অমিতাভ থেকে দীপিকা-শাহরুখ… যে যে ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন এই ৬ অভিনেতা

ওম শান্তি ওম ছবির জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন দীপিকা। এমন উদাহরণ আছে আরও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সলমন-শাহরুখ... তালিকা নেহাত ছোট নয়।

| Edited By: | Updated on: Aug 27, 2021 | 6:52 AM
প্রতি ছবিতে অভিনয়ের জন্য কোটি কোটি টাকা নেন ওঁরা। কিন্তু কিছু কিছু ছবির ক্ষেত্রে ভেঙেছেন সেই ট্রেন্ড। ইচ্ছে করেই এক টাকাও পারিশ্রমিক নেননি তাঁরা। কারণ হিসেবে হয়তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা ছবির লো বাজেট। ওম শান্তি ওম ছবির জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন দীপিকা। এমন উদাহরণ আছে আরও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সলমন-শাহরুখ... তালিকা নেহাত ছোট নয়।

প্রতি ছবিতে অভিনয়ের জন্য কোটি কোটি টাকা নেন ওঁরা। কিন্তু কিছু কিছু ছবির ক্ষেত্রে ভেঙেছেন সেই ট্রেন্ড। ইচ্ছে করেই এক টাকাও পারিশ্রমিক নেননি তাঁরা। কারণ হিসেবে হয়তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা ছবির লো বাজেট। ওম শান্তি ওম ছবির জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন দীপিকা। এমন উদাহরণ আছে আরও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সলমন-শাহরুখ... তালিকা নেহাত ছোট নয়।

1 / 8
রুমি জাফরির ছবি চেহরে মুক্তি পাচ্ছে আজ অর্থাৎ ২৭ অগস্ট। এই ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি বিগ-বি। চিত্রনাট্য এতই ভাল লেগেছিল তাঁর তাই বিনা পারিশ্রমিকেই রাজি হয়ে গিয়েছেন অভিনয়ে।

রুমি জাফরির ছবি চেহরে মুক্তি পাচ্ছে আজ অর্থাৎ ২৭ অগস্ট। এই ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি বিগ-বি। চিত্রনাট্য এতই ভাল লেগেছিল তাঁর তাই বিনা পারিশ্রমিকেই রাজি হয়ে গিয়েছেন অভিনয়ে।

2 / 8
দীপিকার প্রথম ছবি ওম শান্তি ওম। প্রথম ছবিতেই শাহরুখের সঙ্গে ডেবিঊ। আর এই কৃতজ্ঞতা থেকেই মাত্র এক টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন দীপিকা। বলতে গেলে গোটা ছবি বিনামূল্যেই করেছেন তিনি।

দীপিকার প্রথম ছবি ওম শান্তি ওম। প্রথম ছবিতেই শাহরুখের সঙ্গে ডেবিঊ। আর এই কৃতজ্ঞতা থেকেই মাত্র এক টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন দীপিকা। বলতে গেলে গোটা ছবি বিনামূল্যেই করেছেন তিনি।

3 / 8
তিস মার খান, আজব প্রেম কি গজব কাহানী, ওম শান্তি ওম, সন অব সর্দার সহ বেশ কিছু ছবিতে কেমিও বা বিশেষ চরিত্রে হাজির হয়েছেন সলমন খান। কিন্তু ওই সব ছবির জন্য কোনও পয়সা নেননি সলমন। কখনও বন্ধুত্বের খাতিরে আবার কখনও বা ছবির স্বার্থে অভিনয় করতে রাজি হয়েছেন।

তিস মার খান, আজব প্রেম কি গজব কাহানী, ওম শান্তি ওম, সন অব সর্দার সহ বেশ কিছু ছবিতে কেমিও বা বিশেষ চরিত্রে হাজির হয়েছেন সলমন খান। কিন্তু ওই সব ছবির জন্য কোনও পয়সা নেননি সলমন। কখনও বন্ধুত্বের খাতিরে আবার কখনও বা ছবির স্বার্থে অভিনয় করতে রাজি হয়েছেন।

4 / 8
ভূতনাথ রিটার্নস থেকে শুরু করে ক্রেজি ৪-এ অভিনয় করেছিলেন শাহরুখ। কিন্তু সলমনের মতো তিনিও বন্ধুত্বের খাতিরে ওই সব ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি।

ভূতনাথ রিটার্নস থেকে শুরু করে ক্রেজি ৪-এ অভিনয় করেছিলেন শাহরুখ। কিন্তু সলমনের মতো তিনিও বন্ধুত্বের খাতিরে ওই সব ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি।

5 / 8
বিশাল ভরদ্বাজের হায়দার ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি শাহিদ কাপুর। ছবির বাজেটের স্বার্থেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে আছে।

বিশাল ভরদ্বাজের হায়দার ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি শাহিদ কাপুর। ছবির বাজেটের স্বার্থেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে আছে।

6 / 8
মিলখা সিংয়ের জীবনী নিয়ে ছবি ভাগ মিলখা ভাগে ফারহান আখতারের বিপরীতে দেখা গিয়েছিল সোনম কাপুরকে। ওই ছবির জন্য ফারহান যেমন পারিশ্রমিক নেননি। ঠিক তেমনই নেননি সোনম। তিনি নিয়েছিলেন মাত্র ১১ টাকা।

মিলখা সিংয়ের জীবনী নিয়ে ছবি ভাগ মিলখা ভাগে ফারহান আখতারের বিপরীতে দেখা গিয়েছিল সোনম কাপুরকে। ওই ছবির জন্য ফারহান যেমন পারিশ্রমিক নেননি। ঠিক তেমনই নেননি সোনম। তিনি নিয়েছিলেন মাত্র ১১ টাকা।

7 / 8
অগ্নিপথ ছবিতে ক্যাটরিনার বিখ্যাত চিকনি চামেলি আইটেম সং নিশ্চয়ই মনে আছে আপনার। করণ জোহর ভাল বন্ধু। তাই তাঁর প্রযোজিত ছবিতে স্পেশ্যাল ডান্স নাম্বার করার জন্য কোনও পারিশ্রমিক নেননি ক্যাট।

অগ্নিপথ ছবিতে ক্যাটরিনার বিখ্যাত চিকনি চামেলি আইটেম সং নিশ্চয়ই মনে আছে আপনার। করণ জোহর ভাল বন্ধু। তাই তাঁর প্রযোজিত ছবিতে স্পেশ্যাল ডান্স নাম্বার করার জন্য কোনও পারিশ্রমিক নেননি ক্যাট।

8 / 8
Follow Us: