Cucumber for Hair: খুশকির সমস্যা বাড়চ্ছে চিন্তা? মাত্র একটা শসাতেই হবে কামাল

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 23, 2022 | 2:12 PM

Hair Care: ত্বককে ভাল রাখতে শসার জুড়ি মেলা ভার। কিন্তু এই স্বাস্থ্যকর ফলটি চুলের জন্য কতটা উপকারী জানেন?

1 / 6
ত্বককে ভাল রাখতে শসার জুড়ি মেলা ভার। কিন্তু এই স্বাস্থ্যকর ফলটি চুলের জন্য কতটা উপকারী জানেন? শসার হাইড্রেটিং প্রকৃতি চুল ও স্ক্যাল্পকে ভাল রাখতে সাহায্য করে। কিন্তু কীভাবে শসাকে চুলের যত্নে যোগ করবেন? জেনে নিন...

ত্বককে ভাল রাখতে শসার জুড়ি মেলা ভার। কিন্তু এই স্বাস্থ্যকর ফলটি চুলের জন্য কতটা উপকারী জানেন? শসার হাইড্রেটিং প্রকৃতি চুল ও স্ক্যাল্পকে ভাল রাখতে সাহায্য করে। কিন্তু কীভাবে শসাকে চুলের যত্নে যোগ করবেন? জেনে নিন...

2 / 6
সকলেই জানেন যে শসা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। একই সঙ্গে শসার রস ত্বকের উপর লাগালে, ত্বকও হাইড্রেটেড থাকে। এই একই কারণে আপনি শসাকে স্ক্যাল্পেও ব্যবহার করতে পারেন। শসা স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে।

সকলেই জানেন যে শসা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। একই সঙ্গে শসার রস ত্বকের উপর লাগালে, ত্বকও হাইড্রেটেড থাকে। এই একই কারণে আপনি শসাকে স্ক্যাল্পেও ব্যবহার করতে পারেন। শসা স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে।

3 / 6
শসার মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ এবং ফলিক অ্যাসিড রয়েছে। স্ক্যাল্পকে ভাল রাখার পাশাপাশি শসা চুলের আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে পুষ্টির জোগান দেয়। এতে খুশকি, স্ক্যাল্পের প্রদাহ ইত্যাদিকে সহজেই প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি চুলের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে শসা।

শসার মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ এবং ফলিক অ্যাসিড রয়েছে। স্ক্যাল্পকে ভাল রাখার পাশাপাশি শসা চুলের আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে পুষ্টির জোগান দেয়। এতে খুশকি, স্ক্যাল্পের প্রদাহ ইত্যাদিকে সহজেই প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি চুলের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে শসা।

4 / 6
চুলের হাল ফেরাতে নারকেল তেলের সঙ্গে শসার রস মিশিয়ে ব্যবহার করুন। নারকেল তেলের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটি স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি চুলের শুষ্কভাব দূর করে।

চুলের হাল ফেরাতে নারকেল তেলের সঙ্গে শসার রস মিশিয়ে ব্যবহার করুন। নারকেল তেলের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটি স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি চুলের শুষ্কভাব দূর করে।

5 / 6
শসার হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। শসার পেস্ট বানিয়ে নিন। তাতে অ্যালোভেরা জেল, লেবুর রস এবং আপেল সাইডার ভিনিগার যোগ করুন। এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে ম্যাসাজ করুন। এরপর এটা ১ ঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

শসার হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। শসার পেস্ট বানিয়ে নিন। তাতে অ্যালোভেরা জেল, লেবুর রস এবং আপেল সাইডার ভিনিগার যোগ করুন। এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে ম্যাসাজ করুন। এরপর এটা ১ ঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

6 / 6
ঘন ও লম্বা চুল পেতে এই শসার এই হেয়ার প্যাক আপনি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। এতেই স্ক্যাল্পের যাবতীয় সমস্যা কমে যাবে। পাশাপাশি চুল হয়ে উঠবে আরও সুন্দর এবং ঘন।

ঘন ও লম্বা চুল পেতে এই শসার এই হেয়ার প্যাক আপনি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। এতেই স্ক্যাল্পের যাবতীয় সমস্যা কমে যাবে। পাশাপাশি চুল হয়ে উঠবে আরও সুন্দর এবং ঘন।

Next Photo Gallery