ফলে তাঁকে এক ব্যক্তি উপদেশ দিয়েছিলেন ভিক্টোরিয়ার সামনে খুব কম টাকায় ফুচকা পাওয়া যায়। তা খেতেও ভীষণ সুস্বাদু। সেই জন্যই সারাদিন ফুচকাই একটা সময় ছিল তাঁর ভরসা।
শিল্পা শেট্টি - নিজে তো বটেই, চারপাশের সকলকে, এমনকী অনুরাগীদেরও সুস্থ জীবন কাটানোর পরামর্শ দেন শিল্পা। তিনি মদ্যপান করেন না এক্কেবারেই।
সিদ্ধার্থ মালহোত্র - নিয়ন্ত্রণে জীবন কাটান সিদ্ধার্থ। ফিটনেস নিয়ে খুঁতখুঁতে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, তিনি নাকি মদ্যপান করেন না।
জন আব্রাহাম - এমন এক অভিনেতা যিনি খাওয়াদাওয়াও করেন খুবই মেপে। জন সেই ব্যক্তি যিনি মনে করেন, মদ পান করলে জীবনে পিছিয়ে পড়তে হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিকিউ অ্যাওয়ার্ড শো-এর লুক সামনে আনলেন এই স্টারজুটি। তারপর থেকেই শুরু চরম সমালোচনা। যথারীতি চেনা ছকেই এদিন ধরা দিয়েছিলেন রণবীর সিং, তবে পাশে দাঁড়িয়ে তাকা দীপিকাকে এবার আর পছন্দ হল না নেটদুনিয়ার।