Uttarakhand: অ্যাডভেঞ্চার ভালবাসেন? উত্তরাখণ্ড আপনাকে দিচ্ছে বরফের মধ্যে ট্রেকিং করার সুযোগ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 10, 2021 | 7:50 AM

ঘন জঙ্গল, দুর্গম পাহাড়, ঝর্ণা, নদী, পাহাড়ি গ্রাম, সূর্যাস্ত, অজানা গন্তব্য সঙ্গে বন্যপ্রাণীর ভয়- সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় ট্রেকিং। আর যদি বরফের মধ্যে ট্রেক করতে হয় তখন এই অভিজ্ঞতাই হয়ে যায় দ্বিগুণ। আপনিও যদি বরফের মধ্যে ট্রেক করতে চান, বেছে নিন উত্তরাখণ্ডের এই জায়গাগুলির মধ্যে একটিকে।

1 / 5
নাগ তিব্বা ট্রেক: উত্তরাখণ্ডের গাড়োয়ালের কোলে ট্রেক করতে চাইলে বেছে নিন এই রুটকে। ৯৯১৫ ফুট উচ্চতায় অবস্থিত নাগ তিব্বা।

নাগ তিব্বা ট্রেক: উত্তরাখণ্ডের গাড়োয়ালের কোলে ট্রেক করতে চাইলে বেছে নিন এই রুটকে। ৯৯১৫ ফুট উচ্চতায় অবস্থিত নাগ তিব্বা।

2 / 5
চোপতা-তুঙ্গনাথ-চন্দ্রশিলা: এই রুটে ট্রেক করতে গেলে আপনি নন্দাদেবী, ত্রিশূল ও চৌখাম্বা ও কেদারের দৃশ্য দেখতে পাবেন। এই ট্রেকিং রুটের উচ্চতা ১৩,১২৩ ফুট।

চোপতা-তুঙ্গনাথ-চন্দ্রশিলা: এই রুটে ট্রেক করতে গেলে আপনি নন্দাদেবী, ত্রিশূল ও চৌখাম্বা ও কেদারের দৃশ্য দেখতে পাবেন। এই ট্রেকিং রুটের উচ্চতা ১৩,১২৩ ফুট।

3 / 5
দয়রা-বুগিয়াল: উত্তরাখণ্ডের আরেকটি জনপ্রিয় ট্রেকিং রুট হল দয়রা বুগিয়াল। এই ট্রেকিং রুটের উচ্চতা হল ১২৩০৩ ফুট।

দয়রা-বুগিয়াল: উত্তরাখণ্ডের আরেকটি জনপ্রিয় ট্রেকিং রুট হল দয়রা বুগিয়াল। এই ট্রেকিং রুটের উচ্চতা হল ১২৩০৩ ফুট।

4 / 5
কুয়ারি পাস: ১৩৯৯০ ফুট উচ্চতায় অবস্থিত কুয়ারি পাস। এই ট্রেকিং রুটেও আপনাকে হাঁটতে হবে বরফের মধ্য দিয়ে।

কুয়ারি পাস: ১৩৯৯০ ফুট উচ্চতায় অবস্থিত কুয়ারি পাস। এই ট্রেকিং রুটেও আপনাকে হাঁটতে হবে বরফের মধ্য দিয়ে।

5 / 5
হার-কি-দুন: পাইন বনের মধ্যে দিয়ে বরফের ওপর ট্রেক করতে চাইলে বেছে নিন এই রুটটিকে। এই রুটে আপনাকে ৩ হাজার বছর পুরনো গ্রামের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।

হার-কি-দুন: পাইন বনের মধ্যে দিয়ে বরফের ওপর ট্রেক করতে চাইলে বেছে নিন এই রুটটিকে। এই রুটে আপনাকে ৩ হাজার বছর পুরনো গ্রামের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।

Next Photo Gallery