Destination wedding: শহরের কাছাকাছি ডেস্টিনেশন ওয়েডিং-এ আগ্রহী? রইল ৫ জায়গার হদিশ

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 22, 2021 | 4:00 PM

Destination Wedding plan: বিয়ের দিনটা সকলেই স্মরণীয় করতে চান। কারণ সবার জীবনেই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। বিয়ের দিনের সাজ, ওয়েডিং ভেন্যু কোথায় হবে, কেমন হবে এ নিয়ে পরিকল্পনা থাকে অনেক দিনের

1 / 5
শহরের উপকন্ঠে এবং বিমানবন্দরের কাছে এই রিসর্টের চাহিদা সব দিনই রয়েছে। জন্মদিন, বিবাহবার্ষিকী থেকে ব্যাচেলার্স পার্টি- অনেকেরই প্রথম পছন্দ বৈদিক ভিলেজ। গাছ-গাছালি ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে বিয়ের অনুষ্ঠান সারতে পারেন আপনিও। হোটেল, ব্যাঙ্কোয়েট থেকে স্যুইমিং পুল সবই পাবেন একসঙ্গে।

শহরের উপকন্ঠে এবং বিমানবন্দরের কাছে এই রিসর্টের চাহিদা সব দিনই রয়েছে। জন্মদিন, বিবাহবার্ষিকী থেকে ব্যাচেলার্স পার্টি- অনেকেরই প্রথম পছন্দ বৈদিক ভিলেজ। গাছ-গাছালি ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে বিয়ের অনুষ্ঠান সারতে পারেন আপনিও। হোটেল, ব্যাঙ্কোয়েট থেকে স্যুইমিং পুল সবই পাবেন একসঙ্গে।

2 / 5
কলকাতার থেকে মাত্র তিন ঘন্টার দূরত্ব তাজপুরের। আর তাই সমুদ্রের ধারে নিজের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে ডেস্টিনেশন ওয়েডিং হিসেবে বেছে নিতে পারেন তাজপুর। সমুদ্রের ধারেই রয়েছে প্রচুর রিসর্ট, ভিলা।

কলকাতার থেকে মাত্র তিন ঘন্টার দূরত্ব তাজপুরের। আর তাই সমুদ্রের ধারে নিজের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে ডেস্টিনেশন ওয়েডিং হিসেবে বেছে নিতে পারেন তাজপুর। সমুদ্রের ধারেই রয়েছে প্রচুর রিসর্ট, ভিলা।

3 / 5
কলকাতা থেকে মাত্র ৫১ কিলোমিটার দূরে অবস্থিত রায়চক, উইক এন্ড ডেস্টিনেশন হিসেবে খুবই জনপ্রিয়। ফোর্ট রায়চক, গঙ্গাকুটির-সহ একাধিক রিসর্ট আছে। গঙ্গার ধারে সুন্দর মনোরম আবহাওয়ায় এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে চাইলে অবশ্যই বেছে নিতে পারেন ফোর্ট রায়চক।

কলকাতা থেকে মাত্র ৫১ কিলোমিটার দূরে অবস্থিত রায়চক, উইক এন্ড ডেস্টিনেশন হিসেবে খুবই জনপ্রিয়। ফোর্ট রায়চক, গঙ্গাকুটির-সহ একাধিক রিসর্ট আছে। গঙ্গার ধারে সুন্দর মনোরম আবহাওয়ায় এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে চাইলে অবশ্যই বেছে নিতে পারেন ফোর্ট রায়চক।

4 / 5
সদর স্ট্রিটের এই হোটেলের অন্দরসজ্জা বড়ই চমৎকার। সেই সঙ্গে রয়েছে রুফটপ গার্ডেনও। শহরের উপকন্ঠে খোলা আকাশের নীচে বিয়ে সারতে চাইলে দারুণ অপশন কিন্তু ফেয়ারলন। এমনকী খাবারের দামও সাধ্যের মধ্যে। জনপ্রতি প্লেটের দাম পড়বে ৬৫০ টাকা, কর অতিরিক্ত।

সদর স্ট্রিটের এই হোটেলের অন্দরসজ্জা বড়ই চমৎকার। সেই সঙ্গে রয়েছে রুফটপ গার্ডেনও। শহরের উপকন্ঠে খোলা আকাশের নীচে বিয়ে সারতে চাইলে দারুণ অপশন কিন্তু ফেয়ারলন। এমনকী খাবারের দামও সাধ্যের মধ্যে। জনপ্রতি প্লেটের দাম পড়বে ৬৫০ টাকা, কর অতিরিক্ত।

5 / 5
 গঙ্গাবক্ষে ভেসে ভেসে বিয়ে করার মধ্যে অন্যরকম একটা রোমাঞ্চ রয়েছে। আর তাই নিজের জীবনের এই বিশেষ দিন যদি শুরু করতে চান গঙ্গার বুকে তাহলে কিন্তু পছন্দ হিসেবে রাখতেই পারেন ফ্লোটেল। সন্ধেবেলায় এই জায়গার আকর্ষণ একেবারে অন্যরকম।

গঙ্গাবক্ষে ভেসে ভেসে বিয়ে করার মধ্যে অন্যরকম একটা রোমাঞ্চ রয়েছে। আর তাই নিজের জীবনের এই বিশেষ দিন যদি শুরু করতে চান গঙ্গার বুকে তাহলে কিন্তু পছন্দ হিসেবে রাখতেই পারেন ফ্লোটেল। সন্ধেবেলায় এই জায়গার আকর্ষণ একেবারে অন্যরকম।

Next Photo Gallery