CWG 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ‘পদক কাহন’

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 23, 2022 | 8:00 AM

Commonwealth Games 2022: শিয়রে কড়া নাড়ছে বার্মিংহ্যাম কমনওয়েলথে গেমস। ক্রীড়াপ্রেমীরা প্রহর গুনছেন এই মেগা ইভেন্ট দেখার জন্য। ১১ দিন ধরে মোট ২৮৬টি বিভাগের প্রতিযোগিতা হবে। এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক। এ বারের কমনওয়েলথের নজরকাড়া পদক দেখে নিন ছবিতে...

1 / 5
শিয়রে কড়া নাড়ছে বার্মিংহ্যাম কমনওয়েলথে গেমস। ক্রীড়াপ্রেমীরা প্রহর গুনছেন এই মেগা ইভেন্ট দেখার জন্য। ১১ দিন ধরে মোট ২৮৬টি বিভাগের প্রতিযোগিতা হবে। এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

শিয়রে কড়া নাড়ছে বার্মিংহ্যাম কমনওয়েলথে গেমস। ক্রীড়াপ্রেমীরা প্রহর গুনছেন এই মেগা ইভেন্ট দেখার জন্য। ১১ দিন ধরে মোট ২৮৬টি বিভাগের প্রতিযোগিতা হবে। এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

2 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পদকের ডিজাইনের জন্য একটি প্রতিযোগিতা হয়েছিল। বার্মিংহ্যামের স্কুল অব জুয়েলারির এক মহিলা টিম তাতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের তিন স্টুডেন্ট অ্যাম্বার অ্যালিস, ফ্রান্সেসকা উইলকক্স এবং ক্যাটারিনা রড্রিগেস কাইরো এ বারের কমনওয়েলথের পদক বানিয়েছেন। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পদকের ডিজাইনের জন্য একটি প্রতিযোগিতা হয়েছিল। বার্মিংহ্যামের স্কুল অব জুয়েলারির এক মহিলা টিম তাতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের তিন স্টুডেন্ট অ্যাম্বার অ্যালিস, ফ্রান্সেসকা উইলকক্স এবং ক্যাটারিনা রড্রিগেস কাইরো এ বারের কমনওয়েলথের পদক বানিয়েছেন। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

3 / 5
সিডব্লিউজি-২০২২ এর পদকের ডিজাইনাররা কমনওয়েলথের লক্ষ্যে পৌঁছানোর জন্য ক্রীড়াবিদরা যে পথ পেরিয়ে এসেছেন সেখান থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

সিডব্লিউজি-২০২২ এর পদকের ডিজাইনাররা কমনওয়েলথের লক্ষ্যে পৌঁছানোর জন্য ক্রীড়াবিদরা যে পথ পেরিয়ে এসেছেন সেখান থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

4 / 5
নজরকাড়া পদক তো থাকছেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। পাশাপাশি পদকের বক্সেও থাকছে অভিনবত্বের ছোঁয়া। সিডব্লিউজি-২০২২ এর পদকের বক্সে থাকছে আয়োজক দেশের মানচিত্রের ছাপও। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

নজরকাড়া পদক তো থাকছেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। পাশাপাশি পদকের বক্সেও থাকছে অভিনবত্বের ছোঁয়া। সিডব্লিউজি-২০২২ এর পদকের বক্সে থাকছে আয়োজক দেশের মানচিত্রের ছাপও। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

5 / 5
এ বারের কমনওয়েলথ গেমসে মোট ১৮৭৫টি পদক দেওয়া হবে ২৮৩টি পদক ইভেন্টে। এই প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে পুরুষদের (১৩৪) তুলনায় মহিলাদের (১৩৬) বেশি পদক ইভেন্ট হবে। বাকি ১৩টি পদক দেওয়া হবে মিক্সড ইভেন্টে। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

এ বারের কমনওয়েলথ গেমসে মোট ১৮৭৫টি পদক দেওয়া হবে ২৮৩টি পদক ইভেন্টে। এই প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে পুরুষদের (১৩৪) তুলনায় মহিলাদের (১৩৬) বেশি পদক ইভেন্ট হবে। বাকি ১৩টি পদক দেওয়া হবে মিক্সড ইভেন্টে। (ছবি-কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

Next Photo Gallery