ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধুত্ব হয় না! এই ধারণা বদলে দিয়েছেন যে যে বলি-তারকা

utsha hazra |

Jan 29, 2021 | 3:54 PM

একই ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধুত্ব হয় না! সত্যি নয় মিথ্যে। বলিপাড়ার এমনই কিছু সম্পর্ক বদলে দিয়েছে বন্ধুত্বের সংঙ্গা। এক ঝলকে দেখে নিন তেমনই কিছু না পুরোনো হওয়া বলিউডি 'দোস্তি'

1 / 9
অমিতাভ বচ্চন আর অমর সিং।একজন বলিউড মেগাস্টার, অন্যজন রাজনৈতিক ব্যক্তিত্ব।বিগ বি’র জীবনের ভাল-মন্দ, টানাপোড়েনের প্রতিটা সময় তাঁর পাশে থেকেছেন অমর সিং।

অমিতাভ বচ্চন আর অমর সিং।একজন বলিউড মেগাস্টার, অন্যজন রাজনৈতিক ব্যক্তিত্ব।বিগ বি’র জীবনের ভাল-মন্দ, টানাপোড়েনের প্রতিটা সময় তাঁর পাশে থেকেছেন অমর সিং।

2 / 9
শাহরুখ খান আর ফারহা খান। বলিউডের আরও এক বিখ্যাত জুটি ।এবং তাদের বন্ধুত্বও দর্শকমহলে ভীষণভাবে চর্চিত।

শাহরুখ খান আর ফারহা খান। বলিউডের আরও এক বিখ্যাত জুটি ।এবং তাদের বন্ধুত্বও দর্শকমহলে ভীষণভাবে চর্চিত।

3 / 9
সলমন খান, অজয় দেবগন বলিউডের দুই সুপারস্টার।তাঁদের বন্ধুত্বের কথা অনেকেরই হয়তো অজানা। ‘হম দিল দে চুকে সনম’-এর মত অনেক হিট ছবিতে তাঁদেরকে একসঙ্গে দেখেছে দর্শক।

সলমন খান, অজয় দেবগন বলিউডের দুই সুপারস্টার।তাঁদের বন্ধুত্বের কথা অনেকেরই হয়তো অজানা। ‘হম দিল দে চুকে সনম’-এর মত অনেক হিট ছবিতে তাঁদেরকে একসঙ্গে দেখেছে দর্শক।

4 / 9
কাজল, করণ জোহর। পরিচালক-অভিনেতা বন্দুত্বের অন্যতম উল্ল়েখযোগ্য উদাহরণ। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছে এই জুটি।

কাজল, করণ জোহর। পরিচালক-অভিনেতা বন্দুত্বের অন্যতম উল্ল়েখযোগ্য উদাহরণ। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছে এই জুটি।

5 / 9
গৌরি খান, সুজান খান। দুই ‘স্টার ওয়াইফ’। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা দুজনেই প্রতিষ্ঠিত।তাঁদের এই বন্ধুত্বের ঝলক মাঝেই মাঝেই লেন্সবন্দী হয় পাপারাৎজির।

গৌরি খান, সুজান খান। দুই ‘স্টার ওয়াইফ’। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা দুজনেই প্রতিষ্ঠিত।তাঁদের এই বন্ধুত্বের ঝলক মাঝেই মাঝেই লেন্সবন্দী হয় পাপারাৎজির।

6 / 9
করিনা কাপুর এবং তার গার্ল গ্যাং। করিনা কাপুর আর অমৃতা অরোরা এক কথায় ‘বেস্ট ফ্রেন্ড’।না শুধুমাত্র অমৃতা অরোরা নয়, দিদি মালাইকা অরোরা এবং আরও অনেকে।

করিনা কাপুর এবং তার গার্ল গ্যাং। করিনা কাপুর আর অমৃতা অরোরা এক কথায় ‘বেস্ট ফ্রেন্ড’।না শুধুমাত্র অমৃতা অরোরা নয়, দিদি মালাইকা অরোরা এবং আরও অনেকে।

7 / 9
রণবীর কাপুর আর অয়ন মুখার্জি। একজন হিন্দি সিনেমার সফল অভিনেতা আর অন্যজন পরিচালক। কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই তাঁদের বন্ধুত্ব।

রণবীর কাপুর আর অয়ন মুখার্জি। একজন হিন্দি সিনেমার সফল অভিনেতা আর অন্যজন পরিচালক। কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই তাঁদের বন্ধুত্ব।

8 / 9
রণবীর সিং, অর্জুন কাপুর। দুজনেই বলিউডে প্রথম সারির অভিনেতা। ‘গুন্ডে’-তে তাদের সমীকরণ বেশ নজর কাড়ে দর্শকদের। যে বন্ধুত্ব অফস্ক্রিনেও এখনও অটুট।

রণবীর সিং, অর্জুন কাপুর। দুজনেই বলিউডে প্রথম সারির অভিনেতা। ‘গুন্ডে’-তে তাদের সমীকরণ বেশ নজর কাড়ে দর্শকদের। যে বন্ধুত্ব অফস্ক্রিনেও এখনও অটুট।

9 / 9
যদিও কালচক্রে মেয়ে অভিনেতা হওয়ায় বেশ খুশিই তিনি। মেয়ের সাফল্যেও বেশ গর্বিত চাঙ্কি।

যদিও কালচক্রে মেয়ে অভিনেতা হওয়ায় বেশ খুশিই তিনি। মেয়ের সাফল্যেও বেশ গর্বিত চাঙ্কি।

Next Photo Gallery