Bengali Serial Pilu: ভালবাসা দিয়ে ঘরের মেয়ে করে তুলেছিলেন আমায়: যাত্রাশেষে আবেগঘন ‘পিলু’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 07, 2022 | 1:43 PM

Bengali Serial Pilu: রিয়ালিটি শো-য়ে প্রতিযোগী হয়ে এসেছিলেন মেঘা দাঁ। তাঁর নাচ নজর কেড়েছিল সকলের। সেখান থেকেই পান পরিচিতি। মেলে জীবনের প্রথম বড় ব্রেক। ধারাবাহিকে সুযোগ পান কাজের। প্রথম ধারাবাহিক 'পিলু'। আর সেখানেই নাম ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই জার্নিই শেষ হল অবশেষে।

1 / 5
রিয়ালিটি শো-য়ে প্রতিযোগী হয়ে এসেছিলেন মেঘা দাঁ। তাঁর নাচ নজর কেড়েছিল সকলের। সেখান থেকেই পান পরিচিতি। মেলে জীবনের প্রথম বড় ব্রেক। ধারাবাহিকে সুযোগ পান কাজের। প্রথম ধারাবাহিক 'পিলু'। আর সেখানেই নাম ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই জার্নিই শেষ হল অবশেষে।

রিয়ালিটি শো-য়ে প্রতিযোগী হয়ে এসেছিলেন মেঘা দাঁ। তাঁর নাচ নজর কেড়েছিল সকলের। সেখান থেকেই পান পরিচিতি। মেলে জীবনের প্রথম বড় ব্রেক। ধারাবাহিকে সুযোগ পান কাজের। প্রথম ধারাবাহিক 'পিলু'। আর সেখানেই নাম ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই জার্নিই শেষ হল অবশেষে।

2 / 5
বিদায়বেলায় আবেগঘন পিলু। সোশ্যাল মিডিয়ায় আবেগমাখা পোস্ট। সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। মেঘার কথায়, "অনেক কিছু শিখলাম। যা যা শিখলাম আগামী দিনে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।"

বিদায়বেলায় আবেগঘন পিলু। সোশ্যাল মিডিয়ায় আবেগমাখা পোস্ট। সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। মেঘার কথায়, "অনেক কিছু শিখলাম। যা যা শিখলাম আগামী দিনে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।"

3 / 5
কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শককেও। তাঁরা না থাকলে যে পিলু হয়ে ওঠা হত না, তা একবাক্যে স্বীকার করে নিয়ে মেঘার বক্তব্য, "সারাজীবন আমি কৃতজ্ঞ থাকব। আমার পাশে থাকবেন। আমায় ভালবাসবেন। ভালবাসা দিয়ে নিজের ঘরের মেয়ে করে তুলেছেন আমায়। জীবনে ভাবিনি এত ভালবাসা ও আশীর্বাদ পাব সবার কাছ থেকে। সব ভীষণ মিস করব"।

কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শককেও। তাঁরা না থাকলে যে পিলু হয়ে ওঠা হত না, তা একবাক্যে স্বীকার করে নিয়ে মেঘার বক্তব্য, "সারাজীবন আমি কৃতজ্ঞ থাকব। আমার পাশে থাকবেন। আমায় ভালবাসবেন। ভালবাসা দিয়ে নিজের ঘরের মেয়ে করে তুলেছেন আমায়। জীবনে ভাবিনি এত ভালবাসা ও আশীর্বাদ পাব সবার কাছ থেকে। সব ভীষণ মিস করব"।

4 / 5
পুরুলিয়াতে শুরু হয়েছিল ধারাবাহিকের শুটিং। শুরুটা ভাল করলেও শেষের দিকে এই ধারাবাহিকের টিআরপি কমতে শুরু করে। এমনকি গল্পের ট্র্যাকও বদলে যায়। পিলু ও আহিরের গল্প কোথাও গিয়ে হয়ে যায় রঞ্জা ও মল্লারের গল্প।

পুরুলিয়াতে শুরু হয়েছিল ধারাবাহিকের শুটিং। শুরুটা ভাল করলেও শেষের দিকে এই ধারাবাহিকের টিআরপি কমতে শুরু করে। এমনকি গল্পের ট্র্যাকও বদলে যায়। পিলু ও আহিরের গল্প কোথাও গিয়ে হয়ে যায় রঞ্জা ও মল্লারের গল্প।

5 / 5
ধারাবাহিকের মেঘার বিপরীতে দেখা গিয়েছিল গৌরব রায় চৌধুরীকে। গৌরব আবারও ফিরছেন ধারাবাহিকে। বিপরীতে দেখা যাবে শ্রুতি দাসকে। অন্যদিকে মেঘাও আগামী কাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। মন খারাপ সকলেরই, তবু ওই যে, 'জীবন থেমে থাকে না"।

ধারাবাহিকের মেঘার বিপরীতে দেখা গিয়েছিল গৌরব রায় চৌধুরীকে। গৌরব আবারও ফিরছেন ধারাবাহিকে। বিপরীতে দেখা যাবে শ্রুতি দাসকে। অন্যদিকে মেঘাও আগামী কাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। মন খারাপ সকলেরই, তবু ওই যে, 'জীবন থেমে থাকে না"।

Next Photo Gallery