Bishan Singh Bedi’s Birthday: ৭৫ এ পা দিলেন বিষেণ সিং বেদী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 25, 2021 | 6:51 PM

ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদী (Bishan Singh Bedi) আজ ৭৫ এ পা দিলেন। পুরো ক্রিকেট কেরিয়ার জুড়ে তিনি তাঁর দুরন্ত বোলিং অ্যাকশনের পাশাপাশি স্পষ্টভাষী আচরণ ও স্পষ্ট মতামতের জন্য বিশেষ ভাবে পরিচিত ছিলেন। তাঁর ৭৫তম জন্মদিনে তাঁকে নিয়ে 'দ্য সর্দার অব স্পিন' নামের একটি বই প্রকাশিত হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি নিজেও।

1 / 4
আজ ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদীর ৭৫ তম জন্মদিন। (সৌজন্যে-টুইটার)

আজ ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদীর ৭৫ তম জন্মদিন। (সৌজন্যে-টুইটার)

2 / 4
তাঁর ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁর ক্রিকেট কেরিয়ারের ওপর নির্ভর একটি বই প্রকাশিত হয়েছে।(সৌজন্যে-টুইটার)

তাঁর ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁর ক্রিকেট কেরিয়ারের ওপর নির্ভর একটি বই প্রকাশিত হয়েছে।(সৌজন্যে-টুইটার)

3 / 4
বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন বিষেণ সিং বেদী। কাটলেন কেকও।(সৌজন্যে-টুইটার)

বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন বিষেণ সিং বেদী। কাটলেন কেকও।(সৌজন্যে-টুইটার)

4 / 4
ভারতের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ৩৭০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৬০টি উইকেট পেয়েছিলেন তিনি। (সৌজন্যে-টুইটার)

ভারতের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ৩৭০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৬০টি উইকেট পেয়েছিলেন তিনি। (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery