়মিত ত্বকের উপর ডাবের জল ব্যবহার করলে মুখে বয়সের ছাপ পড়ে না এবং ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকে।