স্বরলিপি ভট্টাচার্য |
Jan 29, 2021 | 9:55 AM
বাঙালির বিকেলের ড্রইংরুম মানেই টেলিভিশনে ‘দিদি নম্বর ওয়ান’। গত কয়েক বছর ধরে এটাই অভ্যেস হয়ে গিয়েছে। কারণ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় তুমুল জনপ্রিয় হয়েছে এই গেম শো।
বিভিন্ন সময় এই শো-এ হাজির হন তারকারা। আর যখন উপস্থিত থাকবেন দুই তারকা সাংসাদ অর্থাৎ নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী, তখন তো দর্শকের মিস করার কোনও প্রশ্নই নেই।
সম্প্রতি নুসরত, মিমি, পায়েল এবং তনুশ্রী- চার টলি নায়িকাকে সঙ্গে নিয়ে একটি স্পেশ্যাল এপিসোড শুট করলেন রচনা।
‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে মিমিকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন রচনা। তিনি জানতে চান, কবে নাগাদ বিয়ে করছেন মিমি?
মিমির হয়ে এই প্রশ্নের জবাব দেন তাঁর প্রিয় বন্ধু নুসরত। এমনকি মিমির কেমন পাত্র পছন্দ তাও ফাঁস করে দেন প্রিয় বান্ধবী নুসরত।
পায়েল এবং তনুশ্রীকেও অন্য মেজাজে পাওয়া যাবে এই শো-তে।
‘দিদি নম্বর ওয়ান’-এর অন্যরকম মেজাজ আনতে কাঞ্চন মল্লিকের পারফরম্যান্স থাকেই। এই স্পেশ্যাল এপিসোডেও থাকবে কাঞ্চনের পারফরম্যান্স।
পিকনিকের মেজাজে গেম শো-তে অংশ নিয়েছেন নায়িকারা। ছবির কাজ এবং রাজনীতি নিয়ে ব্যস্ত মিমি, নুসরতকে এভাবে অনেক দিন পরে দেখবেন দর্শক।
আগামী শুক্রবার জি বাংলার পর্দায় দেখা যাবে এই স্পেশ্যাল শো। তার আগাম ঝলক দেখুন ছবিতে।