AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

No Alcohol: জীবনে মদ্যপান করেননি এই ৬ বলি তারকা, তাঁদের জীবনধারা শিক্ষণীয়

Bollywood Actors: সুস্বাস্থ্যকেই করে তুলেছেন জীবনের ধ্রুবতারা। মদপান করেন না বিগ বি থেকে দীপিকা, কেউই...

| Edited By: | Updated on: Oct 29, 2022 | 12:40 PM
Share
ফলে তাঁকে এক ব্যক্তি উপদেশ দিয়েছিলেন ভিক্টোরিয়ার সামনে খুব কম টাকায় ফুচকা পাওয়া যায়। তা খেতেও ভীষণ সুস্বাদু। সেই জন্যই সারাদিন ফুচকাই একটা সময় ছিল তাঁর ভরসা।

ফলে তাঁকে এক ব্যক্তি উপদেশ দিয়েছিলেন ভিক্টোরিয়ার সামনে খুব কম টাকায় ফুচকা পাওয়া যায়। তা খেতেও ভীষণ সুস্বাদু। সেই জন্যই সারাদিন ফুচকাই একটা সময় ছিল তাঁর ভরসা।

1 / 6
শিল্পা শেট্টি - নিজে তো বটেই, চারপাশের সকলকে, এমনকী অনুরাগীদেরও সুস্থ জীবন কাটানোর পরামর্শ দেন শিল্পা। তিনি মদ্যপান করেন না এক্কেবারেই।

শিল্পা শেট্টি - নিজে তো বটেই, চারপাশের সকলকে, এমনকী অনুরাগীদেরও সুস্থ জীবন কাটানোর পরামর্শ দেন শিল্পা। তিনি মদ্যপান করেন না এক্কেবারেই।

2 / 6
সিদ্ধার্থ মালহোত্র - নিয়ন্ত্রণে জীবন কাটান সিদ্ধার্থ। ফিটনেস নিয়ে খুঁতখুঁতে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, তিনি নাকি মদ্যপান করেন না।

সিদ্ধার্থ মালহোত্র - নিয়ন্ত্রণে জীবন কাটান সিদ্ধার্থ। ফিটনেস নিয়ে খুঁতখুঁতে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, তিনি নাকি মদ্যপান করেন না।

3 / 6
জন আব্রাহাম - এমন এক অভিনেতা যিনি খাওয়াদাওয়াও করেন খুবই মেপে। জন সেই ব্যক্তি যিনি মনে করেন, মদ পান করলে জীবনে পিছিয়ে পড়তে হয়।

জন আব্রাহাম - এমন এক অভিনেতা যিনি খাওয়াদাওয়াও করেন খুবই মেপে। জন সেই ব্যক্তি যিনি মনে করেন, মদ পান করলে জীবনে পিছিয়ে পড়তে হয়।

4 / 6
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিকিউ অ্যাওয়ার্ড শো-এর লুক সামনে আনলেন এই স্টারজুটি। তারপর থেকেই শুরু চরম সমালোচনা। যথারীতি চেনা ছকেই এদিন ধরা দিয়েছিলেন রণবীর সিং, তবে পাশে দাঁড়িয়ে তাকা দীপিকাকে এবার আর পছন্দ হল না নেটদুনিয়ার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিকিউ অ্যাওয়ার্ড শো-এর লুক সামনে আনলেন এই স্টারজুটি। তারপর থেকেই শুরু চরম সমালোচনা। যথারীতি চেনা ছকেই এদিন ধরা দিয়েছিলেন রণবীর সিং, তবে পাশে দাঁড়িয়ে তাকা দীপিকাকে এবার আর পছন্দ হল না নেটদুনিয়ার।

5 / 6
No Alcohol: জীবনে মদ্যপান করেননি এই ৬ বলি তারকা, তাঁদের জীবনধারা শিক্ষণীয়

6 / 6