Bangla News Photo gallery Bipasha Base announced her pregnancy with a photo shoot with Karan singh grover, , before her several actresses have shared the news in a glamorous way
Glamorous Pregnancy Announcements: বিপাশা-আলিয়ার মতো অনেক নায়িকাই মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনবভাবে
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Aug 17, 2022 | 4:29 PM
Glamorous Pregnancy Announcements: বিপাশা অবশেষে করণের সঙ্গে ফটোশুট করে দিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এর আগেও অনেক নায়িকাই তাঁদের জীবনের অন্যতম আনন্দের খবর দিয়েছেন অভিনব ভাবে।
1 / 7
অভিনেত্রী বিপাশা বসু তাঁর ইনস্টাগ্রামে গর্ভাবস্থার খবর শেয়ার করেছেন। ডিভা সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন যাতে তাঁকে তাঁর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে পোজ দিতে দেখা যায়। যদিও বেশ কিছুদিন ধরেই তাঁদের জীবনের খুশির খবর নিয়ে চলছিল জল্পনা, তবে এবার এই ছবিগুলো মধ্যে দিয়ে তাতে শিলমোহর পড়ল। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে, সবাই দম্পতিকে অভিনন্দন জানাচ্ছে। এবার দেখা যাক, এর আগে অন্যান্য বলিউড ডিভা যাঁরা তাঁদের অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করে ইন্টারনেটে ভাইরাল হয়েছেন।
2 / 7
আলিয়া ভাট এবং রণবীর কাপুর তাঁদের অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা করেছেন খুবই অভিনয় ভাবে। তাঁরা কোনও ফটোশুট করেননি, বরং হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছিল তাঁরা তাঁদের সোনোগ্রাফি মেশিনের দিকে তাকিয়ে আছেন। সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি।
3 / 7
দিয়া মির্জার অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণাটি ছিল খুব সুন্দর। বেবি বাম্পকে জড়িয়ে ধরে দিয়া মির্জা মালদ্বীপে তাঁর ছুটির একটি ছবি শেয়ার করেন এবং সকলকে জানিয়ে দেন যে তিনি শীঘ্রই মাতৃত্বের আনন্দ গ্রহণ করতে চলেছেন।
4 / 7
সোনম কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণাটি এখন পর্যন্ত সবচেয়ে সুন্দরের মধ্যে রয়েছে। তাঁর বেবি বাম্প কয়েকটি কালো-সাদা ছবি শেয়ার করে করেছিলেন। তাঁকে স্বামী আনন্দ আহুজার সঙ্গে পোজ দিতে দেখা যায় যখন তিনি একটি কালো বডিস্যুট পরেছিলেন। ছবিগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
5 / 7
নববর্ষে কাজল আগরওয়াল এবং স্বামী গৌতম কিচলু তাঁদের জীবনে প্রথম সন্তান আসার খবরটি ভাগ করেছিলেন। একটি স্ট্র্যাপি পোষাক পরে কাজল তাঁর সুন্দর ছোট্ট বেবি বাম্পটি দেখিয়েছিলেন।
6 / 7
অনুষ্কা শর্মা একটি সুন্দর কালো পোলকা ডট পোশাকে তাঁর বেবি বাম্প দেখিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন। স্বামী বিরাট কোহলি তাঁকে পিছনে জড়িয়ে দাঁড়িয়েছিলেন। ভক্তরা তাঁর সহজ কিন্তু সুন্দরভাবে দেওয়া এই খবর পছন্দ করেছিলেন।
7 / 7
নেহা ধুপিয়ার দ্বিতীয় অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছিল গ্ল্যামারে ভরা। অঙ্গদ বেদি এবং কন্যা মেহের তাঁর গ্ল্যামারাস অন্তঃসত্ত্বা ফটোশুটের অংশ ছিল যা তাঁর গর্ভাবস্থার গুজব নিশ্চিত করেছিল।