TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Aug 20, 2021 | 6:28 AM
খ্যাতি হঠাৎ করেই আসেনি তাঁদের জীবনে। পার করতে হয়েছে দীর্ঘ পথ। এই দীর্ঘ পথে প্রেম এসেছে বারংবার। দেখে নেওয়া যাক, বলিউডের এমন কিছু অভিনেতাকে বিখ্যাত হওয়ার পরেই যাঁদের বিচ্ছেদ ঘটেছে পুরনো প্রেমের সঙ্গে।
এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন আলিয়া ভাট। তাঁর জীবনে প্রেম এসেছে বারেবারে। তাঁর প্রথম প্রেমিক আলি দাদারকার। স্কুলে একসঙ্গে পড়তেন তাঁরা। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মধ্যে দিয়ে আলিয়ার বলি ডেবিউ ঘটে। ওই ছবিতে একই সঙ্গে ডেবিউ হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার। ছবি মুক্তির পরেই সিদ্ধার্থ ও আলিয়ার প্রেমের কাহিনীতে তোলপাড় হয়ে ওঠে বলিউড। আলির অস্তিত্ব মুছে যায় আলিয়ার জীবন থেকে। যদিও পরবর্তীতে আলির সঙ্গে আলিয়াকে দেখা গেছে আবারও। তবে এবার শুধুই বন্ধু হিসেবে।
অর্জুন কাপুর ও অর্পিতা খানের প্রেমকাহিনী বলি ইণ্ডাস্ট্রিতে বহুল চর্চিত। অর্জুন যখন অর্পিতার প্রেমে পড়েন সে সময় বলিউডে পা দেননি অর্জুন। যদিও পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছিল তা আজও অজানা। অর্পিতা সম্পর্কে সলমন খানের বোন। এই মুহূর্তে তিনি অভিনেতা আয়ুষ শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁদের দুই সন্তানও রয়েছে। অন্যদিকে অর্জুন সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরার সঙ্গে। মালাইকা আবার সলমনের ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী।
দীপিকা-রণবীরের বিবাহিত জীবন সম্পর্কে ফ্যানেদের কৌতূহলের শেষ নেই। বলিউডে পা দেওয়ার পর রণবীরের নাম জড়িয়েছে অনুষ্কা শর্মার সঙ্গেও। কিন্তু কলেজে পড়ার সময় এই নায়কের প্রেমিকা ছিলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে অহনা দেওল। পরে যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
অহনা দেওলের সঙ্গে প্রেমের সঙ্গে ছিলেন বলিউডের আরও এক নায়ক। তিনি আদিত্য রায় কাপুর। শোনা যায় চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। সে প্রেমও টেঁকেনি। এই মুহূর্তে ব্যবসায়ী বৈভব বোহরার সঙ্গে বিবাহিত জীবন সুখেই কাটাচ্ছেন অহনা।
অভিনয়ের স্কুলে দেখা হয়েছিল দীপিকা ও নিহার পান্ড্যর। নেট ঘাঁটলে এখনও জ্বলজ্বল করে দুজনের ঘনিষ্ঠ ছবি। দুজনে লিভ ইন রিলেশনেও ছিলেন। হিমেশ রেশমিয়ার অ্যালবাম আপ কা সুরুরে দুজনকে দুটি আলাদা গানে দেখাও গিয়েছিল। কিন্তু দীপিকা যত বলিউডে প্রতিষ্ঠা পেতে থাকেন ততই তাঁদের মধ্যে জোরদার হয় ফাটল। বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দীপিকা। নীহারও ২০১৯ সালে বিয়ে করেন জনপ্রিয় গায়িকা নীতি মোহনকে। তাঁদের এক সন্তানও রয়েছে।
শোনা যায় মিস ওয়ার্ল্ড হওয়ার পরেই নাকি তখনকার প্রেমিক অসীম মার্চেন্টের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় প্রিয়াঙ্কা চোপড়ার। পরবর্তীতে অসীম চেয়েছিলেন প্রিয়াঙ্কার জীবনী নিয়ে বায়োপিক বানাবেন। কিন্তু অভিনেত্রী তাঁকে আইনি নোটিস ধরান। অতীতকে পিছনে ফেলেই ২০১৮ সালে পপ গায়ক নিক জোনাস কে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বর্তমানে সুখেই রয়েছেন তাঁরা।