ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধুত্ব হয় না! এই ধারণা বদলে দিয়েছেন যে যে বলি-তারকা
utsha hazra |
Jan 29, 2021 | 3:54 PM
একই ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধুত্ব হয় না! সত্যি নয় মিথ্যে। বলিপাড়ার এমনই কিছু সম্পর্ক বদলে দিয়েছে বন্ধুত্বের সংঙ্গা। এক ঝলকে দেখে নিন তেমনই কিছু না পুরোনো হওয়া বলিউডি 'দোস্তি'
1 / 9
অমিতাভ বচ্চন আর অমর সিং।একজন বলিউড মেগাস্টার, অন্যজন রাজনৈতিক ব্যক্তিত্ব।বিগ বি’র জীবনের ভাল-মন্দ, টানাপোড়েনের প্রতিটা সময় তাঁর পাশে থেকেছেন অমর সিং।
2 / 9
শাহরুখ খান আর ফারহা খান। বলিউডের আরও এক বিখ্যাত জুটি ।এবং তাদের বন্ধুত্বও দর্শকমহলে ভীষণভাবে চর্চিত।
3 / 9
সলমন খান, অজয় দেবগন বলিউডের দুই সুপারস্টার।তাঁদের বন্ধুত্বের কথা অনেকেরই হয়তো অজানা। ‘হম দিল দে চুকে সনম’-এর মত অনেক হিট ছবিতে তাঁদেরকে একসঙ্গে দেখেছে দর্শক।
4 / 9
কাজল, করণ জোহর। পরিচালক-অভিনেতা বন্দুত্বের অন্যতম উল্ল়েখযোগ্য উদাহরণ। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছে এই জুটি।
5 / 9
গৌরি খান, সুজান খান। দুই ‘স্টার ওয়াইফ’। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা দুজনেই প্রতিষ্ঠিত।তাঁদের এই বন্ধুত্বের ঝলক মাঝেই মাঝেই লেন্সবন্দী হয় পাপারাৎজির।
6 / 9
করিনা কাপুর এবং তার গার্ল গ্যাং। করিনা কাপুর আর অমৃতা অরোরা এক কথায় ‘বেস্ট ফ্রেন্ড’।না শুধুমাত্র অমৃতা অরোরা নয়, দিদি মালাইকা অরোরা এবং আরও অনেকে।
7 / 9
রণবীর কাপুর আর অয়ন মুখার্জি। একজন হিন্দি সিনেমার সফল অভিনেতা আর অন্যজন পরিচালক। কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই তাঁদের বন্ধুত্ব।
8 / 9
রণবীর সিং, অর্জুন কাপুর। দুজনেই বলিউডে প্রথম সারির অভিনেতা। ‘গুন্ডে’-তে তাদের সমীকরণ বেশ নজর কাড়ে দর্শকদের। যে বন্ধুত্ব অফস্ক্রিনেও এখনও অটুট।
9 / 9
যদিও কালচক্রে মেয়ে অভিনেতা হওয়ায় বেশ খুশিই তিনি। মেয়ের সাফল্যেও বেশ গর্বিত চাঙ্কি।