জন আব্রাহাম ও বিপাশা বসু - এক সময় বলিউডের সেরা 'হট' কাপল ছিলেন বিপাশা বসু ও জন আব্রাহাম। চুটিয়ে প্রেম করছিলেন। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়, বলা ভাল তিক্ততা এসে যায়। এতটাই তিক্ত হয়ে যায় যে জনকে অস্বীকার করতে শুরু করেন বিপাশা। জনও বিপাশার নাম শুনলে তেলেবেগুনে রেগে যান। ফলে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা কিংবা নতুন প্রজেক্টে কাজ করা তাঁদের কাছে অতীত।
করিনা কাপুর খান ও বিপাশা বসু - বিপাশাকে কালো বিড়াল বলেছিলেন করিনা। তাঁর সঙ্গে পোশাক নিয়ে ঝামেলা হয় 'আজনবি' ছবির সেটে। সেই ঝামেলা হাতাহাতির রূপ নিতে-নিতে থেমে যায়। ১৭ বছর আগের কথা। তারপর থেকে প্রায় মুখ দেখাদেখি বন্ধ করিনা-বিপাশার।
ক্যাটরিনা কাইফ ও রণবীর সিং - সকলেই জানেন রণবীর কাপুরকে নিয়ে দীপিকা ও ক্যাটরিনার যুগ্ধ বহু পুরনো। কেউ কাউকে সহ্য করতে পারেন না। সেই কারণে স্ত্রী দীপিকাকে চটাবেন না বলে ক্যাটরিনার বিপরীতে কোনওদিনও কোনও ছবিতে সাইন করেননি রণবীর সিং।
রণবীর কাপুর ও অনুষ্কা শর্মা - 'বম্বে ভেলভেট' ও 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর ও অনুষ্কা শর্মা। ক্যামেরার এপারে তাঁরা দারুণ বন্ধু। কিন্তু অন-স্ক্রিন তাঁদের জুটি পরাজিত হয়েছে। সেই কারণেই দু'জনে সিদ্ধান্ত নিয়েছেন আর এরসঙ্গে কাজ করবেন না।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ - প্রেমিক-প্রেমিকা ছিলেন একটা সময়। ক্যাটরিনা মনে করেন এক্সের সঙ্গে তিনি আর সেই রোম্যান্স পর্দায় ফোটাতে পারবেন না। তাই তাঁদের আর কোনওদিনই পর্দায় দেখা যাবে না একে অপরের বিপরীতে।
রণবীর কাপুর ও সোনাক্ষী সিনহা - রণবীরের একটি মন্তব্য মন ভেঙেছে সোনাক্ষীর। রণবীর 'সোনা'কে বলেছেন তাঁকে নাকি পর্দায় রণবীরের চেয়ে অনেকটাই বয়স্ক দেখতে লাগে। যে কারণে কোনওদিন তিনি শত্রুঘ্ন-কন্যার সঙ্গে ছবিতে নায়ক-নায়িকা হিসেবে কাজ করতে চান না।
ভিকি কৌশল ও দীপিকা পাড়ুকোন - 'পদ্মাবত' ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ভিকি কৌশলকে কাস্ট করতে চেয়েছিলেন সঞ্জয় লীলা ভনসালী। কিন্তু দীপিকা সোজাসুজি জানিয়ে দিয়েছিলেন, তিনি A-লিস্টার অভিনেতা ছাড়া কাজ করবেন না। ভিকি সেই সময় নবাগত ছিলেন। পরিবর্তে নেওয়া হয়েছিল শাহিদ কাপুরকে।