TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Nov 25, 2022 | 3:18 PM
পর্দায় রোম্যান্টিক দৃশ্য নতুন কিছুই নয়। কিন্তু বাস্তবজীবনে লজ্জা না পেয়ে সত্যি-সত্যিই নিজের অর্ধাঙ্গিনীকে চুম্বনে ভরিয়ে দিয়েছেন কিছু রিয়েল লাইফ যুগল। সেই তালিকায় আছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের দিন আলিয়াকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন রণবীর।
সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার দু'জনেই আবেগ ঘন ছবি পোস্ট করেন। তাঁদের উষ্ণ চুম্বনের ছবিও ভাইরাল।
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জীবন খোলা পাতার মতো। রণবীরের নিউড ফটোশুট থেকে স্ত্রী দীপিকার ঠোঁটে চুমু... ভাইরাল গোটাটাই।
বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারের পিডিএ (প্রকাশ্যে আদর) ছবি আগেও ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে তাঁদের লিপ কিসের ছবিও।
প্রিয়াঙ্কা চোপড়ার হলিউডি স্বামী নিক জোনাসের সঙ্গে ঠোঁটে চুম্বনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। লজ্জা পাননি কেউই।
বউকে খুবই ভালবাসেন শাহিদ কাপুর। তাঁর ও স্ত্রী মীরা রাজপুতের ভিডিয়ো ভাইরাল হয়েছে পূর্বে।