TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 19, 2022 | 1:56 PM
দিশা পাটানি বলিউডের অন্যতম ফিট চেহারার অভিনেত্রী। দিনের বেশিরভাগ সময়ই তিনি জিমের মধ্যেই কাটান। রকমারি পোশাকে প্যাপারাৎজিদের সামনে ধরা দেন তিনি।
রাকুল প্রীত সিং বলিউডের এবং দক্ষিণী ছবিতে বেশ জনপ্রিয়। জিমের পোশাকে ফিট নায়িকা।
কারিশমা তান্না বলিউডের এই অভিনেত্রী টিস-এবং লেগিংসেই মানানসই। টিভি সিরিয়াল থেকে মডেলিং করতে দেখা যায় তাকে।
নীলম কোঠারি জিমে যেতে এবং শরীরচর্চায় সুস্থ থাকতে পছন্দ করেন। তাঁকে প্রায়শই রকমারি জিমের পোশাকে দেখতে পাওয়া যায়।
নেহা শর্মার বোন আয়শা শর্মা বলা যায় জিম ফ্রিক। নেহার সঙ্গেই প্রতিনিয়ত নিত্য নতুন পোশাকে দেখা যায় তাঁকে।
জাহ্নবী কাপুরের জিমে যাওয়ার ছবির সঙ্গে প্রায় সবাই পরিচিত। তাঁকে প্রতিদিনই জিমের পোশাকে দেখতে পাওয়া যায়।