Gymnastics: জাতীয় গেমসে জিমন্যাস্টিকে সোনা-রুপো বাংলার
দীর্ঘ সাত বছর হচ্ছে জাতীয় গেমস। ৩৬ তম সংস্করণ হচ্ছে গুজরাতের ছ'টি ভেনুতে। এ দিন মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল রাউন্ড ইভেন্টে সোনা-রুপো বাংলার অ্যাথলিটের। সোনা জিতলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি দাস। বাংলার আর এক জিমন্যাস্ট প্রণতি নায়েকের ঝুলিতে রুপো। জিমন্যাস্টিকে জোড়া পদকে উচ্ছ্বসিত বাংলা শিবির।