‘পরিবর্তনের’ রথ ছুটবে নাড্ডার হাত ধরে, দেখুন যাত্রা শুরুর আগের প্রস্তুতি
লোকসভা ভোটের সময়ও একই ভাবে রথ বের করার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। তবে সেবার প্রশাসনিক বাধার মুখোমুখি হয়ে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। এবার অনুমতি দেওয়া নিয়ে সুর নরম থেকেছে রাজ্য প্রশাসনের।
নীল বাড়ি দখলের লক্ষ্যে নদিয়ার নবদ্বীপ থেকে বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এ বাদেও একাধিক জেলা থেকে মোট পাঁচটি রথ বের করা হবে।