দেখুন ছবি: বলিউডের ‘নামকরা’ পরিচালকরা কীভাবে শুরু করেছিলেন কেরিয়ার?
TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী
Jul 10, 2021 | 1:23 PM
Bollywood Directors: বলিউডে এ যেন এক চিরাচরিত সত্য! বেশিরভাগ অভিনেতা সাধারণত অভিনয় জগতে পা রাখার আগে বিভিন্ন পেশায় নিজেদের কেরিয়ার শুরু করেন। শুধু অভিনেতা কেন পরিচালকরা যে একেবারে পরিচালকের চেয়ারে বসে পড়েছেন তা কিন্তু নয়। স্ক্রিপ্ট রাইটিং, সম্পাদনা এবং কখনও কখনও এমনকি অভিনয়ও করেছেন বহু ফিল্মে। জেনে নিন তেমন ৭ পরিচালকের গল্প...
1 / 7
অনুরাগ বসু একজন পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক। তিনি টেলিভিশনে পরিচালনার মাধ্যমে জীবন শুরু করেছিলেন। তারপর ২০০২ সালে আস্তে আস্তে ফিল্মের পরিচালনায় চলে আসেন। ‘লাইফ ইন এ মেট্রো’, ‘কাইটস’, ‘গ্যাংস্টার’ এবং ‘মার্ডার’-এর মতো ছবি পরিচালনা করে সাফল্য অর্জন করেছিলেন। তবে, ‘আই অ্যাম’ ছবিতে একজন বাঙালি ডাক্তারের ভূমিকায় অভিনয়ও করেন তিনি।
2 / 7
‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর মতো কাল্ট ফিল্ম পরিচালনার জন্য পরিচিত অনুরাগ কাশ্যপ। তিনি লেখালেখি, সম্পাদনা, প্রযোজনা, এমনকি অভিনয়তেও নিজের ছোঁয়া রেখছেন। অনুরাগ কাশ্যপ ‘শাগরিদ’, ‘আকিরা’, এবং ‘ইমাইক্কা নডিগাল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
3 / 7
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘গালি বয়’-এর মতো মাস্টারপিস পরিচালনা করার জন্য পরিচিত জো়য়া আখতার। মীরা নাইয়ার, টোনি গারবার এবং দেব বেনেগালের মতো পরিচালকদের সহকারী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন জো়য়া। মীরা নাইয়ারের ‘কাম সূত্র: এ টেল অফ লাভ’ ছবিতে অভিনয়ও করেছেন জো়য়া।
4 / 7
পূজা ভাট তাঁর বাবা মহেশ ভট্টের সঙ্গে পরিচালনার কাজ করেছেন একাধিক ছবিতে । তবে তিনি তাঁর অভিনয় কেরিয়ারের জন্যও যথেষ্ট খ্যাতি লাভ করেছেন। বাস্তবে তিনি একজন সফল পরিচালক। কিন্তু তার আগে তিনি ‘জ়খম’ ও ‘চাহাত’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন।
5 / 7
করণ জোহর একজন ভারতীয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, পোশাক ডিজাইনারও। তাঁর পরিচালিত কয়েকটি ছবিতে তিনি মজাদার ক্যামিওর জন্যও বিখ্যাত। ২০১৫ সালে, ‘বোম্বে ভেলভেট’ ছবিতে তিনি একটি পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেন।
6 / 7
ফারাহ খান একজন পরিচালক, প্রযোজক এবং কোরিওগ্রাফার হিসাবে খ্যাতি পেয়েছেন। তিনি একাধিক বলিউড ছবিতে কোরিওগ্রাফি করেছেন। এবং তার জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিত। আবার তিনি বোম্মান ইরানির সঙ্গে ‘শিরিন ফরহাদ কি তো নিকল পড়ি’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউও করেন। কিন্তু সে ছবির ভাল ফল করতে পারেনি।
7 / 7
পরিচালক, প্রযোজক এবং লেখক তিনি। কুনাল কোহলি ‘হম তুম’ ও ‘ফানা’র মতো ফিল্ম পরিচালনার জন্য পরিচিত লাভ করেন। ২০১৫ সালে, তিনি জেনিফার উইগেটের সঙ্গে ‘ফির সে’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। ফিল্মটি দিনের আলো না দেখলেও এখন ওটিটি প্ল্যাটফর্মে উপলব্ধ।