Gateway for Valentine’s Day: সমুদ্রের পাড়ে কিছুটা সময় একান্তে কাটাতে চান? বাড়ির কাছেই রয়েছে কিছু অফবিট বিচ ডেস্টিনেশন

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 11, 2022 | 4:04 PM

এখন চারিদিকে প্রেমের মরসুম। শহরের বসন্ত প্রায় দোরগোড়ায়। এই মরসুমে একসঙ্গে ঘুরতে না গেলে চলে বলুন তো? দুজনেই যদি সমুদ্র ভালবাসেন তাহলে বঙ্গোপসাগরের কাছে থাকা এই অফবিট সমুদ্র সৈকতে ঘুরে আসুন...

1 / 6
এখন চারিদিকে প্রেমের মরসুম। শহরের বসন্ত প্রায় দোরগোড়ায়। এই মরসুমে একসঙ্গে ঘুরতে না গেলে চলে বলুন তো? দুজনেই যদি সমুদ্র ভালবাসেন তাহলে বঙ্গোপসাগরের কাছে থাকা এই অফবিট সমুদ্র সৈকতে ঘুরে আসুন...

এখন চারিদিকে প্রেমের মরসুম। শহরের বসন্ত প্রায় দোরগোড়ায়। এই মরসুমে একসঙ্গে ঘুরতে না গেলে চলে বলুন তো? দুজনেই যদি সমুদ্র ভালবাসেন তাহলে বঙ্গোপসাগরের কাছে থাকা এই অফবিট সমুদ্র সৈকতে ঘুরে আসুন...

2 / 6
শঙ্করপুর সৈকত, পশ্চিমবঙ্গ- দীঘা থেকে প্রায় ১৪ কিমি দূরে অবস্থিত এই অপূর্ব সুন্দর সৈকতটি পর্যটকদের স্বর্গস্থান। এটি যেমন একটি ভার্জিন বিচ ডেস্টিনেশন, তেমনি ফিশিং হারবার হিসেবেও গুরুত্বপূর্ণ। সন্ধ্যেবেলায়, সৈকতের মনোমুগ্ধকর ঠান্ডা আবাহওয়া এখানকার অন্যতম আকর্ষণ।

শঙ্করপুর সৈকত, পশ্চিমবঙ্গ- দীঘা থেকে প্রায় ১৪ কিমি দূরে অবস্থিত এই অপূর্ব সুন্দর সৈকতটি পর্যটকদের স্বর্গস্থান। এটি যেমন একটি ভার্জিন বিচ ডেস্টিনেশন, তেমনি ফিশিং হারবার হিসেবেও গুরুত্বপূর্ণ। সন্ধ্যেবেলায়, সৈকতের মনোমুগ্ধকর ঠান্ডা আবাহওয়া এখানকার অন্যতম আকর্ষণ।

3 / 6
রুশিকোন্ডা সৈকত, অন্ধ্রপ্রদেশ- বিশাখাপত্তনমের মতো সুন্দর শহরে অবস্থিত রুশিকোন্ডা সমুদ্র হল ভারতের ব্লু ফ্ল্যাগ বিচগুলির মধ্যে একটি। যার অর্থ হল, ইকো-ট্যুরিজমের সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত একটি সমুদ্র সৈকত। প্রাকৃতিক পরিবেশ ও শান্তির অনুভূতির সঙ্গে সমুদ্র সৈকতের মনোরম আবহাওয়া, এই সৈকতে আপনার একান্তে সময় কাটানোর জন্য আদর্শ স্থান।

রুশিকোন্ডা সৈকত, অন্ধ্রপ্রদেশ- বিশাখাপত্তনমের মতো সুন্দর শহরে অবস্থিত রুশিকোন্ডা সমুদ্র হল ভারতের ব্লু ফ্ল্যাগ বিচগুলির মধ্যে একটি। যার অর্থ হল, ইকো-ট্যুরিজমের সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত একটি সমুদ্র সৈকত। প্রাকৃতিক পরিবেশ ও শান্তির অনুভূতির সঙ্গে সমুদ্র সৈকতের মনোরম আবহাওয়া, এই সৈকতে আপনার একান্তে সময় কাটানোর জন্য আদর্শ স্থান।

4 / 6
তাজপুর সৈকত, পশ্চিমবঙ্গ- মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকত একটি হিডেন বিচ ডেস্টিনেশন হিসেবে পরিচিত। ব্যস্ততা, মানুষের ভিড় থেকে দূরে রাখতে,এই সৈকত হল আদর্শ গন্তব্যস্থল।এখানে কয়েকটি ক্যাম্পিং রিসর্ট রয়েছে, যা সুন্দর ছুটি কাটানোর জন্য উপযুক্ত। ভোরবেলা বা সন্ধ্যের আগে, সোনালি বালির উপর লাল কাঁকড়ার ঝাঁক এই সৈকতের অন্যতম আকর্ষণ।

তাজপুর সৈকত, পশ্চিমবঙ্গ- মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকত একটি হিডেন বিচ ডেস্টিনেশন হিসেবে পরিচিত। ব্যস্ততা, মানুষের ভিড় থেকে দূরে রাখতে,এই সৈকত হল আদর্শ গন্তব্যস্থল।এখানে কয়েকটি ক্যাম্পিং রিসর্ট রয়েছে, যা সুন্দর ছুটি কাটানোর জন্য উপযুক্ত। ভোরবেলা বা সন্ধ্যের আগে, সোনালি বালির উপর লাল কাঁকড়ার ঝাঁক এই সৈকতের অন্যতম আকর্ষণ।

5 / 6
চন্দ্রভাগা সৈকত, ওড়িশা- ওড়িশার কোনার্ক মন্দিরের কাছে এই সমুদ্র সৈকতটি একটি আন্তর্জাতিক বালুশিল্প উত্‍সবের জন্য বিখ্যাত। ভিড়, কোলাহল থেকে দূরে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই সৈকত হল পারফেক্ট ডেস্টিনেশন। এখানে ক্যাম্পিং.য়ের ব্যবস্থা তো রয়েছেই, রয়েছে অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টস।

চন্দ্রভাগা সৈকত, ওড়িশা- ওড়িশার কোনার্ক মন্দিরের কাছে এই সমুদ্র সৈকতটি একটি আন্তর্জাতিক বালুশিল্প উত্‍সবের জন্য বিখ্যাত। ভিড়, কোলাহল থেকে দূরে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই সৈকত হল পারফেক্ট ডেস্টিনেশন। এখানে ক্যাম্পিং.য়ের ব্যবস্থা তো রয়েছেই, রয়েছে অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টস।

6 / 6
চণ্ডীপুর সৈকত, ওড়িশা- ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত চণ্ডীপুর সৈকত হল অন্যতম আকর্ষণীয় ও সুন্দর গন্তব্য। পুরীর সৈকতের মতো ভিড় হয় না. কিন্তু একান্তে সময় কাটানোর জন্য এই বিচ প্রেমিক-প্রেমিকাদের কাছে দুরন্ত একটি গন্তব্যস্থল। বালাসোর স্টেশন থেকে প্রায় ১৬ কিমি দূরে অবস্থিত এই সৈকতটি অনন্য প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। চণ্ডীপুর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য সেরা সময় হল নভেম্বর থেকে মার্চ।

চণ্ডীপুর সৈকত, ওড়িশা- ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত চণ্ডীপুর সৈকত হল অন্যতম আকর্ষণীয় ও সুন্দর গন্তব্য। পুরীর সৈকতের মতো ভিড় হয় না. কিন্তু একান্তে সময় কাটানোর জন্য এই বিচ প্রেমিক-প্রেমিকাদের কাছে দুরন্ত একটি গন্তব্যস্থল। বালাসোর স্টেশন থেকে প্রায় ১৬ কিমি দূরে অবস্থিত এই সৈকতটি অনন্য প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। চণ্ডীপুর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য সেরা সময় হল নভেম্বর থেকে মার্চ।

Next Photo Gallery