AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tiger Shroff-Ranjan Dutta: রঞ্জন দত্তের ছায়া টাইগার শ্রফের জীবনে, কে ইনি?  জেনে নেওয়া যাক তাঁর সঙ্গে অভিনেতার সম্পর্ক

Tiger Shroff-Ranjan Dutta: ‘ওয়ার’ ছবিতে টাইগার শ্রফ একজন যোদ্ধা। বাস্তব জীবনেও একজন যোদ্ধার রক্ত রয়েছে তাঁর শরীরে। যা নিয়ে তিনি গর্বও করেন। নানা সাক্ষাৎকারে সেই কথা জ্যাকি পুত্র ভাগও করেছেন।

| Edited By: | Updated on: Jul 11, 2022 | 9:23 AM
Share
1.	টাইগার শ্রফের ধমনীতে দেশত্মোবোধ রয়েছে। সম্প্রতি তাঁর মা আয়েষা শ্রফ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করেন। যেখানে দেখা যায় তাঁর বাবা রঞ্জন দত্তের কিছু পুরনো ছবি। ছবিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের। রঞ্জন দত্ত সেই যুদ্ধে দেশের প্রতিনিধিত্ব করেন। তিনি ছিলেন পাইলট।

1. টাইগার শ্রফের ধমনীতে দেশত্মোবোধ রয়েছে। সম্প্রতি তাঁর মা আয়েষা শ্রফ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করেন। যেখানে দেখা যায় তাঁর বাবা রঞ্জন দত্তের কিছু পুরনো ছবি। ছবিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের। রঞ্জন দত্ত সেই যুদ্ধে দেশের প্রতিনিধিত্ব করেন। তিনি ছিলেন পাইলট।

1 / 6
আয়েশা শ্রফ তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, “টাইগারের দাদু টাইগার মথস ওড়ানোর প্রশিক্ষণ নিচ্ছেন। আমার অনুমান যে তিনি ১৮ বা ১৯ বছর বয়সী ছিলেন যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিলেন। সত্যিকারের দৃঢ়তা এবং বীরত্ব। তাঁর ভারত তাঁর সাহসিকতার জন্য সজ্জিত। আমি তাঁর মেয়ে হতে পেরে গর্বিত। জয় হিন্দ।"

আয়েশা শ্রফ তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, “টাইগারের দাদু টাইগার মথস ওড়ানোর প্রশিক্ষণ নিচ্ছেন। আমার অনুমান যে তিনি ১৮ বা ১৯ বছর বয়সী ছিলেন যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিলেন। সত্যিকারের দৃঢ়তা এবং বীরত্ব। তাঁর ভারত তাঁর সাহসিকতার জন্য সজ্জিত। আমি তাঁর মেয়ে হতে পেরে গর্বিত। জয় হিন্দ।"

2 / 6
সাদা-কালো ছবিতে আয়েশার বাবা রঞ্জন দত্তকে তাঁর সহযোদ্ধা পাইলটদের সঙ্গে দেখা যাচ্ছে। শ্রফ ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গে সিনেমার অনেক বন্ধু এবং অনুরাগীরা বার্তা সহ পোস্টে মন্তব্য করেছেন।

সাদা-কালো ছবিতে আয়েশার বাবা রঞ্জন দত্তকে তাঁর সহযোদ্ধা পাইলটদের সঙ্গে দেখা যাচ্ছে। শ্রফ ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গে সিনেমার অনেক বন্ধু এবং অনুরাগীরা বার্তা সহ পোস্টে মন্তব্য করেছেন।

3 / 6
এই ছবিগুলো পোস্ট করার কয়েক সপ্তাহ আগে ফাদারস ডে-তে আয়েশা শ্রফ তাঁর বাবাকে স্মরণ করেছিলেন এবং তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, "এই দিনে আমার বাবাকে স্মরণ করছি। আমার মনে হয় আমি অবশ্যই তাঁর কিছু সাহসিকতা উত্তরাধিকারসূত্রে পেয়েছি!!

এই ছবিগুলো পোস্ট করার কয়েক সপ্তাহ আগে ফাদারস ডে-তে আয়েশা শ্রফ তাঁর বাবাকে স্মরণ করেছিলেন এবং তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, "এই দিনে আমার বাবাকে স্মরণ করছি। আমার মনে হয় আমি অবশ্যই তাঁর কিছু সাহসিকতা উত্তরাধিকারসূত্রে পেয়েছি!!

4 / 6
টাইগার শ্রফ আরবাজ খানের সেলিব্রিটি টক শো পিঞ্চ-এ তাঁর শিকড় নিয়ে গর্বিত হওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “আমার বাবার (জ্যাকি শ্রফ) বাবা গুজরাটি, আর আমার বাবার মা তুর্কমেনিস্তানি, একজন মঙ্গোলিয়ান-চীনা, একজন মুসলিম। আমার মায়ের মা ফ্রেঞ্চ, এবং মায়ের বাবা বাঙালি, তাই আমি অনেক কিছুর মিশ্রণ, আমি জানি না এটি আমাকে কী করে তোলে”।

টাইগার শ্রফ আরবাজ খানের সেলিব্রিটি টক শো পিঞ্চ-এ তাঁর শিকড় নিয়ে গর্বিত হওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “আমার বাবার (জ্যাকি শ্রফ) বাবা গুজরাটি, আর আমার বাবার মা তুর্কমেনিস্তানি, একজন মঙ্গোলিয়ান-চীনা, একজন মুসলিম। আমার মায়ের মা ফ্রেঞ্চ, এবং মায়ের বাবা বাঙালি, তাই আমি অনেক কিছুর মিশ্রণ, আমি জানি না এটি আমাকে কী করে তোলে”।

5 / 6
টাইগার কাজ করছেন বিকাশ বহেলের ‘গণপথ’ ছবিতে। ২৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিতে তাঁর নায়িকা কৃতি শ্যানন।

টাইগার কাজ করছেন বিকাশ বহেলের ‘গণপথ’ ছবিতে। ২৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিতে তাঁর নায়িকা কৃতি শ্যানন।

6 / 6