পুজো শেষ। মিষ্টিমুখ, প্রণাম, কোলাকুলিতে চলছে বিজয়া। এখন আবার বিজয়ার শুভেচ্ছা ভার্চুয়ালও বটে। কিন্তু আড্ডা ছাড়া কি বিজয়ার বৈঠক জমে? তাই বিজয়ার আড্ডায় মাতবেন জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের শিল্পীরা।
সঞ্চালনার দায়িত্বে থাকবেন দিতিপ্রিয়া রায় এবং ইশা সাহা। গান, নাচ, বিভিন্ন রকম খেলায় জমে যাবে বৈঠকী আড্ডা।
বিজয়ার আড্ডায় যেমন যে কোনও পরিবারে বিভিন্ন সদস্যের সঙ্গে দেখা হয়, এ আড্ডাও তার ব্যতিক্রম নয়। একে অন্যের খোঁজ নেওয়া থেকে লেগপুলিং, বাদ যাবে না কিছুই।
মিঠাই, কড়ি খেলা, রানি রাসমণি, অপরাজিতা অপু, আমাদের এই পথ যদি না শেষ হয়, যমুনা ঢাকি, উমা-র মতো বিভিন্ন ধারাবাহিকের একঝাঁক শিল্পীকে নিয়ে এই আড্ডা আগামী ২৪ অক্টোবর দুপুর তিনটেয় টেলিভিশনের পর্দায় দেখবেন দর্শক।
জোজো, অনীক, অনুষ্কা, অর্কদীপ, অঙ্কিতা, জ্যোতির মতো প্রবীণ এবং নবীন শিল্পীরা গান শোনাবেন বিজয়ার বৈঠকে।
ধারাবাহিকের পর্দায় আপনি প্রতিদিন শিল্পীদের যে ভাবে দেখেন, বিজয়ার আড্ডায় একেবারে ভিন্ন রূপে দেখতে পাবেন তাঁদের।
বহু তারকার অজানা কিছু গুণ প্রকাশ পাবে বিজয়ার বৈঠকেই।