Bollywood Movie Controversies: বিতর্ক এড়াতে নাম বদলে ফেলেছিল কোন হিন্দি সিনেমা গুলি?

'পদ্মাবতী' নিয়ে রাজপুত করনি সেনাদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। তারা মনে করেন রাজপুত মহিলাদের এখানে অসম্মান করা হয়েছে।

| Edited By: | Updated on: Jan 04, 2023 | 10:49 AM
বিতর্ক যেন পিছু ছাড়ে না বলিউডের। বি টাউনের ইতিহাস ঘাটলে দেখা যাবে বহু সিনেমা বিতর্ক এড়াতে তার নাম বদল করতে বাধ্য  হয়েছে। কখনও সেন্সরের কাঁচি কখনও বিতর্ক দু'য়ের হাত থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নিতে হয় পরিচালকদের। বলিউডের ইতিহাসে এই তালিকায় নাম জুড়েছিল কোন সব সিনেমার? দেখে নেওয়া যাক।

বিতর্ক যেন পিছু ছাড়ে না বলিউডের। বি টাউনের ইতিহাস ঘাটলে দেখা যাবে বহু সিনেমা বিতর্ক এড়াতে তার নাম বদল করতে বাধ্য হয়েছে। কখনও সেন্সরের কাঁচি কখনও বিতর্ক দু'য়ের হাত থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নিতে হয় পরিচালকদের। বলিউডের ইতিহাসে এই তালিকায় নাম জুড়েছিল কোন সব সিনেমার? দেখে নেওয়া যাক।

1 / 7
পরিচালক সঞ্জয়লীলা বনসালীর ছবি 'পদ্মাবতী' নিয়ে রাজপুত করনি সেনাদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। তারা মনে করেন রাজপুত মহিলাদের এখানে অসম্মান করা হয়েছে। পরিচালক সহ অভিনেত্রী দিপীকা পাড়ুকনকে খুনের হুমকি অবধি দেওয়া হয়। পরে সেন্সর বোর্ডের কথামতো ছবির নাম বদলাতে বাধ্য হন পরিচালক।

পরিচালক সঞ্জয়লীলা বনসালীর ছবি 'পদ্মাবতী' নিয়ে রাজপুত করনি সেনাদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। তারা মনে করেন রাজপুত মহিলাদের এখানে অসম্মান করা হয়েছে। পরিচালক সহ অভিনেত্রী দিপীকা পাড়ুকনকে খুনের হুমকি অবধি দেওয়া হয়। পরে সেন্সর বোর্ডের কথামতো ছবির নাম বদলাতে বাধ্য হন পরিচালক।

2 / 7
সঞ্জয়লীলা বনশালীর আর এক ছবি 'গালিয়ো কি রাস লীলা রাম লীলা' নিয়েও বিতর্কের ঝড় ওঠে। প্রভু সমাজ ধার্মিক রাম লীলা কমিটি অভিযোগ তোলে, এই ছবির মাধ্যমে তাদের ধর্মীয় ভাবাবেগ কে আঘাত  করা হচ্ছে। প্রথমে এই ছবির নাম ছিল 'রাম লীলা' পরে তা পরিবর্তন করে দেওয়া হয়।

সঞ্জয়লীলা বনশালীর আর এক ছবি 'গালিয়ো কি রাস লীলা রাম লীলা' নিয়েও বিতর্কের ঝড় ওঠে। প্রভু সমাজ ধার্মিক রাম লীলা কমিটি অভিযোগ তোলে, এই ছবির মাধ্যমে তাদের ধর্মীয় ভাবাবেগ কে আঘাত করা হচ্ছে। প্রথমে এই ছবির নাম ছিল 'রাম লীলা' পরে তা পরিবর্তন করে দেওয়া হয়।

3 / 7
যশ রাজ ফিল্মস নির্মিত 'সম্রাট পৃথ্বীরাজ' নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন করনি সেনারা। প্রথমে এই ছবির নাম ছিল 'পৃথ্বীরাজ।' পরে ছবির নাম পরিবর্তন করতে বাধ্য হন পরিচালক।

যশ রাজ ফিল্মস নির্মিত 'সম্রাট পৃথ্বীরাজ' নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন করনি সেনারা। প্রথমে এই ছবির নাম ছিল 'পৃথ্বীরাজ।' পরে ছবির নাম পরিবর্তন করতে বাধ্য হন পরিচালক।

4 / 7
'ভুলভুলাইয়া ২'-এর পর কার্তীক আরিয়ান ও কিয়ারা আডভানিকে ফের দেখা যাবে 'সত্যপ্রেম কি কথা' নামক ছবিতে। ইতিমধ্যেই কাজ চলছে এই ছবির। শোনা যাচ্ছে প্রথমে এই ছবির নাম রাখা হয়েছিল 'সত্যনারায়ন কি কথা', পরে ছবির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

'ভুলভুলাইয়া ২'-এর পর কার্তীক আরিয়ান ও কিয়ারা আডভানিকে ফের দেখা যাবে 'সত্যপ্রেম কি কথা' নামক ছবিতে। ইতিমধ্যেই কাজ চলছে এই ছবির। শোনা যাচ্ছে প্রথমে এই ছবির নাম রাখা হয়েছিল 'সত্যনারায়ন কি কথা', পরে ছবির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

5 / 7
শদ্ধা কাপুর অভিনীত 'হাসিনা পার্কার' ছবির নাম 'দ্য কুইন অফ মুম্বই' রাখা হয়। পরে পরিচালকের মনে হয় হাসিনা পার্কার নাম দিলে ছবিটি আরও দর্শকের নজর কাড়বে। তাই পরে ছবিটির নাম পরিবর্তন করা হয়।

শদ্ধা কাপুর অভিনীত 'হাসিনা পার্কার' ছবির নাম 'দ্য কুইন অফ মুম্বই' রাখা হয়। পরে পরিচালকের মনে হয় হাসিনা পার্কার নাম দিলে ছবিটি আরও দর্শকের নজর কাড়বে। তাই পরে ছবিটির নাম পরিবর্তন করা হয়।

6 / 7
শাহিদ কাপুর অভিনীত 'আর  রাজকুমার' ছবির পূর্ব নির্ধারিত নাম ছিল 'ব়্যামবো রাজকুমার।' তবে হলিউডের ছবি 'ব়্যামবো' নামে একটি হলিউড সিনেমার নামের সঙ্গে ছবির নাম মিলে যাওয়ায়, ছবিটির নাম পরিবর্তন করে 'আর রাজকুমার' করা হয়। এমনকি ছবিতে শাহিদের নামও পরিবর্তিত হয়।

শাহিদ কাপুর অভিনীত 'আর রাজকুমার' ছবির পূর্ব নির্ধারিত নাম ছিল 'ব়্যামবো রাজকুমার।' তবে হলিউডের ছবি 'ব়্যামবো' নামে একটি হলিউড সিনেমার নামের সঙ্গে ছবির নাম মিলে যাওয়ায়, ছবিটির নাম পরিবর্তন করে 'আর রাজকুমার' করা হয়। এমনকি ছবিতে শাহিদের নামও পরিবর্তিত হয়।

7 / 7
Follow Us: