আসছে বিগবসের ১৬ তম সিজন। সেই সিজন ঘিরে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে এই সিজনে নাকি প্রতিযোগী হিসেবে থাকতে পারেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। আরও শোনা গিয়েছিল, এই সিজনে নাকি পারিশ্রমিক অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছেন সলমন খান। কিন্তু সত্যিটা কী?
শোনা গিয়েছিল এবারে নাকি পারিশ্রমিক বাড়িয়ে ১০০০ কোটি টাকা করে দিয়েছেন বলিউডের ভাইজান। শোনা গিয়েছিল প্রতি এপিসোডের জন্য নাকি প্রায় ৪৪ কোটি টাকা নেবেন তিনি।
কিন্তু সত্যিটা কী? সাম্প্রতিক সূত্র বলছে মোটেও ১০০০ কোটি নয়। বরং গত বারের তুলনায় এবারে তাঁর পারিশ্রমিক নাকি কমতে চলেছে।
গত বার ভাইজানের পারিশ্রমিক ছিল মোট ৩৫০ কোটি টাকা। এবার নাকি নিতে চলেছেন তার থেকে কমই।
কেন কমিয়ে দিলেন পারিশ্রমিক? বলিউডের সাম্প্রতিক ফ্লপই কি তার কারণ? সলমন বা বিগবস টিম কিন্তু এখনও পর্যন্ত এই গোটা বিষয় নিয়েই একেবারে নিরুত্তর।