Controversy: যৌনতায় নেই রাখঢাক, জীবনে ওয়ান নাইট স্ট্যান্ড-এর গোপন তথ্য প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন যে সেলেবরা
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 22, 2022 | 3:29 PM
Bollywood Gossip: যৌন সম্পর্ক নিয়ে কোনও লুকোচুরি না করেই নিজের জীবনের ওয়ান নাইট স্ট্যান্ড স্বীকার করে নিয়েছেন রণবীর থেকে ইমরান। জানুন তালিকায় রয়েছেন আর কারা!
1 / 6
রণবীর সিং- বিশ্বাস করতে অবাক লাগলেও এটাই সত্যি। একটা সময় রণবীর সিং পকেটে কন্ডোম নিয়ে ঘুরতেন। মহিলাদের প্রতি ছিল তাঁর বিশেষ আকর্ষণ। নিজেই জানিয়েছিলেন ওয়ান নাইট স্ট্যান্ডের কথা কফি উইথ করণে।
2 / 6
সানি লিওন- সানি লিওন ওয়ান নাইট স্ট্যান্ড শিরোনামে একটি ছবি করেছেন। সেই ছবির প্রচারে এসেই মুখ খোলেন তিনি। জানান, তিনি ব্যক্তিগতভাবে ওয়ান নাইট স্ট্যান্ডে অভিজ্ঞ।
3 / 6
ইমরান হাসমি- এই নামটা শুনে অনেকেই হয়তো চমকে যাবেন না। কারণ ইমরান বরাবরই তাঁর যৌন জীবন নিয়ে খোলামেলা উত্তর দিতে পছন্দ করেন। ইমরান জানান, এক সময় ওয়ান নাইট স্ট্যান্ডে তিনিও এগিয়েছিলেন। যদিও এখন তিনি একেবারে সাংসারিক মানুষ।
4 / 6
শার্লিন চোপড়া- শার্লিনের কাছে ওয়ান নাইট স্টান্ড হল প্যাশনেট লাভ। শার্লিন নিজেই জানান, প্রথম থেকে তিনি কোনও স্থায়ী সম্পর্কে যেতে চাননি। তাই ওয়ান নাইট স্ট্যান্ড তার কাছে ভীষণ সহজ বিষয় ছিল।
5 / 6
আদিত্য রায় কাপুর- আশিকি ২ স্টার আদিত্য রায় কাপুর নিজেই স্বীকার করে নিয়েছিলেন, যে ওয়ান নাইট স্ট্যান্ড প্রসঙ্গ তিনি কিছুই মনে করবেন না। তবে প্রকৃতই তিনি ব্যক্তি জীবনে তেমনটা করেছিলেন কি না, তা স্পষ্ট নয়।
6 / 6
কৃষ্ণা অভিষেক- ওয়ান নাইট স্ট্যান্ডই জীবনে এনে দিয়েছিল রোম্যান্স। এক রাতের জন্যই সাক্ষাৎ হয়েছিল তাঁর কাশ্মীরা শাহর সঙ্গে। তারপর থেকেই প্রেম। বর্তমানে তিনি অভিনেতার স্ত্রী।