Basant Panchami 2024: সরস্বতী মূর্তি কেনার আগে মাথায় রাখুন ‘বিশেষ’ এই টিপস! না মানলে আসতে পারে চরম বিপদ

Vastu Tips for Saraswati Puja: বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর মূর্তি বা ছবি স্থাপন করার সময় বিশেষ সতর্কতা মেনে চলা উচিত। মাথায় রাখতে হবে বিশেষ কিছু নিয়ম। বসন্ত পঞ্চমীর দিন বাগদেবীর আশীর্বাদ পাওয়ার সেরা সময় কখন, পুজোর আগে ও পরে কী কী নিয়ম মেনে চলা উচিত।

| Edited By: | Updated on: Feb 10, 2024 | 1:58 PM
আর মাত্র তিনদিন বাকি, তারপরেই পাড়ায় পাড়ায়, স্কুল-কলেজে, বাড়িতে বাড়িতে পালিত হবে বাগদেবীর বন্দনা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, কাকতালীয়ভাবে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে পড়েছে একই দিনে। তাই পুজোর প্ল্যানিংয়ের সঙ্গে সঙ্গে প্রেম দিবসেরও চলছে জোড় প্রস্তুতি।

আর মাত্র তিনদিন বাকি, তারপরেই পাড়ায় পাড়ায়, স্কুল-কলেজে, বাড়িতে বাড়িতে পালিত হবে বাগদেবীর বন্দনা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, কাকতালীয়ভাবে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে পড়েছে একই দিনে। তাই পুজোর প্ল্যানিংয়ের সঙ্গে সঙ্গে প্রেম দিবসেরও চলছে জোড় প্রস্তুতি।

1 / 9
হিন্দু পঞ্চাঙ্গ মতে, প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় বলে এই বিশেষ দিনটিকে বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী হলেন বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কথিত আছে, এদিন ভক্তি ভরে ও নিয়ম মেনে সরস্বতীর মূর্তি বা ছবিত পুজো করলে, গোটা বছর জ্ঞান ও প্রজ্ঞার আশীর্বাদ পাওয়া যায়।

হিন্দু পঞ্চাঙ্গ মতে, প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় বলে এই বিশেষ দিনটিকে বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী হলেন বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কথিত আছে, এদিন ভক্তি ভরে ও নিয়ম মেনে সরস্বতীর মূর্তি বা ছবিত পুজো করলে, গোটা বছর জ্ঞান ও প্রজ্ঞার আশীর্বাদ পাওয়া যায়।

2 / 9
 বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর মূর্তি বা ছবি স্থাপন করার সময় বিশেষ সতর্কতা মেনে চলা উচিত। মাথায় রাখতে হবে বিশেষ কিছু নিয়ম। বসন্ত পঞ্চমীর দিন বাগদেবীর আশীর্বাদ পাওয়ার সেরা সময় কখন, পুজোর আগে ও পরে কী কী নিয়ম মেনে চলা উচিত।

বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর মূর্তি বা ছবি স্থাপন করার সময় বিশেষ সতর্কতা মেনে চলা উচিত। মাথায় রাখতে হবে বিশেষ কিছু নিয়ম। বসন্ত পঞ্চমীর দিন বাগদেবীর আশীর্বাদ পাওয়ার সেরা সময় কখন, পুজোর আগে ও পরে কী কী নিয়ম মেনে চলা উচিত।

3 / 9
প্রথা মেনে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীকে বলা হয় বসন্ত পঞ্চমী। এদিন থেকে আবার শীত শেষ হয়ে বসন্ত ঋতু শুরু হয়। এ বছর ১৪ ফেব্রুয়ারি পালিত হবে বসন্ত পঞ্চমী। একই সময়ে, পূজার শুভ সময় ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ১ মিনিট থেকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত।

প্রথা মেনে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীকে বলা হয় বসন্ত পঞ্চমী। এদিন থেকে আবার শীত শেষ হয়ে বসন্ত ঋতু শুরু হয়। এ বছর ১৪ ফেব্রুয়ারি পালিত হবে বসন্ত পঞ্চমী। একই সময়ে, পূজার শুভ সময় ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ১ মিনিট থেকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত।

4 / 9
বসন্ত পঞ্চমীতে যদি বাড়িতে বা পাড়ায় বা শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর বন্দনার আয়োজন করে থাকেন, তাহলে সরস্বতীর মূর্তি বা ছবি কিনে রাখা আবশ্যিক।

বসন্ত পঞ্চমীতে যদি বাড়িতে বা পাড়ায় বা শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর বন্দনার আয়োজন করে থাকেন, তাহলে সরস্বতীর মূর্তি বা ছবি কিনে রাখা আবশ্যিক।

5 / 9
তবে কেনার সময় মাথায় রাখবেন, মূর্তি যেন কোনওভাবেই দাঁড়ানোর ভঙ্গিতে না থাকে। এমন মূর্তি অশুভ প্রভাব পড়ে বলে মনে করা হয়। জীবনে নানা সমস্যাও ডেকে আনতে পারে।

তবে কেনার সময় মাথায় রাখবেন, মূর্তি যেন কোনওভাবেই দাঁড়ানোর ভঙ্গিতে না থাকে। এমন মূর্তি অশুভ প্রভাব পড়ে বলে মনে করা হয়। জীবনে নানা সমস্যাও ডেকে আনতে পারে।

6 / 9
বসন্ত পঞ্চমীর জন্য সরস্বতী মূর্তি বা ছবি কিনতে যান, তাহলে কখনও ভাঙা বা চিড় ধরা, খণ্ডিত মূর্তি কখনও কিনবেন না। বাড়ির কোনও মূর্তি ভাঙা হলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলুন।  অশুভ বলে মনে করা হয়।

বসন্ত পঞ্চমীর জন্য সরস্বতী মূর্তি বা ছবি কিনতে যান, তাহলে কখনও ভাঙা বা চিড় ধরা, খণ্ডিত মূর্তি কখনও কিনবেন না। বাড়ির কোনও মূর্তি ভাঙা হলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলুন। অশুভ বলে মনে করা হয়।

7 / 9
দেবী সরস্বতীর ছবি বা মূর্তি রাখার সময় অবশ্যই কোন দিকে রাখা সবচেয়ে শুভ, তা জেনে নেওয়া উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি সবসময় উত্তর দিকে রাখা উচিত। যদি সেদিকে রাখা সম্ভব না হয়, তাহলে উত্তর-পূর্ব দিকটিও ব্যবহার করা যেতে পারে।

দেবী সরস্বতীর ছবি বা মূর্তি রাখার সময় অবশ্যই কোন দিকে রাখা সবচেয়ে শুভ, তা জেনে নেওয়া উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি সবসময় উত্তর দিকে রাখা উচিত। যদি সেদিকে রাখা সম্ভব না হয়, তাহলে উত্তর-পূর্ব দিকটিও ব্যবহার করা যেতে পারে।

8 / 9
বাড়িতে ও অধ্যয়ন কক্ষে সরস্বতীর সঠিক মূর্তি ও ছবি স্থাপন করলে সাফল্য লাভের পাশাপাশি কাজের সব বাধা দূর হয়। এ ছাড়া কর্মক্ষেত্রেও পদোন্নতির পথ খুলে যায়।

বাড়িতে ও অধ্যয়ন কক্ষে সরস্বতীর সঠিক মূর্তি ও ছবি স্থাপন করলে সাফল্য লাভের পাশাপাশি কাজের সব বাধা দূর হয়। এ ছাড়া কর্মক্ষেত্রেও পদোন্নতির পথ খুলে যায়।

9 / 9
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...