Uttarakhand: অ্যাডভেঞ্চার ভালবাসেন? উত্তরাখণ্ড আপনাকে দিচ্ছে বরফের মধ্যে ট্রেকিং করার সুযোগ
ঘন জঙ্গল, দুর্গম পাহাড়, ঝর্ণা, নদী, পাহাড়ি গ্রাম, সূর্যাস্ত, অজানা গন্তব্য সঙ্গে বন্যপ্রাণীর ভয়- সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় ট্রেকিং। আর যদি বরফের মধ্যে ট্রেক করতে হয় তখন এই অভিজ্ঞতাই হয়ে যায় দ্বিগুণ। আপনিও যদি বরফের মধ্যে ট্রেক করতে চান, বেছে নিন উত্তরাখণ্ডের এই জায়গাগুলির মধ্যে একটিকে।