Valentines 2023: ৬০ পেরিয়ে গিয়েছে, তাতে কী! ‘সেকেন্ড’ হানিমুনে ঘুরে আসুন এই ৫ জায়গায়

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: dipta das

Updated on: Feb 08, 2023 | 9:08 AM

Best Destinations of India: ভারত এমন একটি দেশ, যেখানে প্রতিটি ঋতুতেই প্রিয়জনকে সঙ্গী করে ঘুরে আসা সম্ভব। আর ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। আর সেই দিনের জন্য কোনও নির্দিষ্ট বয়সের সীমা থাকে না।

Feb 08, 2023 | 9:08 AM
ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। আর সেই দিনের জন্য কোনও নির্দিষ্ট বয়সের সীমা থাকে না। যুবক থেকে প্রবীণ, সকলেই এদিনটি নিজের মতো করে পালন করার অধিকার রয়েছে। তাই প্রবীণ হলেও সেকেন্ড হানিমুনে তো বাধা নেই।

ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। আর সেই দিনের জন্য কোনও নির্দিষ্ট বয়সের সীমা থাকে না। যুবক থেকে প্রবীণ, সকলেই এদিনটি নিজের মতো করে পালন করার অধিকার রয়েছে। তাই প্রবীণ হলেও সেকেন্ড হানিমুনে তো বাধা নেই।

1 / 7
যৌবনের রোমান্টিক ও স্মরণীয় ভ্রমণের স্থানগুলিতে ফিরে যেতে পারেন। চিরসঙ্গীকে যদি ভ্যালেন্টাইন ডে-র দিন চমক দিতে চান, তাহলে দেশেরই বিশেষ কিছু জায়গায় ঘুরে আসতে পারেন।  তালিকায় রয়েছে বহু জায়গার নাম, কিন্তু মনটা যদি রোমান্টিকে ভরপুর হয়, তাহলে ঘুরে আসুন এই ৫ জায়গায়।

যৌবনের রোমান্টিক ও স্মরণীয় ভ্রমণের স্থানগুলিতে ফিরে যেতে পারেন। চিরসঙ্গীকে যদি ভ্যালেন্টাইন ডে-র দিন চমক দিতে চান, তাহলে দেশেরই বিশেষ কিছু জায়গায় ঘুরে আসতে পারেন। তালিকায় রয়েছে বহু জায়গার নাম, কিন্তু মনটা যদি রোমান্টিকে ভরপুর হয়, তাহলে ঘুরে আসুন এই ৫ জায়গায়।

2 / 7
উদয়পুর: উদয়পুর ভ্যালেন্টাইন্স ডে-তে দেখার জন্য ভারতের অন্যতম রোমান্টিক জায়গা। মরুরাজ্যের এই জায়গাটি এমন একটি গন্তব্যস্থল যেখানে বয়স্ক দম্পতিদের জন্য সেরা জায়গা। রাজস্থান দেখার জন্য সবচেয়ে সুন্দর স্থানগুলির মধ্যে হ্রদ, প্রাসাদ, বাগান ও মন্দিরগুলি এর আকর্ষণের অবদান রাখে। সিটি প্যালেস, লেক পিচোলা, লেক প্যালেস, গার্ডেন প্যালেস, ভিনটেজ কার মিউজিয়াম, বাগোরে কি হাভেলি, সহেলিয়ন কি বারি প্রভূতি জায়গায় ভ্রমণের সময় পাশে থাকুক চিরসঙ্গী।

উদয়পুর: উদয়পুর ভ্যালেন্টাইন্স ডে-তে দেখার জন্য ভারতের অন্যতম রোমান্টিক জায়গা। মরুরাজ্যের এই জায়গাটি এমন একটি গন্তব্যস্থল যেখানে বয়স্ক দম্পতিদের জন্য সেরা জায়গা। রাজস্থান দেখার জন্য সবচেয়ে সুন্দর স্থানগুলির মধ্যে হ্রদ, প্রাসাদ, বাগান ও মন্দিরগুলি এর আকর্ষণের অবদান রাখে। সিটি প্যালেস, লেক পিচোলা, লেক প্যালেস, গার্ডেন প্যালেস, ভিনটেজ কার মিউজিয়াম, বাগোরে কি হাভেলি, সহেলিয়ন কি বারি প্রভূতি জায়গায় ভ্রমণের সময় পাশে থাকুক চিরসঙ্গী।

3 / 7
সিমলা: বয়সটাই বেড়েছে, কিন্তু মনটা এখনও সেই নবীনই হয়ে রয়েছে। এমন দম্পতিদের জন্য সেরা ডেস্টিনেশন হল হিমাচল প্রদেশের সিমলা। শান্তিতে, নিরিবিলিতে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা একটি জনপ্রিয় অবকাশ যাপনের স্থান। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম জলবায়ু এবং রোমান্টিক কার্যকলাপের প্রাচুর্যের কারণে সিমলা একটি রোমান্টিক ছুটির জন্য উপযুক্ত গন্তব্য। মল রোড, জাখু হিল, দ্য রিজে ঘুরে এলে কোনও আফসোস থাকবে না।

সিমলা: বয়সটাই বেড়েছে, কিন্তু মনটা এখনও সেই নবীনই হয়ে রয়েছে। এমন দম্পতিদের জন্য সেরা ডেস্টিনেশন হল হিমাচল প্রদেশের সিমলা। শান্তিতে, নিরিবিলিতে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা একটি জনপ্রিয় অবকাশ যাপনের স্থান। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম জলবায়ু এবং রোমান্টিক কার্যকলাপের প্রাচুর্যের কারণে সিমলা একটি রোমান্টিক ছুটির জন্য উপযুক্ত গন্তব্য। মল রোড, জাখু হিল, দ্য রিজে ঘুরে এলে কোনও আফসোস থাকবে না।

4 / 7
উটি: তামিলনাড়ুর নীলগিরি জেলার একটি জনপ্রিয় শহরের নাম উটি। বয়স্ক দম্পতিদের জন্য ভারতের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থলগুলির মধ্যে একটি। শহরের রোমান্টিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং আরামদায়ক পরিবেশ প্রবীণ দম্পতিদের স্বাস্থ্য ও মনের জন্য মোক্ষম ওষুধের মতো কাজ করে। এমনকি আপনি যদি কোনও জায়গায় যেতে নাও চান, তাতে কোনও আফসোসের প্রয়োজন নেই। কারণ হোটেলের বারান্দা থেকে পাহাড়ের দৃশ্য এবং আবহাওয়া উপভোগ করতে পারবেন। বিখ্যাত চা বাগান এবং একটি নির্মল পরিবেশের জন্য এই সুন্দর জায়গাটি বিখ্যাত।

উটি: তামিলনাড়ুর নীলগিরি জেলার একটি জনপ্রিয় শহরের নাম উটি। বয়স্ক দম্পতিদের জন্য ভারতের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থলগুলির মধ্যে একটি। শহরের রোমান্টিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং আরামদায়ক পরিবেশ প্রবীণ দম্পতিদের স্বাস্থ্য ও মনের জন্য মোক্ষম ওষুধের মতো কাজ করে। এমনকি আপনি যদি কোনও জায়গায় যেতে নাও চান, তাতে কোনও আফসোসের প্রয়োজন নেই। কারণ হোটেলের বারান্দা থেকে পাহাড়ের দৃশ্য এবং আবহাওয়া উপভোগ করতে পারবেন। বিখ্যাত চা বাগান এবং একটি নির্মল পরিবেশের জন্য এই সুন্দর জায়গাটি বিখ্যাত।

5 / 7
 শ্রীনগর: ভালোবাসার দিনে ভারতের সবচেয়ে সুন্দর ও রোম্যান্টিক জায়গাই বেছে নিতে পারেন। বয়সকে তোয়াক্কা না করে যদি পাহাড় ও ঠান্ডা আবহাওয়াকে আপন করে নিতে চান, তাহলে প্রবীণ দম্পতিদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। শুধু সুন্দর স্থাপত্য ও প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত নয়, এই প্রাচীন শহরটি ইতিহাস ও সংস্কৃতির জন্যও সমৃদ্ধ। ডাল লেকে নৌকা যাত্রার অভিজ্ঞতা অর্জনের জন্য কিছু সময় বের করতে পারেন। এছাড়া মুঘল বাগান, শ্রীনগর বাজার এবং আরও অনেক হ্রদ ও গার্ডেন পরিদর্শন করতে পারেন।

শ্রীনগর: ভালোবাসার দিনে ভারতের সবচেয়ে সুন্দর ও রোম্যান্টিক জায়গাই বেছে নিতে পারেন। বয়সকে তোয়াক্কা না করে যদি পাহাড় ও ঠান্ডা আবহাওয়াকে আপন করে নিতে চান, তাহলে প্রবীণ দম্পতিদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। শুধু সুন্দর স্থাপত্য ও প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত নয়, এই প্রাচীন শহরটি ইতিহাস ও সংস্কৃতির জন্যও সমৃদ্ধ। ডাল লেকে নৌকা যাত্রার অভিজ্ঞতা অর্জনের জন্য কিছু সময় বের করতে পারেন। এছাড়া মুঘল বাগান, শ্রীনগর বাজার এবং আরও অনেক হ্রদ ও গার্ডেন পরিদর্শন করতে পারেন।

6 / 7
ঋষিকেশ: ধর্মীয় স্থানে যদি যেতে চান, তাহলে ঋষিকেশ হল সেরা ভ্রমণস্থল। শান্তিপ্রিয় মানুষের কাছে ঋষিকেশ খুবই জনপ্রিয়। এছাড়া এর ধর্মীয় পরিবেশ, আবহাওয়ার প্রেমে পড়ে যাবেন খুব তাড়াতাড়ি। যোগব্যায়াম ও আধ্যাত্মিকতায় পূর্ম এই শহরটিতে বন্ধুবান্ধবকে সঙ্গী করেও যেতে পারেন।

ঋষিকেশ: ধর্মীয় স্থানে যদি যেতে চান, তাহলে ঋষিকেশ হল সেরা ভ্রমণস্থল। শান্তিপ্রিয় মানুষের কাছে ঋষিকেশ খুবই জনপ্রিয়। এছাড়া এর ধর্মীয় পরিবেশ, আবহাওয়ার প্রেমে পড়ে যাবেন খুব তাড়াতাড়ি। যোগব্যায়াম ও আধ্যাত্মিকতায় পূর্ম এই শহরটিতে বন্ধুবান্ধবকে সঙ্গী করেও যেতে পারেন।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla