Akash Deep: আগামীর অঙ্গীকার! বাগদান সারলেন বাংলার তারকা আকাশদীপ

Akash Deep Engagement: বাগদান সেরে নিলেন বাংলার ডান হাতি তারকা জোরে বোলার আকাশদীপ। টিম ইন্ডিয়ার তথা বাংলা দলের তারকা পেসার মুকেশ কুমারের ঠিক একদিন পর এনগেজমেন্ট পর্ব সম্পূর্ণ করলেন আকাশদীপ।

| Edited By: | Updated on: Feb 26, 2023 | 6:45 PM
সদ্য রঞ্জি ট্রফির রানার্স হয়েছে বাংলা ক্রিকেট দল। এ বার এনগেজমেন্ট (Engagement) পর্ব সম্পূর্ণ করলেন বাংলার ডান হাতি তারকা জোরে বোলার আকাশদীপ সিং (Akashdeep)। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

সদ্য রঞ্জি ট্রফির রানার্স হয়েছে বাংলা ক্রিকেট দল। এ বার এনগেজমেন্ট (Engagement) পর্ব সম্পূর্ণ করলেন বাংলার ডান হাতি তারকা জোরে বোলার আকাশদীপ সিং (Akashdeep)। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

1 / 8
২৫ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার তথা বাংলা দলের তারকা পেসার মুকেশ কুমার বাগদান করেছেন। তার ঠিক একদিন পরই এনগেজমেন্ট পর্ব সম্পূর্ণ করলেন আকাশদীপ। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

২৫ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার তথা বাংলা দলের তারকা পেসার মুকেশ কুমার বাগদান করেছেন। তার ঠিক একদিন পরই এনগেজমেন্ট পর্ব সম্পূর্ণ করলেন আকাশদীপ। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

2 / 8
সোশ্যাল মিডিয়ায় নিজের এনগেজমেন্টের ছবি শেয়ার করে খুশির খবর সকলকে জানিয়েছেন আরসিবির আকাশদীপ। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় নিজের এনগেজমেন্টের ছবি শেয়ার করে খুশির খবর সকলকে জানিয়েছেন আরসিবির আকাশদীপ। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

3 / 8
সতীর্থ আকাশদীপের এনগেজমেন্টে হাজির ছিলেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার অনুষ্টুপ মজুমদার এবং শ্রীবৎস গোস্বামীও। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

সতীর্থ আকাশদীপের এনগেজমেন্টে হাজির ছিলেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার অনুষ্টুপ মজুমদার এবং শ্রীবৎস গোস্বামীও। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

4 / 8
এনগেজমেন্টের অনুষ্ঠানের জন্য আকাশদীপ বেছে নিয়েছিলেন কালো শ্যুট। অন্যদিকে তাঁর হবু স্ত্রীর পরণে ছিল পার্পল কালারের নকশা করা লং গাউন। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

এনগেজমেন্টের অনুষ্ঠানের জন্য আকাশদীপ বেছে নিয়েছিলেন কালো শ্যুট। অন্যদিকে তাঁর হবু স্ত্রীর পরণে ছিল পার্পল কালারের নকশা করা লং গাউন। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

5 / 8
আইপিএল-২০২৩ মরসুম শুরু হওয়ার আগে বাগদান পর্ব সেরে নিলেন আকাশদীপ। রঞ্জি ট্রফি শেষ। এ বার আরসিবি শিবিরে যোগ দেওয়ার পালা। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

আইপিএল-২০২৩ মরসুম শুরু হওয়ার আগে বাগদান পর্ব সেরে নিলেন আকাশদীপ। রঞ্জি ট্রফি শেষ। এ বার আরসিবি শিবিরে যোগ দেওয়ার পালা। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

6 / 8
২০২১ সাল থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত আকাশদীপ। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

২০২১ সাল থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত আকাশদীপ। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

7 / 8
২০২১ সালের দ্বিতীয় পর্বের আইপিএলের জন্য প্রথম ডাক পেয়েছিলেন বাংলার আকাশদীপ। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিলামে ২০ লক্ষ টাকায় আকাশদীপকে কেনে বিরাট কোহলির দল। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

২০২১ সালের দ্বিতীয় পর্বের আইপিএলের জন্য প্রথম ডাক পেয়েছিলেন বাংলার আকাশদীপ। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিলামে ২০ লক্ষ টাকায় আকাশদীপকে কেনে বিরাট কোহলির দল। (ছবি-আকাশদীপ ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: