Sea Beaches: ব্লু ফ্ল্যাগ পাওয়া এই সমুদ্র সৈকতগুলিতে না গেলেই নয়…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 06, 2021 | 10:23 AM
সমুদ্র সৈকতে ভ্রমণের মতো বিলাসিতা খুব কম জায়গাতেই পাওয়া যায়। আমরা সব সময় অল্প ছুটি কাটানোর সুযোগ পেলেই সমুদ্র ঘুরে আসতে চেয়ে থাকি। এখানে ব্লু ফ্ল্যাগ পাওয়া কিছু সমুদ্র সৈকতের কথা বলা হল...
1 / 6
গোল্ডেন বিচ (ওড়িশা): পুরী এই বিচ ওরফে গোল্ডেন বিচ ওড়িশায় অবস্থিত। পুরীর বিচ বার্ষিক ফেস্টিভ্যালের জন্য সবচেয়ে বেশি পরিচিত। পুরস্কারপ্রাপ্ত বালি শিল্পী সুদর্শন পট্টনায়েকের কাজের পাশাপাশি বালু শিল্প প্রদর্শনীও আয়োজন করা হয়। এই বিচকে গত বছর ব্লু ফ্ল্যাগ ট্যাগ দেওয়া হয়েছিল।
2 / 6
শিবরাজপুর সৈকত (গুজরাট): দ্বারকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত শিবরাজপুর সৈকত হাঁটার জন্য আদর্শ। ব্লু ফ্ল্যাগ পাওয়া এই সমুদ্র সৈকতটি পরিবার এবং বাচ্চাদের সঙ্গে উইকেন্ড ট্রিপের জন্য সেরা জায়গা। আপনি এখানে ডলফিন বা কিছু সুন্দর পাখিও দেখতে পাবেন।
3 / 6
কপ্পাড় সৈকত (কেরালা): আপনি যদি কোঝিকোডে যান, তাহলে শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত কপ্পাড় সমুদ্র সৈকতে না গিয়ে ফিরে আসা অসম্ভব। এটা বিশ্বাস করা হয় যে ৫০০ বছরেরও আগে, ১৪৯৮ সালে, ভাস্কো-ডা-গামার নেতৃত্বে ১৭০ জন পুরুষ প্রথম কেরালার এই তীরে পা রাখেন।
4 / 6
পাদুবিদ্রি সৈকত (কর্ণাটক): পাদুবিদ্রি সৈকত কর্ণাটকের উডুপি জেলায় অবস্থিত। শান্ত সমুদ্রতীরে মজা করার পাশপাশি অনেক অ্যাডভেঞ্চারের সুযোগও রয়েছে এখানে।
5 / 6
ঘোঘলা সৈকত (দিউ): ঘোঘলা সমুদ্র সৈকত দিউ থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি এই কেন্দ্রশাসিত অঞ্চলের বৃহত্তম সৈকত। এতে সারা বছর সোনালি বালি এবং স্বচ্ছ জল থাকে। ঘোঘলাতে আর্গোনোমিক্যালি ডিজাইন করা বায়ো-টয়লেট ব্লক, চেঞ্জিং রুম এবং বিনোদনমূলক সুবিধা যেমন একটি উন্মুক্ত জিমনেসিয়াম এবং শিশুদের জন্য পার্ক ইত্যাদি রয়েছে।
6 / 6
রাধানগর সৈকত (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ): রাধানগর সৈকত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাভলক দ্বীপের অন্যতম বিখ্যাত আকর্ষণ। ২০০৪ সালে টাইম ম্যাগাজিন এটিকে এশিয়ার সেরা সমুদ্র সৈকত এবং বিশ্বের সপ্তম সেরা সমুদ্র সৈকতের নাম দিয়েছে।